আসসালামু আলাইকুম। আমি তাহমিদ হাসান মুত্তাকী। তোমাদের সবাইকে আমার এই টিউনে স্বাগতম। তুমি বলছি, কারণ আজকের টিউনটা ছোটদের জন্য। আসলে, এটা গত শুক্রবারের টিউন। কিন্তু গত শুক্রবার আমার ইন্টারনেট(মেগাবাইট) শেষ হয়ে গিয়েছিল। তাই, দেরি হয়ে গেল। আশা করি মাফ করে দিয়েছ। আশা করি তোমরা সবাই ভাল আছ। ফ্লাশ অনলাইন গেমস সপ্তাহের শেষ টিউনে থাকছে তোমাদের জন্য ৫টি গেম। আজ কথা একদমই বাড়াব না। সরাসরি দেখে নিই আজকের গেমগুলো-
টম আর জেরীর মধ্যে কাকে বেশি ভাল লাগে? আমার মনে হয় নিশ্চয়ই জেরীকে। তবে যাকেই ভাল লাগুক, সমস্যা নাই। তুমি এই গেমে খেলতে পারবে দুজনকে নিয়েই। জেরির ভাগ্নেকে চিন তো? ওই যে, ছোট্ট সাদা আরেকটা ইঁদুড়, ওর নাম টাফি। তো, ও খুব ক্ষুধার্থ। জেরি তাই ফ্রিজ খুলে ওকে চিজ খাওয়াতে চাচ্ছে। কিন্তু বাধ সাধলো দুষ্ট বেড়ালটা। দেখ তো, টমকে ফাঁকি দিয়ে টাফিকে পেট ভর্তি করে খাওয়াতে পার কিনা! আর তোমার পছন্দ কি টমকে? আচ্ছা, তাহলে ওকেই সাহায্য কর। খাবার চুরি করে পালাচ্ছে জেরি আর টাফি। দেখ তো, ওদের আটকাতে পার কিনা!
মনের রঙে রাঙাও তোমার পছন্দের ছবিগুলো।
প্লুটো মিকির কাছে একটা কাগজ নিয়ে এসেছে। যেখানে লেখা এক গুপ্তধনের কথা। মিকি আর তার বন্ধুরা বেড়িয়ে পড়েছে সেই গুপ্তধনের খোঁজে। তোমার সাহায্য চায় মিকি। সাহায্য কর ওকে!
হুপস বাস্কেটবল এমন একটি খেলা, যেটি বাস্কেটবলের মিনি এডিশন বলা যায়। এটা দুবার একটা পার্কে খেলেছি। যেখানে ২ মিনিটের মধ্যে ১৫ বার বাস্কেটে বল ফেললে একটি গিফট ছিল। আমি সর্বোচ্চ ৯ বার ফেলেছিলাম। অনলাইন এই গেমটিতে ১ মিনিটে বাস্কেট করতে হবে ২১ বার। দেখ তো পার কিনা!
ডোরেমনকে কি ভুলে গেছ? আমার মনে হয় নিষিদ্ধ হওয়ার পর সারা বাংলাদেশে সবচেয়ে বেশি কষ্ট আমিই পেয়েছিলাম। যাহোক, ডোরেমন একটা ছোট্ট বাইকে করে বেরিয়ে পড়েছে। ওর সাথে যোগ দেও এক চ্যালেঞ্জিং যাত্রার জন্য!
২৬ তারিখে আমার পরীক্ষা শুরু। সবার দোয়া প্রার্থী। আজ আর কথা বাড়াব না। বিদায়! আল্লাহ হাফেজ।
সৌজন্যে: আমরা
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ শেয়ার করার জন্য।