১৪ বছরের ছেলের তৈরী করা গেম iTunes টপ চার্টে !!!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

Robert Nay নামের ১৪ বছরের একটি ছেলে Bubble Ball, a "physics puzzle game" নামের দুটি গেম তৈরি করে Apple devices এর জন্য ।সে গেম তৈরি করার কোডিং শিখে লাইব্রেরীর একটি বই থেকে।পরবর্তীতে তার এক বন্ধুর বাবার পরামর্শে সে Apple devices এর জন্য গেম তৈরি করে.১৯ জানুয়ারী,২০১১ তারিখ পর্যন্ত Bubble Ball গেমটি ২ মিলিয়ন বার ডাউনলোড করা হয়।

Robert Nay

Level 0

আমি Rubel Rana। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পোলাপাইনের কান্ড দেখেন!

ছেলেটাকে অভিনন্দন

পোলাডারে কি আপনার ভাতিজা হয় নাকি?

আমার দ্বারা কী এগুলো হবে !!!!!!!!!

এই বয়সের ছেলেরা আমাদের দেশে গেম খেলে আর এরা গেম বানায়!

প্রথমে ছেলেটাকে অভিনন্দন । আর ওর কাজ দেখে যারা এটা সেটা বলতাছেন [ পোলাপাইনের কান্ড দেখেন! / আমার দ্বারা কী এগুলো হবে !!!!!!!! / এই বয়সের ছেলেরা আমাদের দেশে গেম খেলে আর এরা গেম বানায়! ] তাদেরকে বলি ১৪-এর ছেলে যই ক্লাশেই পড়ুক না কেন ওর লাইব্রেরীতে ও গেম বানানোর বই পায় আর বাসায় নিশ্চয়ই PC-আছে। আর আমাদের কি অবস্থা পোলাপাইনের তা নিশ্চয়ই জানেন। So Opportunity আছে কাজে লাগাইছে। আমরা যতদুর Opportunity পাই সেটাও কাজে লাগাই, অন্তত আমাদের দেশে বড়দের (University-পোলাপাইন) থেকে ছোটরা (School/High School/College/-পোলাপাইন) ওদের Opportunity বেশি ভালো কাজে লাগায়।

    কিন্তু আমাদের দেশে এই সুযোগ যারা পাচ্ছে মানে যাদের ছোট বেলা থেকেই বাসায় কম্পিউটার আছে তারা কেন গেম বানাচ্ছে না?
    তাদেরতো খাওয়ার সমস্যা নেই। আবার পড়া-শুনাও করছে। তাহলে সমস্যা কোথায়?

কি আবোল তাবোল বকছেন মিঞা? আমাদের দেশের পুলাপাইনের মতো থ্রি-নট-থ্রি গুলতি, অরিজিনাল জর্দা বুমা, স্পেশাল মুরিচ বম তাদের পুলাপাইনরা সাতবছর সাধনা করেও পারবেনা।
(((((((সরি একটু ফান করলাম। আসলে আমাদের দেশে যে পরিমান টোকাই আছে সারা বিশ্বেও মনে হয় এতগুলো নাই। দুমুঠো খাবারের জন্য যে দেশের শিশুদের পড়ালেখা শিকায় তুলে ডাস্টবিনের পাশে ঘুরে বেড়াতে হয় সেদেশ থেকে কিভাবে এরকম প্রতিভা বের হবে?))))))

এই পোলাগুলান এক একটা চীজ।
আমাগো এই চীজ বেশী বেশী বানাইতে হইবো।

ছেলেটাকে অভিনন্দন।

পরিবেশের কারণে অনেক কিছু বদলায় , ছেলেটার প্রতি শুভ কামনা & আগামী দিনের বিজ্ঞানী।

দারুন ……………………………।।

BHMH – বড় হলে মাল হবে।

ভাই একদিন দেখবেন আমাদের দেশের ছেলেরা কি করে।!?

ভালো ভালো অনেক ভালো

Level 0

যারা আমাদের সন্তানদের অবহেলার ছলে কথা বলতেছেন – তারা কি আমাদের “রূপকথা” নামের সেই ছোট্ট মেয়েটার কথা ভুলে গেলেন? যে কিনা সারা বিশ্বের সবচেয়ে ছোট অথচ স্রেশ্ঠ কম্পিউটার প্রগ্রামার। ( যতদুর মনে পড়ছে তার বয়স মোটামুটি ২ বছরের মতো পড়েছিলাম কারেন্ট আফেয়ার্সে! )