আসসালামু আলাইকুম। শীতের সকালের গরম গরম ভাপা পিঠার শুভেচ্ছা।
গত টিউনের ঘোষণা অনুযায়ী আমি আজ নিয়ে এসেছি একটি এন্ড্রয়েড গেম, স্টিক ক্রিকেট। এটার অনলাইন গেমও আছে পিসির জন্য। বলছিনা, কল অফ ডিউটি এর আধুনিক ভার্সনগুলো, জিটিএ ৪, জিটিএ ৫, ওয়াচ ডগসের মত গেমগুলো কখনো আমার খেলতে ইচ্ছা হয় না। কিন্তু সত্যি বলছি, আমার ২ জিবি র্যামের পিসিতে এগুলো চলে না বলে কখনো মন খারাপ হয়নি। সব ইচ্ছা তো আর পূর্ণ হয় না।
কিন্তু এবার সত্যি দুঃখ হয়েছে, যখন জেনেছি আপকামিং ডন ব্র্যাডম্যান ক্রিকেট ১৭ আমার পিসিতে সাপোর্ট করবে না বা বর্তমানের জনপ্রিয় অ্যান্ড্রয়েড ক্রিকেট গেম, ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ আমার মায়ের মোবাইলের ৫১২ মেগাবাইট র্যামে সাপোর্ট নিবে না। শুধু এটা খেলার জন্য ব্লুস্টাক নিসিলাম। কিন্তু ব্লুস্টাক দিয়ে পিসিতেও চলল না। আর ২ জিবি র্যামের পিসিতে ব্লুস্টাকই তো সাপোর্ট নিতে চায় না। দুঃখ এত বেশি, পকেটে আটে না :'(আর চাইলেই তো পিসি আপডেট করে ৮ জিবি র্যাম লাগিয়ে নিতে পারি না বা নতুন ফোনও কিনতে পারি না।
তাই আবার লো কনফিগ গেমের পথেই হাঁটি। থাউক, লাগবে না ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশীপের গ্রাফিক্স, বোলিং, ডিআরএস, টিউমেন্ট্রি। আমার স্টিক ক্রিকেটই আমার জন্য ভাল। ইহা পিসি এবং এন্ড্রয়েড উভয় প্লাটফর্মেই খেলা যায়।
এই গেমটার একটা বৈশিষ্ট্য হল, কেবল ব্যাটিংই করতে পারবেন। বোলিং নাই, টিউমেন্ট্রি নাই, ওয়াইড নাই, নো-বল নাই, বিভিন্ন এঙ্গেলের ক্যামেরা নাই, রিয়েলাস্টিক গ্রাফিক্স নাই, নাইয়ের লিস্ট অনেক বড়। কিন্তু, গেমটি খেলতে বোর হবেন না কখনোই!
ভাবছন, এটা কেমন গেম? না খেললে বুঝবেন না এই গেমের মজা।
সব ক্রিকেট গেমের একটা বড় সমস্যা হল, ব্যাটিং খুব সোজা। টার্গেট পার করে আরো ওভার বেঁচেই থাকে। তাই সব ডেভেলোপার চেষ্টা করে ব্যাটিং কঠিন করতে। কিন্তু কিসে কি? যতই কঠিন করুক, গ্যাপ থেকেই যায়। হয়ত, দুই তিনটা নির্দিষ্ট শট আয়ত্বে আনলেই বলে বলে ৬ হবে।
এই গেমটা এ দিক দিয়ে ব্যতিক্রম। ডেভেলোপাররা ব্যাটিংকে সহজ না করে অন্য রাস্তায় হেঁটেছে। সরাসরি বলেই দিয়েছে, 'HIT EVERY BALL FOR SIX."
এটা সত্য, সব বলেই ছয় তো ঠিকই মারতে পারবেন। কিন্তু প্যাচটা অন্যখানে। ওভারে ২৭-২৮ যখন রিকোয়ার্ড রেট দেখবেন, তখন এই মজাটা ফুরুত হয়ে যাবে।
গেমটিতে ৩৬০ ডিগ্রি শট নাই। আপনার স্ক্রিণের দুই দিকে দুটো বাটন পাবেন। সেখানে সময়মত সঠিক দিকে ট্যাপ করেই দেখাতে হবে চার ছক্কার ফুলঝুরি। এটাও কিন্তু সবসময় খুব সহজ না। যখন পেসাররা আগুনের গতিতে বল ছুরবে, আর স্পিনাররা অফ সাইডের বল লেগ সাইডে ঘুরিয়ে দিবে, তখন টের পাবেন।
গেমের ডেভেলোপাররা একটি কথা লিখে দিয়েছেন প্লে স্টোরে গেমের বর্ণনায়, 'Easy to play, hard to master'. কথাটা মাথায় রেখেই খেলতে হবে।
গেমটির অ্যান্ড্রয়েড ভার্সনে বেশ কিছু আলাদা আলাদা মোড আছে, আর পিসির জন্য রয়েছে ভিন্ন ভিন্ন গেম। অ্যান্ড্রয়েডের গেমটি ফ্রি হলেও ফ্রি গেমটিতে প্রায় সবকিছুই লক করা তাই আনব্লকড ভার্সন ডিয়েছি আমি(ডাউনলোড লিংক টিউনের শেষে)। নিচে গেমের মোডগুলো এবং প্রত্যেকটি মোডের পিসিতে খেলার জন্য অনলাইন গেমের লিংক দেওয়া হল।
হারিয়ে দিন পৃথিবীর সব দলকে! এখানে আপনি খেলবেন অল স্টারস দলের হয়েছে। যে দলটা তৈরি হয়েছে বিশ্বের সর্বকালের সেরাদের নিয়ে। এখানে কিন্তু আপনাকে নিজের দেশের বিপক্ষেও খেলতে হবে! পিসিতে খেলতে এখানে যান।
এখানে আপনি আপনার দেশকে নিয়ে খেলতে পারবেন বিশ্বের সর্বকালের সেরাদের দল অল স্টারসের বিপক্ষে। পিসিতে খেলতে এখানে যান।
বিশ্ব ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে নেমে পড়ুন আপনার দলের জয় নিশ্চিত করতে! ৫০ ওভারের বদলে অবশ্য খেলতে হবে ৫ ওভার। পিসিতে খেলতে এখানে যান।
এখন কি আর সেই যুগ আছে? এখন টি-টুয়েন্টি দেখতে মানুষ হাঁপিয়ে যায়। তাই নেমে পড়ুন এই বাংলার মাটিতে(গেমের বর্ণনা অনুযায়ী, তবে আপনার পরিচিত স্টেডিয়ামগুলো খুঁজবেন না যেন!) এক উত্তেজনাকর টি-টু বিশ্বকাপের জন্য। পিসিতে খেলতে এখানে যান।
১৫টি দক্ষতার পরীক্ষা দিয়ে যাচাই করুন আপনি গেমটির গুরু হতে পেরেছেন কিনা। বলা হয়েছে, ১৫ টি টেস্ট জিতলে কোচের পক্ষ থেকে একটি পুরস্কার আছে। সেটি কি আমি জানি না। কেন না ১০ নাম্বার দক্ষতা পরীক্ষাতে গিয়েই আটকে গেছি 🙁 পিসিতে খেলতে এখানে যান।
আপনার দক্ষতায় শান দিন! সেজন্য প্রাকটিস তো অবশ্যই প্রয়োজন! পিসিতে খেলতে এখানে যান।
সবচেয়ে আগ্রহজনক ফিচার সম্ভবত এটি। আপনার ও আপনার বন্ধুর(বা দুশমনের) মোবাইলে গেমটি ইন্সটল করে নিন। এরপর নীল দন্ত(Bluetooth) চালু করে নেমে পড়ুন! আমি ট্রাই করে দেখতে পারি নি অবশ্য। কারণ এই মোডে খেলার মত আরেকজনকে খুঁজে পাইনি :'(পিসির জন্য এটি নেই।
সম্পূর্ণ গেমটি এন্ড্রয়েডের জন্য ডাউনলোড করুন এখান থেকে।
স্টিক ক্রিকেট প্রিমিয়ার লীগ গেমটি ডাউনলোড করলে আপনি প্রিমিয়ার লীগ অস্ট্রেলিয়া (বিগ ব্যাশ) ও প্রিমিয়ার লীগ ইন্ডিয়া (আইপিএল) মোডে খেলতে পারবেন। আপনার অধিনায়ককে প্রস্তুত করুন, ইচ্ছা হলে দলের জন্য ক্রয় করুন তারকা খেলোয়াড়দের বা ব্যক্তিগত কোচকে, অসৎপন্থায় জিততে চাইলে ইন্ডিয়ান লীগে ম্যাচ ফিক্সার 😛 দের সাথেও যোগাযোগ রাখুন অথবা অস্ট্রেলিয়ান লীগে যোগাযোগ করুন ডাক্তারের সাথে, তিনি কিছু অর্থের বিনিময়ে আপনার জন্য বিপক্ষ দলের খেলোয়াড়দের দুর্বল করার চিকিৎসা করে দিবেন 😛 ভাল তো, ভাল না?
কেমন লাগলো আজকের এই টিউন এবং গেমগুলো? টিউমেন্ট বক্স কিন্তু অধীর আগ্রহে অপেক্ষারত আপনার টিউমেন্ট বক্সের জন্য। তাকে নিরাশ করবেন না প্লিজ 🙂 আপনাদের প্রতিটি টিউমেন্ট আমার এগিয়ে যাওয়ার প্রেরণা।
আজকের টিউন এখানেই শেষ করছি। আমার ব্লগে ঘুরে আশার দাওয়াত রইল।
আল্লাহ হাফেজ।
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমার পিসিতে গেম ইনিস্টাল দেবার পর ডেস্কটপ থেকে আইকনে ক্লিক করার পর এটা আসতেছে। কি করব? প্লিজ হেল্প মি। http://imgur.com/a/Du5LN