ছোট গেমে বড় মজা [পর্ব-২০] :: সময় কাটানোর জন্য তিনটি গেম

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

ছোট গেমে বড় মজা

আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি বিজয় দিবসের শুভেচ্ছা। ছোট গেমে বড় মজা সিরিজটি আজ বিশতম পর্বে পৌছাল। আশা করি সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ, ভাল আছি।

সতর্কতা

এই সিরিজের গেমগুলো সকলের ভাল লাগবে না। প্রফেশনাল গেমারদের জন্য মূলত এটি নয়। এখানে কেবলমাত্র ছোট এবং মজার গেমগুলোই পাবেন। বড়সড় কিছু পাবেন না। এই সিরিজে সব বয়সের উপযোগী গেমই (অর্থাৎ, যেগুলো Everyone রেটিং পাওয়ার যোগ্য) কেবল টিউন করা হয়।

এখন যদিও বাংলাদেশ তৃতীয় প্রজন্মের ইন্টারনেটের আওতায় চলে এসেছে, তবু আমাদের অনেককেই এখনো এমন গতির ইন্টারনেট চালাতে হয়, যা দেখে শামুকও না হেসে পারবে না। আমরা কোন ধনী দেশ না। বড় বড় গেমগুলো কিনে খেলার সামর্থ্য তো দুরে থাক, অনেকেই ৫০ টাকা দিয়ে পাইরেটেড ডিস্কও কেনার সামর্থ্য রাখি না। কিন্তু যুগের চাহিদায় হয়ত একটা মোবাইল বা কম্পিউটার বাসায় আছে। তাই সেই কম্পিউটার বা মোবাইলে অবসরে ছোট ছোট গেমগুলো অন্তত যেন খেলতে পারি, সেজন্যই এই সিরিজ।

আজকের গেমগুলো

আজকে থাকছে দুই-এক মেগাবাইট সাইজের ছোট ছোট কিছু ফ্ল্যাশ গেম। এগুলোর ডেভেলোপার মিনিক্লিপ। এই গেমগুলো কাজের ফাঁকে খেলতে পারেন। আজকের গেমগুলো হল-

১। Monkey Lander

২। Bubble Trouble

৩। Snake

প্রয়োজনীয় সিস্টেম

দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের কম্পিউটারেও চলবে বলে আশা করা যায়। অতএব, এটা নিয়ে চিন্তার কিছু নাই।

Monkey Lander সম্বন্ধে

Play MonkeyLander

গেমটিতে একটি বানরকে ল্যান্ডিং করাতে হবে সঠিক ভাবে। বানরটিকে একটি আকাশযানে চড়িয়ে দেওয়া হবে। প্রথমে সবগুলো কলা এবং অতিরিক্ত পয়েন্টের জন্য অন্যান্য ফলগুলো সংগ্রহ করে নিন। এরপর ধীরে ধীরে ল্যান্ডিংয়ের জায়গায় ল্যান্ড করতে হবে। দ্রুত করলে ক্রাশ করবেন। আর আপনার আকাশযানের জ্বালানি কোকোনাট ফুয়েল যেন শেষ হয়ে না যায়, সেদিকে সাবধান! যত কম জ্বালানি খরচ করবেন তত বেশি বোনাস!

ডাউনলোড

Bubble Trouble সম্বন্ধে

Play BubbleTrouble

কিছু বাবল খুব সমস্যার সৃষ্টি করেছে। আপনার কাজ হল বাবল গুলোকে ধ্বংস করে সামনের দিকে এগিয়ে যাওয়া। সহজ কাজ, কিন্তু খুব সহজও না! সাবধান! প্রথম ৫-৬ টি লেভেল খুব সহজেই শেষ করতে পারবেন। তারপর শুরু হবে মারাত্মক কঠিন সব লেভেল!

ডাউনলোড

Snake সম্বন্ধে

Play Snake

আমাদের শৈশব কিন্তু জিটিএ ফাইভ খেলে কাটেনি। অতীতের কথা মনে আছে? আমি এখনও ছোট, ১৫ বছর। কিন্তু যখন আরো ছোট ছিলাম, তখন এই স্নেক জেনজিয়া খেলাই যে কি মারাত্মক অনুভূতি ছিল, সেগুলো কি ভোলা যায়? মনে আছে, এপার্টমেন্ট লেভেলটা শেষ করতে কি কষ্ট করেছিলাম। মাসের পর মাস সাধনার পরে অ্যাপার্টমেন্ট লেভেলসহ ক্যাম্পেইন শেষ করেছিলাম। আর নো মেজ স্টেজে ৮ লেভেলে একটা বোনাস পয়েন্ট সবচেয়ে দ্রুত খেতে পারলে ৫০৪ পয়েন্ট হত। সেখানে প্রথম ৩০০০, প্রথম ৪০০০ আর প্রথমবার ৫০০০ করাগুলো ছিল বিরাট সব অর্জন। সেগুলো কি স্মৃতির পাতা থেকে মুছে ফেলা যায়? সেই দুই রঙের দুনিয়াটা কি রঙিন হয়েই না তখন আমাদের চোখে ধরা দিত! সেই স্মৃতি কি কোন দিন হারিয়ে যায়? আমি আজ যেই স্নেক গেমটা দিব, সেটা দুই রঙের দুনিয়া না, রঙিন দুনিয়া। তবু সেই রঙগুলো মনে আর আগের মত রঙিন হয়ে ধরা দিবে না, জানি। তবু অসময়ে খেলতে পারেন এই গেমটি।

ডাউনলোড

বিদায়!

আজকের টিউন এই পর্যন্তই। গেমগুলো খুব ভাল না হলেও যাদের উদ্দেশ্যে এই টিউনটা লেখা, তাদের খারাপ লাগবে না আশা করি। সামনে ইংশাআল্লাহ আরো ভাল এবং সুন্দর গেম দিতে পারব। টিউনটি ভাল লাগলে টিউমেন্ট করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। অথবা খারাপ দিক গুলোও তুলে ধরবেন, যেন ভবিষ্যতে আরো ভাল কিছু দিতে পারি। টিউন সম্বন্ধে আপনাদের মত প্রকাশের জন্যই তো টিউমেন্ট বক্স, তাই না?

তো আজকের টিউন আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।

সৌজন্যে: গ্রিন রেঞ্জারস+

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Apnar post gula onek bhalo lage…ato choto age a ato tune kora sotti e onek hard…amar age o 15 so I know….

    🙂 অনেক ধন্যবাদ। আসলে টিউন করার চেয়ে বেশি কঠিন হল সময় খুঁজে বের করা। আমার আর টেকটিউনসের সাথে থাকুন।

o ha amar akta question chilo apni bangla likhen kibhabe…. kon software..

    আমি কম্পিউটারে অভ্র ব্যবহার করি।
    এছাড়া, মায়ের এন্ড্রয়েডে বাংলা লিখলে রিদ্মিক কি বোর্ড ব্যবহার করি।