আসসালামু আলাইকুম। আমি তাহমিদ হাসান মুত্তাকী, আমার ছোট গেমে বড় মজা সিরিজের ষোড়শ এবং ফ্লাশ অনলাইন গেমস সপ্তাহের ৫ম টিউনে সকলকে স্বাগত জানাচ্ছি।
এখন যদিও বাংলাদেশ তৃতীয় প্রজন্মের ইন্টারনেটের আওতায় চলে এসেছে, তবু আমাদের অনেককেই এখনো এমন গতির ইন্টারনেট চালাতে হয়, যা দেখে শামুকও না হেসে পারবে না। আমরা কোন ধনী দেশ না। বড় বড় গেমগুলো কিনে খেলার সামর্থ্য তো দুরে থাক, অনেকেই ৫০ টাকা দিয়ে পাইরেটেড ডিস্কও কেনার সামর্থ্য রাখি না। কিন্তু যুগের চাহিদায় হয়ত একটা মোবাইল বা কম্পিউটার বাসায় আছে। তাই সেই কম্পিউটার বা মোবাইলে অবসরে ছোট ছোট গেমগুলো অন্তত যেন খেলতে পারি, সেজন্যই এই সিরিজ। বলে রাখা ভাল, এই গেমগুলো সকলের ভাল লাগবে না। প্রফেশনাল গেমারদের জন্য মূলত এটি নয়। এখানে কেবলমাত্র ছোট এবং মজার গেমগুলোই পাবেন। বড়সড় কিছু পাবেন না। সব বয়সের উপযোগী গেমই (অর্থাৎ, যেগুলো Everyone রেটিং পাওয়ার যোগ্য) কেবল টিউন করা হয়।
ছোট গেমে বড় মজা সিরিজে এখন চলছে ফ্লাশ অনলাইন গেমস সপ্তাহ! এই সপ্তাহে প্রতিদিন নির্দিষ্ট বিষয়ের উপর থাকবে ৫টি করে অনলাইন গেমস! আজ ফ্লাশ অনলাইন গেমস সপ্তাহের পঞ্চম দিন। আর মাত্র দুইদিন পরেই শেষ হয়ে যাবে এই ফ্লাশ গেমসের মেলা। সারা পেলে আরো দুই-তিনদিন বাড়াতাম। কিন্তু সাড়া পাচ্ছিনা তেমন। যাহোক, গতকালই বলে রেখেছি, আজকের ও আগামীদিনের বিষয় ফুটবল ও ক্রিকেট ব্যাতীত অন্যান্য স্পোর্টস গেমস। আজ আমি ৫টি বেসবল, ভলিবল ও হকি গেমস দিব। খেলে 'বেফুক বিনুদুন' পাবেন আশা করি। এগুলো ফ্লাশ গেমস। তাই সকলের তবে অবশ্যই আপনার ব্রাউজারে ফ্লাশ প্লেয়ার একটিভ থাকা লাগবে। গেমগুলো খেলতে গেমের নামের উপর ক্লিক করুন। আর সম্ভব হলে ৩০ টা সেকেন্ড সময় লাগিয়ে লগ ইন করে একটা টিউমেন্ট করবেন প্লিজ 🙂
বেসবল ব্যাট কাঁধে নিয়ে রেডি পপাই। আছে আপনার অপেক্ষায়। যোগ দিন পপাইয়ের সাথে এক 'অসাধারণ' বেসবলীয় অনুভূতির জন্য।
আপনার বেসবল টিম গড়ুন, আর পিচিং, ব্যাটিং আর ক্যাচিংয়ে সমান পারদর্শীতা দেখিয়ে ছিনিয়ে আনুন 'বিজয়ীর মুকুট'
বাস্তবে একবার একটা পার্কে এক বন্ধুর সাথে এই খেলাটা খেলার সৌভাগ্য হয়েছিল। খেলার বোর্ডে অনেক ছিদ্র থাকে। সেগুলো দিয়ে অনবরত বাতাস প্রবেশ করানো হয়। ফলে খেলার গুটিটা থামে না। ক্যারামবোর্ডে বেশি করে তিব্বত পাউডার (বোরিকের বিকল্প :P) মেখে মাঝখানে কস্টেপ মেরে গোলের জায়গা নির্দিষ্ট করেও খেলে দেখেছি :P। তো আপনারা বরং অনলাইনেই খেলে দেখুন। গেমটা আশা করি ভাল লাগবে।
মাথা খাটানোর পাশাপাশি মাথা লাগিয়ে খেলুন আইস হকি আর ডুব দিন বরফের শীতল রাজ্যে!
আর যদি বেশি শীত লাগে তবে কি করবেন? কি আর করা, ভলিবল খেলুন, গরম লাগবে।
ইচ্ছা আছে কাল টেনিস, ব্যাডমিন্টন ও বাস্কেটবল গেম থাকবে মোট ৫টি।
অন্যদিন দুপুরে টিউন করি। আজ রাতে করছি। দুপুরে ৭৫% করে রেখেছিলাম। কিন্তু পাবলিশের সময় পাইনি। এখনো সময় কম। তাই সংক্ষিপ্ত করে শেষ করে দিলাম। কথা বাড়াব না আর। আল্লাহ হাফেজ।
সৌজন্যে: আমরা
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।