গেমস জোন [পর্ব-২৯৭] :: সাইলেন্ট হিল: হোমকামিং (২০০৯) – গাইডলাইন – ২য় খন্ড

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

সাইলেন্ট হিল হোমকামিং গাইডলাইনের ২য় খন্ডে তোমাদের সবাইকে স্বাগতম! শুরু করতে দেরী হয়ে গেল! কারণ সামনে ৩য় বর্ষের পরীক্ষা আসতেছে আর ব্লগিংয়ে এমনিতেই সময় দিতে পারছি না। যাই হোক সরাসরি টিউনে চলে যাচ্ছি। ১ম খন্ডের শেষ থেকে শুরু করছি:

সাইলেন্ট হিল হোমকামিং গেমটিতে গুলির সংখ্যা খুবই কম, তাই হিসাব করে গুলি চালাতে হবে বা বড় বড় শত্রুদের জন্য গুলি সংরক্ষণ করে রাখতে হবে। বিশেষ করে শটগান এবং রাইফেল জাতীয় অস্ত্রের গুলি খুবই নগন্য তাই এগুলো বসদের বিপক্ষে ব্যবহার করলে ভালো হবে। আর শত্রুদের সাথে ফাইটের সময় নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখা জরুরী!

গেমটিতে মাত্র ১ ধরণের শত্রু আছে যারা লং রেঞ্জ অস্ত্র ব্যবহার করে। অথ্যাৎ পুরো গেমটি হ্যান্ড-টু-হ্যান্ড কমবাটে ফোকাস করা হয়েছে।  আর গেমটির অন্ধকার পরিবেশের আশেপাশে হেলথ ড্রিঙ্ক, গুলির কেইস ইত্যাদি আইটেম তুমি খূঁজে পাবে।

তাছাড়াও গেমটির কিছু কিছু দরজা খোলার জন্য তোমার চাবির দরকার হবে না, দরকার বিভিন্ন অস্ত্র যেমস কুড়াল, হাতল, পিন্দা ইত্যাদি! আর গেমটিতে পুরোনো অস্ত্রগুলোর সাথে নতুন নতুন অস্ত্রসমূহ পরিবর্তিত হয়ে যাবে যদি তুমি খুঁজে পেতে পারো। যাই হোক এবার মূল টিউনে চলে যাচ্ছি।

বি:দ্র: এই গাইডলাইন এমন ভাবে লেখা হয়েছে যাতে শুধুমাত্র যারা গেমটি খেলবে আর এই গাইডলাইনটি পড়বে তারাই গাইডলাইনটি বুঝতে পারবে! আর যারা এখনো গেমটি খেলো নি তারা যাতে গাইডলাইনটি পড়ে স্টোরিলাইন জেনে খেলার মজা যাতে নষ্ট না হয় সেদিকেও খেয়াল রেখেছি। মানে এক ঢিলে দুই পাখি! তাই যারা যারা গেমটি খেলো নি বা যারা যারা শুধুমাত্র পড়ার জন্য এই টিউনটি দেখবে যাদের কাছে টিউনটি বোধগম্য হবে না মনে হয়!

প্রথম লেভেল – Nightmare

গেমটির ওপেনিং সিন শেষ হবার পর তুমি নিজেকে একটি মানসিক হাসপাতালের বেডে হাত-পা বাঁধা অবস্থায় পাবে। এখান হতে মুক্ত হবার জন্য স্ক্রিণে দেখাবো বাটনে র‌্যাপিডলি প্রেস করতে হবে।

দরজার ওপাশে জস রয়েছে

উঠার পর বাম দিকের সাইডে একটি মেমো রয়েছে সেটি নাও এবং দুটি দরজায় দিয়ে ঘর থেকে বেরিয়ে যাও। তারপর ফ্লোরে রক্তের দাগটিকে অনুসরণ করে হলওয়ে চলে আসো আর জসের সাথে দেখা করো।  তার পাশের দরজাটি কিপ্যাড দিয়ে লক করা। কোডটি পেতে হলে হাতের ডান দিকের দরজায় দিয়ে অন্য রুমে চলে আসো। এখানে এসে তুমি দেখবে একটি এক্সরে ফাইল রয়েছে, এই রুম থেকে হাসপাতালের ম্যাপটি সংগ্রহ করে নাও আর এক্সরে ফাইলের বাকি অংশ খুজার জন্য অন্য দরজা দিয়ে বেরিয়ে আসো।

এক্সরে ফাইলের বাকি অংশটুকু খুঁজতে বেরিয়ে যাও এই দরজা ধরে

এই হলওয়েতে ২০৪ নাম্বার রুমে তুমি এক্সরে ফাইলের বাকি অংশ খুঁজে পাবে। তার জন্য তোমাকে ২০৩ নাম্বার রুমে প্রবেশ করে জানালার কাঁচ ভেঙ্গে ২০৪ নাম্বার রুমে আসতে হবে। এখান থেকে আরেকটি মেমো এবং একটি হেলথ ড্রিঙ্ক সংগ্রহ করে নাও আর আগের এক্সরে রুমে ফিরে এসো। আর এক্সরে ফাইল কমপ্লিট করার পর একটি ৬ অক্ষরের কোড পাবে সেটি জসের দরজার কিপ্যাডে প্রেস করে দরজাটি আনলক করে ফেলো। কোডটি হচ্ছে ৬২৪৮৭২।

এক্সরে ফাইলের নিচের দিকে দরজার কি কোডটি লেখা রয়েছে

জসের রুমে প্রবেশ করার পর জস দৌড়ে পালিয়ে যাবে। এখানে তার বাচ্চাদের ড্রয়িংটি সংগ্রহ করো আর জসকে ফলো করতে থাকো। রেস্টরুমের থেকে বেরিয়ে এসে পরের রুমে একটি সেভ পয়েন্ট আছে। এখানে এসে তুমি গেমটি সেইভ করতে পারো। আরেকটি দরজা অনুসরণ করে লেডিস রেস্টরুমে চলে আসো আর আয়নায় লাগানো ছুড়িটি সংগ্রহ করো। আর তারপরেই তুমি অন্য জগতে প্রবেশ করবে!!! হাহাহাহা

আর বাথরুম থেকে একটি সেক্সি নার্স আসবে। তাকে ছুড়ি দিয়ে হত্যা করো। আর সামনে এগুতে থাকো। নার্স যেই বাথরুম থেকে এসেছে সেখানে যাও আর ছোট গ্যাপ দিয়ে পরের রুমে চলে আসো। এখানে একটি হেলথ বক্স রয়েছে তুলে নাও। বাম দিকের দরজা পেরিয়ে সিড়ি বেয়ে উপরের তলায় চলে আসো। এখানে কাঁচের গ্লাসের উপারের রুমে দুটি নার্স রয়েছে। ফ্ল্যাশলাইট অফ করে তাদের পাশ কাটিয়ে চলে আসো অথবা তাদের সাথে তুমি ফাইট করতে পারো তোমার ইচ্ছা।

পরের রুমে আসতে হলে দেয়ালে মাংসালো অংশে ছুড়ি চালিয়ে তোমাকে আসতে হবে। ৩০৩ নাম্বার রুমে তুমি আরেকটি সেভ পয়েন্ট পাবে। এরপর হলওয়ে চলে আসার পর নতুন টাইপের শত্রুর সাথে তোমার দেখা হবে, যার নাম Swarms, এদেরকে হত্যা করে লিনেন রুমে চলে আসো আর হেলথ ড্রিঙ্ক তুলে নাও।

েএরপর অপারেটিং থিয়েটারে চলে আসো আর সেখানে আরেকটি মেমো পাবে, তুলে নাও। আর নিচের দিকে চলে আসো লাফ দিয়ে। এখানে তিনজন নার্স আছে। দ্রুত কোনার একটি গ্যাপ দিয়ে রুমটি পরিত্যাগ করো। এখানে এসে আরেকটি ড্রয়িং পাবে সেটি নিয়ে উপরের তলায় চলে যাও আর মেইন দরজার চাবি সংগ্রহ করে নিয়ে আসো।

এরপর থিয়েটারের মেইন দরজায় চাবি ব্যবহার করে আনলক করো এবং পরবর্তী অংশে চলে আসো। এখানে এসে তুমি আবারো জসের দেখা পাবে এবং এইবার তোমাকে তার সাথে কথা বলতে হবে। কাটসিনটি শেষ করে হাতের বা দিয়ে ডানদিকের দরজায় প্রবেশ করো। এখানে একটি সেভ পয়েন্ট রয়েছে। আর অন্য দরজা দিয়ে আরেকটি করিডোরে প্রবেশ করো। এখান থেকে করিডোরের বাম দিকের মাঝামাঝিতে অবস্থিত রুম ২০৩ য়ে যাও আর জসের হারিয়ে যাওয়া পুতুলটিকে নিয়ে আসো। তবে পুতুলটিকে কে যেন কাচের গ্যাপ দিয়ে ভেতরে টেনে নিয়ে যাবে। গ্যাপের সামনে এসে বাটন প্রেস করে পুতুলটিকে সংগ্রহ করো আর আগের জায়গায় চলে আসো। গ্যাপ দিয়ে ১টি Swarm বের হবে তাই সাবধান।

রক্তাক্ত পুতুলটিকে কে যেন কাঁচের ভিতরে নিয়ে যাচ্ছে

আগের জায়গায় এসে জসকে পুতুলটি দাও এবং আরেকটি কাটসিন শুরু হবে। এরপর হলওয়ে ধরে সোজা যেতে যেতে ডানদিকের লিফটের বাটন প্রেস করো আর লেভেলের শেষ কাটসিনটি শুরু হবে!!

লেভেল ২ – Missing Persons

২য় লেভেলের শুরুর কাটসিন

কাটসিনের পর তুমি নিজেকে রাস্তায় আবিস্কার করবে। এখানে তোমার কাজ হচ্ছে নিজের বাসায় যাওয়া! ম্যাপ দেখে এগুতে থাকো। মাঝপথে র্জজ হলওয়ের সাথে তোমার দেখা হবে। এরপর তুমি সরাসরি তোমার বাসার দিকে আসতে পারো অথবা টাউন হলটি ভিজিট করতে পারো্, তোমার ইচ্ছে।

নিজের বাসায় আসার পর নিজে নিজে পুরো বাড়িটিকে ঘুরে ঘুরে দেখো। উপরের তলা হতে নিচের তলায় আসার পর এলেক্সের মায়ের সাথে তোমার দেখা হবে আর কাটসিন শুরু হবে। এলেক্সের মায়ের কাছ থেকে তুমি একটি নষ্ট পিস্তল পাবে আর বাসার বেইসমেন্ট টি আনলক হবে। বেইসমেন্ট এ যাও আর পানিতে আরেক ধরণের শত্রুর সাথে পরিচিতি হও!!! ছুড়ি দিয়ে একে হত্যা করো আর সামনের দিকে এগিয়ে যাও। দেখবে যে বেইসমেন্ট এর পেছনের দরজাটি লক করা আর এরজন্য তোমাকে বেইসমেন্টের জলাবদ্ধতা সমস্যা সমাধান করতে হবে। কাছের ওয়াটার পাম্পে তুমি একটি নোট আর গ্যারেজ রিমোট পাবে। ওয়াটার পাম্প কাজ করার জন্য তোমার ফুয়েল লাগবে, যেহেতু তোমার কাছে গ্যারেজ রিমোট রয়েছে সো বাড়ির বাইরে গ্যারেজে চলে যাও।

গ্যারেজের সামনে এসে গ্যারেজ রিমোট ব্যবহার করে গ্যারেজটি খোল। আর ভেতরে অবস্থিত শত্রুর জন্য প্রস্তুত হও! গ্যারেজে প্রবেশ করে কাউন্টার থেকে স্টিল পাইপ টি নাও আর ক্যাবেনেটের লক খুলার জন্য এটি ব্যবহার করো। গ্যারেজ থেকে গ্যাস ক্যান টি নিয়ে নাও, তবে এটি খালি রয়েছে। গ্যারেজ থেকে বেরিয়ে এসেই আরেকটি শত্রু আসবে। এখন হাতের ডান দিনের দেয়ারের গর্ত দিয়ে পার্কে প্রবেশ করো। পার্কের এক কোনায় একটি চেইন-লিংক দরজা রয়েছে যা তুমি স্টিল পাইপ দিয়ে খুলতে পারবে। সেখানে প্রবেশ করে হাতের বাম দিকে একটি ট্রাক পাবে আর সাথে আরেকটি শত্রুও পাবে।

ট্রাকের ট্যাঙ্ক থেকে গ্যাস ফিল আপ করে আবারো বেইসমেন্টে চলে আসো আর ওয়াটার পাম্পটি চালু করে পানি নিষ্কাষণের ব্যবস্থা করে ফেল। তারপর বেইসমেন্টের দরজা দিয়ে বাড়ির ব্যাকইয়ার্ডে চলে আসো।

ব্যাকইয়ার্ডের ফুলের বাগানের মাঝে একটি হেলথ ড্রিঙ্ক পাবে, সংগ্রহ করে নাও আর দরজা দিয়ে পরবর্তী জায়গায় চলে আসো।

এখানে এসে একটি মেটাল গেইট আসবে সেটি পার করে সিমেন্টারি এলাকায় চলে আসো। পাশের পাথরের ব্যাঞ্চ থেকে সিমেন্টারি এলাকার ম্যাপটি সংগ্রহ করে নাও। কিছুদুর এগুতেই তুমি একজনকে দেখতে পাবে যে কবর খুঁড়ছে। যাই হোক, তাকে সেখানে রেখেই তুমি সামনের দিকে চলে আসো আর গর্তে লাফ দাও। আবার আরেকটি কাটসিন আসবে আর নতুন টাইপের শত্রুর সাথে তোমার পরিচয় হবে। এটি অনেকটা চামড়া বিহীন কুকুরের মতো দেখতে।  একে হত্যা করে গর্তে অবস্থিত স্ট্যাটুর নিচ থেকে ওড স্টোন প্ল্যাটটি সংগ্রহ করে নাও। গর্তের অপর পাশে গিয়ে উঠে পড়ো। এখানে দুটি রাস্তা পাবে। হাতের বাম দিকের রাস্তাটির দরজা লক করা সো ডান দিকে চলে আসো। এখানের শেষের দিকের একটি রুমে একটি সেইভ পয়েন্ট পাবে।

হাতের বাম দিকের রাস্তাটির দরজা লক করা সো ডান দিকে চলে আসো

যেতে যেতে আরেকটি বদ্ধ দরজা পাবে, এখান থেকে সাউথ সাইডে মোড় নাও আর দেয়ালের ভাঙ্গা অংশের ভেতর দিয়ে পরের স্থানে চলে আসো। এভাবে আরেকটি রুমে এসে দেয়ালের ফাকফোকড় দিয়ে ফাউন্ডারস রো এলাকায় চলে আসো।  এখানে আরেকটি কুকুর আসবে, হত্যা করো। এখান থেকে সাউথের দিকে গিয়ে গর্তে ঝাপ দাও আর দেয়ালের গর্ত দিয়ে অপর পাশে চলে আসো। এবার তুমি একটি বিশাল খোলা ময়দানে চলে আসবে যার নাম ফাউন্ডারস গার্ডেন। ডান দিকের টম্ব থেকে আরেকটি কুকুর আসবে সো ওর সাথে ডিল করে নাও।

নর্থ সাইডের মেটাল গেট দিয়ে সিড়ি বেয়ে ওয়েস্ট গার্ডেনের দিকে চলে আসো। এখানের একটি ফাউন্টেন থেকে স্ট্যাঞ্জ স্টোন প্লেইট আইটেমটি সংগ্রহ করো। এবার সামনের দিকের লকড দরজার কাছে চলে এসে। দরজার মাঝে দেখবে বৃত্তাকার খালি অংশ রয়েছে। এখানে স্টোন প্লেইট গুলো বসিয়ে দাও আর দরজাটি আনলক করো আর মেইন স্ট্রিটে চলে আসো।

এবার ম্যাপ দেখে পুলিশ স্টেশনের দিকে এগুতে থাকো। একটি বিলবোর্ডে কাছে এসে তুমি ইলির সাথে দেখা পাবে। কাটসিন শেষ হলে রিভার ভিউ দিয়ে ব্রিজের দিকে এগুতে এগুতে জাঙ্কইয়ার্ডে প্রবেশ করো। এখানে কিছু দরজা পেরিয়ে এসে শপে প্রবেশ করো তারপর আরেকটি কাটসিন শুরু হবে।

অস্ত্রের দোকানে অস্ত্রের সন্ধানে...

দোকারে কর্মীকে তোমার মায়ের দেওয়া নষ্ট রিভলবারটি দাও আর বিনিময়ে আরেকটি সচল পিস্তল বুঝে নাও। শপের আশে পাশে কিছু গুলির বাক্স পাবে। এরপর শপের ব্যাকরুমে যাও আর জাঙ্কইয়ার্ডের ম্যাপটি সংগ্রহ করে নাও। তাছাড়াও এই রুমে হেলথ ড্রিঙ্ক, পিস্তলের গুলি এবং একটি সেভ পয়েন্ট পাবে। সেভ করে হাতের বাম দিকের দরজা দিয়ে বেরিয়ে আসো।

জাঙ্কইয়ার্ড থেকে বেরিয়ে আসলেই তুমি নতুন ধরণের শত্রুর সাথে পরিচিত হবে। যার নাম স্মোগ। কাটসিনের পর ওকে হত্যা করো। এই জাতীয় শত্রুগুলো ফুঁসফুস থেকে লাভা ছিঁটাবে তোমার দিকে তাই দূরত্ব বজায় রেখে পিস্তলের সাহায্যে এর কাম তামাম করে ফেলো! এরপর রাস্তা ধরে সিমেন্টারী এরিয়াতে আবার চলে আসো। এবার তোমাকে Barlett Mausoleum তে যেতে হবে। পথিমধ্যে কিছু কুকুর আর স্মোগ পাবে। এবার এসে তুমি দেখতে পাবে যে Mausoleum টি আনলক করা আছে। এর ভেতরে প্রবেশ করো।

এটির ভেতরে একটি কফিন রয়েছে এবং কফিনের সামনে একটি পাজল বক্স রয়েছে। গেমটির প্রথম পাজল এটি, কফিন পাজল।

Coffin Puzzle:

এখানে তোমাকে বাম দিকের উচ্চ ইটের খন্ডটিকে সর্ম্পূণভাবে নিচে নিয়ে আসতে হবে। এর জন্য তোমাকে আড়াআড়ি লম্বা পিসগুলোকে ডানদিকে এবং ছোটগুলোকে একবারে বাম দিকে নিয়ে আসতে হবে তারপর উপরের পিসকে নিচের দিকে নিয়ে আসলেই পাজল আনলক করে দেবে কফিনকে। কফিনের ভেতর থেকে একটি ভাঙ্গা ঘড়ি পাবে আর আরেকটি কাটসিন শুরু এবং লেভেল শেষ!!

লেভেল ৩ – Hotel

কাটসিনের পর এবার তুমি নিজেকে সাইলেল্ট হিল অঞ্চলে আবিস্কার করবে। সামনের দিকে এগিয়ে এসে গ্র্যান্ড হোটেলের প্রবেশপথে লক্ষ্য করো, ওপারে জস লুকিয়ে আসে তবে এখনই তুমি সেখানে যেতে পারবে না। সামনে এগুতে থাকে আর ডান দিকের গলিতে চলে আসো, এখানে একটি স্মোগ তোমার জন্য অপেক্ষা করছে। এরপর নিচের দিকে নেমে এসে ট্রাককে বাইপাস করো আর ডান দিকের নিচের অংশে একটি কুড়াল পাবে সেটি তুলে নাও।

কুড়ালটি নিয়ে হোটেলের প্রবেশপথে চলে আসো আর কাঠের ব্লকগুলোকে ভেঙ্গে হোটেলে প্রবেশ করো। একটু সামনে এগিয়ে যাওয়ার পর হাতের বাম দিকে হোটেল রিসেপ্টশন টেবিল থেকে হোটেল ম্যাপটি সংগ্রহ করে নাও। তারপর লিফটের দিকে এগিয়ে আসো, দেখবে যে লিফটটি অকেজো। লিফট এরিয়া থেকে সামনের দিকে লাফ দাও এবং লবি থেকে মেইনটেন্স চাবিটি সংগ্রহ করে নাও আর হোটেল থেকে বেরিয়ে আসো।

রাস্তায় তোমার জন্য কয়েকটি স্মোগ অপেক্ষা করবে, তাদের কে হত্যা করো। এবার মেইনটেন্স চাবি দিয়ে হোটেলের বাম দিকের চেইনলিংক দরজাটি খুলে ফেলো আর এর ভিতরে একটি বিদুৎ বক্স পাবে, যার তাঁর উলোটপালোট করা রয়েছে। এগুলোকে তোমার সঠিক ভাবে বসাতে হবে। এটিই হচ্ছে গেমটির ২য় পাজল। চলো এই পাজলটিও সমাধান করে ফেলি।

Wire box puzzle:

এই পাজলটির সমাধান করতে হলে পাশের ক্লিপবোর্ডে একটি ক্লু দেওয়া রয়েছে যা হলো : Don’t forget to tape the big game! XXI. মানে তারঁগুলো বাম দেখে ডান দিকে ২টি এক্স মানে ক্রসফায়ার আর শেষের টি সিঙ্গেল লাইনের হবে।

এবার আমার সাথে তারঁগুলো মিলিয়ে নাও:

  • > হলুদ তাঁর – নিচের ২নং কানেক্টর
  • > সাদা তাঁর - নিচের ১নং কানেক্টর
  • > লাল তাঁর - নিচের ৪নং কানেক্টর
  • > নীল তারঁ - নিচের ৩নং কানেক্টর
  • > সবুজ তাঁর - নিচের ৫নং কানেক্টর

এভাবে তাঁরগুলো সাজানোর পর সুইচে চাপ দিয়ে বিদুৎ রিস্টোর করো আর হোটেলে আবার প্রবেশ করো। এবার লিফটি কাজ করবে। লিফটের ভেতরে গিয়ে ৫ তলা বাটনে প্রেস করো আর কাটসিন শুরু। এবার নতুন শত্রু টাইপ নিডলারস আসবে লিফটের চারিপাশ থেকে সো প্রস্তুত থাকো। শেষের দিকে লিফট বন্ধ হয়ে যাবে আর তোমাকে সাথে সাথে সামনের দরজা দিয়ে উঠে পড়তে হবে না হলে লিফটের সাথে তুমিও নিচে পড়ে ক্র্যাশ হয়ে পড়বে!

এই এরিয়াতে এসে তোমার সামনে একটি মহিলার চিত্র পেইন্ট আসবে, ছুড়ি দিয়ে এটিকে কেঁটে এর ভেতর দিয়ে প্রবেশ করো আর পরের রুমে চলে আসো। লক্ষ্য করো, এখানে আরো একটি দরজা রয়েছে যেটি লক করা। এবার ছিদ্র  অনুসরণ করে ৩০২ নাম্বার রুমে চলে আসো। এখানে একটি সেভ পয়েন্ট আছে।

এবার হল রুমের দিকে চলে আসো আর ৩০১ নাম্বার রুমে সামনে আসতেই আরেকটি কাটসিন শুরু। একটি রহস্যময়ী বৃদ্ধ মহিলার সাথে তোমার কথোপকথন হবে।

এই দরজার ভেতর থেকেই বৃদ্ধ মহিলার আওয়াজ শুনতে পাবে তুমি

এবার তোমাকে মহিলার জন্য তিনটি মেমোরি খুঁজতে হবে। সরাসরি রুম ৩০৩ নংয়ে ঢুকো আর দেয়ালে একটি মেসেজ পাবে : I can’t see my face. Maybe you will in 404. এটি একটি ক্লু। আর ৩০৪ নং রুমে ওয়ারড্রোবে একটি নোট রয়েছে।

এবার দেয়ালের মাঝের গর্ত দিয়ে রুম ৩০৭ নংয়ে চলে আসো, এই রুমে কিছুই নাই বটে! হল দিয়ে রুম ৩০৮য়ে চলে আসো আর এইখানেও দেয়ালে আরেকটি লেখা দেখতে পাবে: 405 scares me. I left my ducky in there. এটাও আরেকটি ক্লু।

৩০৯ নং রুমে এসে দেখবে উপরে উঠার ব্যবস্থা আছে। উপরের তলায় উঠে আসো। এবার ছিদ্র অনুসরণ করে ৪০৬ নং রুমের মাধ্যমে উপরের তলার হলরুমে চলে আসো। আসা মাত্র Swarms তোমাকে আক্রমণ করবে এছাড়াও ৪০২ নং রুম থেকে সেই সেক্সি নার্সগুলোও তোমাকে আক্রমণ করতে আসবে। ৪০৩ নং রুমের দরজার সামনের দেয়ালে শেষ ক্লু পাবে: You cant wash it off.

৪০২ নং রুমে প্রবেশ করো, ওয়ারড্রোবটি পুশ করে সাইডে নাও আর গর্ত দিয়ে ৪০৪ নং রুমে প্রবেশ করো। এই রুমের কেবিনেট থেকে Alchemilla Postcard টি সংগ্রহ করো। এটি একটি মেমোরী!!

হলরুমে ফিরে এসে ৪০৮ নং রুমে দিকে এগুতে থাকো আর আরেকটি কাটসিন শুরু হবে যেখানে তোমাকে বুগিম্যানের সাথে পরিচয় হবে!! কাটসিন শেষ হলেই আবারো পাশে থেকে Swarms রা তোমাকে আক্রমণ করবে।

এবার ৪০৫ নং রুমে ঢুকে দেয়ারে ফাঁক দিয়ে ৪০৭ নং রুমে যাও আর আবারো হল রুমে ফিরে আসো। এবারও হলরুমে সামনের দিকের একটি দরজা কাঠদিয়ে বদ্ধ থাকবে। কুড়াল দিয়ে ভেঙ্গে ফেলে সিড়িবেয়ে ৫ তলায় চলে আসো।

৫ তলায় আসতেই কাটসিন দিয়ে নিডলারস আসবে আক্রমণ করতে! ওর সাথে ডিল করার পর রুম ৫০৫ য়ে চলে যাও আর ওয়ারড্রোব পুশ করে ৫০৭ নাম্বারে চলে আসো। এই রুমের বিছানা থেকে Lakeside Amusement Park Postcard টি সংগ্রহ করো। এবার আবারো হলরুমে চলে এসে ৫০৪ নাম্বারে প্রবেশ করো, আরেকটি নিডলারস আসবে। হলরুমে মাধ্যমে ৫০৩ নং রুমে এসে ৪০৩ নাম্বার রুমে ঝাপ দাও। এই রুমে বাথরুম থেকে শেষ মেমোরী The Toluca Lake Postcard টি নিয়ে নাও। সব মেমোরী নেওয়া শেষে!

এবার যেভাবে এখানে এসেছো ওই পথ ধরেই ৩০১ নাম্বার রুমের বৃদ্ধ মহিলার কাছে ফিরে আসো। তবে পথিমধ্যে ৪ তলায় ৩টি সেক্সি নার্স, ৩০৯ নং রুমের পাশে স্মোগ থাকবে!

বৃদ্ধ মহিলাটিকে মেমোরীগুলো দেওয়ার পর উনি তোমাকে ওই লককৃত দরজার চাবি দিবে। চাবি দিয়ে দরজাটি আনলক করো আর গ্যাপটি পার করার জন্য লাফ দাও! কাটসিন শুরু!!

তুমি নিচে পড়ে যাচ্ছ! কিচ্ছু করার নেই !

নিচ তলায় পড়ে যাবার পর আশে পাশে লক্ষ্য করলে হেলথ ড্রিংক পাবে, সংগ্রহ করে নাও। আর আরেকটি সেভ পয়েন্ট পাবে। বিরাট হলরুমে শেষের দিকের দরজাটি বেরিয়ে আসো আর পরের দরজায় হাত দিলেই হোটেলটি নাইটমেয়ার রুপে চলে আসবে আর সামনের দরজাটি আনলক হবে। দরজাটি বেরিয়ে এসো আর সামনের দিকে দেখবে মেয়র বারলেট বসে আসে। তার সাথে কথা বলো আর কাটসিন শুরু এবং গেমটির প্রথম বসের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকো।

Boss 1 : Sepulcher

বসটিকে এখনই তুমি মারতে পারছো না। প্রথমে তোমাকে বসের চারপাশে থাকে ঝুলন্ত মাংসপিন্ডগুলোকে শেষ করতে হবে। বস তার লম্বা হাতগুলো দিয়ে তোমাকে আক্রমণ করতে আসবে। আশেপাশের বুকশেলফসগুলোর পছনে গিয়ে তুমি এই আক্রমণগুলো ঠেকাতে পারো। পিস্তল দিয়ে ঝুলন্ত মাংসপিন্ডগুলোকে মেরে ফেলো। এবার বস মাটিতে এসে পড়বে। আর তুমি বসের কাছাকাছি আসতে পারবে।  এবার বস তোমাকে ধরে নিয়ে চেপে মেরে ফেলার চেষ্ঠা করবে। তুমি এবার কুড়াল দিয়ে বসের সাথে ফাইট করতে পারো। ফাইটে বিদ্ধস্ত বস নিচে লুটিয়ে পড়লে এর কাছে গিয়ে তুমি ফিনিসিং ফাইট মারবে এবং বস মরে গিয়ে নিচের দিকে পড়ে যাবে। সাথে সাথে তোমারও মাথা ঝিমুবে আর গর্তে তুমিও পড়ে যাবে! লেভেল শেষ!

লেভেল ৪ – Police Station

এই লেভেলের শুরুতে তুমি নিজেকে একটি কারাগারে বন্দি অবস্থায় আবিস্কার করবে। কাছে কোনো গুলি এবং আইটেম কিছুই নেই। মিনিটখানেক অপেক্ষা কর এবং একটি কাটসিন শুরু হবে।

এরপর ডেপুটি হুইলারকে অনুসরণ করে কারাগারের রুম হতে বেরিয়ে আসো আর একটি সেইভ পয়েন্টওয়ালা রুমে এসে তুমি পৌছাঁবে। এরপর হুইলারকে অনুসরণ করে হলওয়ে চলে আসার পর আরেকটি কাটসিন আর নতুন শত্রু আসবে সিজম। এরপর হুইলার তোমাকে বলবে যে তোমার অস্ত্রগুলো চিফ অফিসে রাখা আছে।

যেহেতু তোমার কাছে এখন কোনো অস্ত্র নেই তাই পুলিশের পিছে পিছে থাকাই উত্তম!

এবার হলরুম দিয়ে সামনে দিকে যেতে থাকো, আরেকটি সিজম আসবে, যেহেতু তোমার কাছে এখন কোনো অস্ত্র নেই তাই একে এড়িয়ে যাবার চেষ্টা করো। হলরুমে একে বারে শেষের দিকের বাম দিকের দরজা দিয়ে চিফ অফিসে প্রবেশ করো আর আরেকটি কাটসিন আসবে।

কাটসিন শেষ হলে পেছনের টেবিল থেকে স্টেশন ম্যাপটি নাও আর হুইলারের সাথে বেরিয়ে যাও। সাথে বোনাস অস্ত্র হিসেবে হুইলারের ১২ গজ শটগানটিও পাবে। তবে রুম থেকে বেরিয়ে আসার পর আবারো আরেকটি কাটসিন আসবে।

এরপর পেছনের দিকের কাঠ দিয়ে বদ্ধ দরজাটি কুড়াল দিয়ে ভেঙ্গে বেরিয়ে আসো। এই রুম থেকে জলদি হলরুমের শেষের দিকে দেয়ালের ছিদ্রের দিকে দৌড় লাগাও কারণ এই রুমে ৫টি সিজম আসবে তোমাকে আক্রমণ করতে।

পরবর্তী রুমে এসেও আরো ২টি সিজম আসবে। এবার কুড়াল দিয়ে দরজা ভেঙ্গে গ্যারেজে চলে আসো। গ্যারেজ রুমে একটি কিকোডওয়ালা দরজা রয়েছে। এটি দিয়ে তুমি কিছু বোনাস সাপ্লাই পেতে পারো।

Safe Puzzle:

এই লকের সঠিক কম্বিনেশন জানার জন্য তোমাকে পুলিশ গাড়ীর একটি মেমো স্মরণ করতে হবে যেখানে বলা ছিলো : Only time will tell who has the will to live…

তো এই লকের পাশেই একটি ঘড়ি আছে সেখানে দেখবে ২টা ৬ মিনিট বাজে। মানে লকের কম্বিনেশন হচ্ছে 206!! এর ভেতর থেকে গুলি ও হেলথ ড্রিঙ্ক সংগ্রহ করো।

এবার অফিস রুমে লিভার চাপ দিয়ে গ্যারেজে দরজাটি খুলো। বাইরে বেরিয়ে আসা মাত্রই আরেকটি কাটসিন শুরু হবে আর নতুন মিনিবস সিয়ামের সাথে তোমার দেখা হবে। এই টাইপের শত্রুর সাথে ফাইট করতে হলে পিস্তল বা শটগানের দরকার হবে। এরজন ৩টি শটগানের গুলি বা ৭টি পিস্তলের গুলি করা লাগবে! মিনিবসকে হত্যার পর এলেক্স ও ইলি আন্ডারগ্রাউন্ডে চলে যাবে আর লেভেল এই খানেই শেষ!

লেভেল ৫ – Sewers

আন্ডারগ্রাউন্ডে...

এবার দুনিয়া তোমার কাছে অনেক অন্ধকার লাগবে! যাই হোক গেইট ৩ য়ে যাও আর প্যাডেল চেপে ইলিকে প্রবেশ করাও আর ওপর সাইড থেকে ইলি প্যাডাল মারবে আর তুমিও ওপর পাশে যেতে পারবে। সামনে দিতে যেতে থাকো, এই বন্যা কবলিত এরিয়াতে ২টি লুকার থাকবে। আরো সামনের দিকে এগিয়ে গিয়ে হাতের বাম দিকের ওয়ার ফেঞ্চ দরজাটি পাইপের সাহায্যে ওপেন করো। এই দরজার ভেতরে গিয়ে সামনের দিকের পানিকে ড্রেইন করে ফেলো। এরপর টানেলে ফিরো এসো আর সামনের দিকে যেতে থাকো। হাতের ডান দিকেও উঁচু জায়গায় উঠে পড়ো। বাম দিকের ল্যাডার বেঁয়ে নিচে নামার আগে একটু সামনের দিকে চলে আসো দেখবে একটি সেভ পয়েন্ট!

সেভ পয়েন্টের সামনের দিকের দরজার ওপাশে থেকে Sewers Map টি সংগ্রহ করে নাও। এবার ড্রেইন করা ল্যাডার বেয়ে নিচে নামো আর ওপাশে চলে যাও। এবার এই ভ্যালবের ওপাশে ইলি যেতে পারবে কিন্তু ইলি তোমার জন্য কোনো সাহায্য করতে পারবে না! স্যাড!!

তোমার আবারো সেই প্রথম দিকের ট্যানেলে ফিরে যেতে হবে। তাই যে পথ ধরে এসেছো সেই পথ ধরে ফিরে যেতে থাকো। ফিরে যাবার পথে ২টি নিডলার আর পানিতে একটি লুকার তোমার অপেক্ষা করছে! যাই হোক,  গেইট ৪ য়ে গিয়ে দেখবে ইলি তোমার জন্য অপেক্ষা করছে। ওপর পাশে যাবার পর আরো একটি নিডলার তোমাকে আক্রমণ করতে আসবে। তারপর নিচের দিকে দিয়ে টানেল ধরে যেতে থাকো। স্পিলওয়েতে আরো দুটি লুকার অপেক্ষা করছে! এদেরকে হত্যা করে হলওয়ের বাম দিকে একটি ড্রপডাউন সুইচ রয়েছে। সুইচ চেপে সামনের দিকের গেইটটি খুলো আর ওপারে চলে আসো। এখানে একটি গোপন সেভ পয়েন্ট রয়েছে যা নিচের দিকের একটি রুমে পাবে তুমি।

এবার মেইন ড্রেইন চেম্বারে চলে আসো আর মূল গেইট দিয়ে ইলিকে ওপার করে দাও। কিন্তু এবারও ইলি ওপার থেকে তোমার জন্য গেইটটি খুলতে পারছে না। ইলি সামনের দিকে এগিয়ে চলে যাবার পর তুমি চেম্বারে একা আর চারিপাশ থেকে নিডলারসগুলো আসতে থাকবে। আর শেষে মিনিবস সিয়াম ও চলে আসবে বিল্ডিংয়ের খাম্বা ভেঙ্গে!! সিয়ামকে মারার পর ওপাশ থেকে ইলির চিৎকার শুনবে আর অটোমেটিক ভাবে দরজাটি খুলতে থাকবে।

রক্তের দাগের সাথে ইলির রেডিওটি খুজে পাবে

ওপারে এসে রক্তের দাগের সাথে ইলির রেডিওটি খুজে পাবে!! এই টানেলের শেষে একটি ল্যাডার রয়েছে যা বেঁচে তুমি উপরে চলে আসতে পারবে!

উপরে এসে দেখবে যে তুমি তোমার বাড়ির পাশের ড্রেইন থেকে উঠেছো!! ছি!!!
রাস্তার ধরে এগোতে এগোতে একটি কাটসিন শুরু হবে। এবার তোমাকে ডাক্তার ফিটচ এর অফিসে যেতে হবে। ম্যাপ দেখে দেখে অফিসের দিকে  যেতে থাকো। পথিমধ্যে দুটি ফেরাল সহ কিছু শত্রু থাকবো।

অফিসের সামনে এসে আরেকটি কাটসিন শুরু হবে, এরপর অফিসে প্রবেশ করো আর হলওয়ের শেষে গিয়ে ডান দিকের দরজা খুলে ওই রুমে প্রবেশ করো। এই রুমে একটি তালাবদ্ধ বক্স পাবে যার চাবি প্রথম রুমে আছে। এই রুম থেকে হলরুমে ফিরে আসা মাত্রেই প্রথম রুম থেকে ৫ টি সেক্সি নার্স বের হবে! তাদেরকে মেরে প্রথম রুমে ঢুকো আর বিছানা থেকে একটি চাবি সংগ্রহ করো। তারপর আগের রুমে ফিরো এসো আর তালাবদ্ধ বক্সটি চাবি দিয়ে খুলো! একটি পুতুল!! কালোযাদুর পুতুল! কাটসিন শুরু আর লেভেল শেষ!!!

অভিশপ্ত পুতুল!

গাইড আজ এ টুকুই! বাকিগুলো আগামী খন্ডে নিয়ে আসবো ! টিউনটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ! 🙂

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস