ছোট গেমে বড় মজা [পর্ব-১৩] :: ফ্লাশ অনলাইন গেমস সপ্তাহ-২

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

ছোট গেমে বড় মজা

আসসালামু আলাইকুম। আমার এই চেইনের ১৩তম টিউনে সবাইকে স্বাগতম।

ফ্লাশ অনলাইন গেমস সপ্তাহ

এই সপ্তাহে প্রতিদিনই ইংশাআল্লাহ একটি করে টিউন থাকবে। প্রতি টিউনে একটি নির্দিষ্ট বিষয়ের উপর ৫টি করে অনলাইন গেম থাকবে।

আজকের বিষয়

প্রথম দিন ক্রিকেটের ৫টি গেম দিয়েছিলাম। আজ দ্বিতীয় দিনে থাকছে ৫টি ফুটবল গেম। এগুলো খেলতে একটি সাধারণ কম্পিউটারই যথেষ্ট। তবে অবশ্যই আপনার ব্রাউজারে ফ্লাশ প্লেয়ার একটিভ থাকা লাগবে।

আজকের গেমগুলো

সুপার স্পোর্টস হেড ফুটবল

আজকের প্রধম গেম সুপার স্পোর্টস হেড ফুটবল। এই গেমে আপনি খেলতে পারবেন টু প্লেয়ার মুডে, অথবা মাঠ কাঁপাতে পারবেন পছন্দের ক্লাব নিয়ে। তবে, গেমটার বিশেষত্ব হল এখানে শুধু মাথা খাটিয়ে খেললেই হবে না, মাথা লাগিয়ে খেলতে হবে। পায়ের চেয়ে মাথার দাম কিন্তু অনেক বেশি!

ডেথ পেনাল্টি: ওয়ার্ল্ড কাপ

প্রাণ পিনাট বারের একটা এড আছে, হোয়াট্টে কম্বিনেশন! ঠিক তেমনই এই গেমে কম্বিনেশন ঘটেছে ফুটবল এবং ভুতদের। আপনার দল ঠিক করুন, আর ফুটবলে কিক করে 'খতম' করুন জম্বির দলকে।

 

4x4 Soccer

Image result for 4x4 Soccer

গাড়ি চালাতে পারেন? আর ফুটবল খেলতে? তাহলে এবার গাড়ি চালিয়ে ফুটবল খেলে দেখুন তো!

 দি চ্যাম্পিয়নস ৪

Image result for the champions 4

হয়ে উঠুন একজন চ্যাম্পিয়ন!

Penalty Fever 3D - World Cup

আক্রান্ত হোন পেনাল্টির জ্বরে! আর ঝড় তুলুন মাঠে!

দুঃখ প্রকাশ

আজকের টিউনে গেমগুলো সম্বন্ধে সময় স্বল্পতায় খুব সংক্ষিপ্ত লিখেছি। এজন্য দুঃখিত।

ছোট গেমে বড় মজা সিরিজ সম্বন্ধে

  • ১। টিউন করার পূর্বে প্রতিটি গেম চেক করে নেওয়া হয়। ভাল লাগা গেমগুলো নিয়েই টিউন করি।
  • ২। ডাউনলোড লিংক চেক করে টিউন দেওয়া হয়। তথাপি, এ সংক্রান্ত সমস্যায় আমি দায়ী থাকব না। নিজ দায়িত্বে ডাউনলোড করুন।
  • ৩। ডাউনলোডে সমস্যা হলে টিউমেন্টে জানান। আপডেট করে দেওয়া হবে ইংশাআল্লাহ।
  • ৪। এই টিউনগুলো কপিকৃত নয়। সরাসরি অনুবাদও নয়। তবে বিভিন্ন ওয়েবসাইটের সাহায্য নেওয়া হয়ে থাকতে পারে। এই ক্রেডিট দেওয়া অনেক সময় সম্ভব হয় না।
  • ৫। ছবিগুলো অনেকক্ষেত্রে নিজের স্ক্রিণশট নেওয়া। অনেকক্ষেত্রে গুগলে সার্চ দিয়ে পাওয়া। এক্ষেত্রেও ক্রেডিট দেওয়া সম্ভব হয় না।
  • ৬। কেবলমাত্র ছোট এবং মজার গেমগুলোই পাবেন। বড়সড় কিছু পাবেন না।
  • ৭। প্রোফেশনাল গেমারদের জন্য মূলত এটি নয়।
  • ৮। সপ্তাহে ২-৩ টি টিউন করার চেষ্টা করা হয়।
  • ৯। প্রতি টিউনে সাধারণত একটি করে গেম থাকবে।
  • ১০। ডাউনলোড সাইজ সাধারণত ৫-৫০ মেগাবাইট হবে। তবে এটি বেশি এমনকি কমও হতে পারে। তবে ৫ এমবির কম সাইজের ক্ষেত্রে সাধারণত একাধিক গেম থাকবে।
  • ১১। অনেক সময়ই পুরনো আমলের গেমগুলো এই সিরিজে অন্তর্ভূক্ত করা হয়। আবার নতুন রিলিজ হওয়া ছোটখাট গেমগুলোও পা্বেন।
  • ১২। সব বয়সের উপযোগী গেমই (অর্থাৎ, যেগুলো Everyone রেটিং পাওয়ার যোগ্য) কেবল টিউন করা হয়।
টিউনটি ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না। আর ভাল না লাগলে অবশ্যই জানাবেন কি করলে আমার পরবর্তী টিউনগুলো আরো সুন্দর হবে। পূর্বে যেখানে প্রতি টিউনে ৫-৬ টি করে টিউমেন্ট পেতাম, সেখানে এখন একটিও পাই না। এটি যেকোন টিউনারের জন্য হতাশাজনক।
এতে আমরা নিরুৎসাহিত হই। অতএব, কোন টিউনের ভালো লাগা এবং মন্দ লাগাগুলো প্রকাশ করতে এক মিনিট সময় দিন। আশা করা যায় টেকটিউনসকে আপনারা আরো সুন্দর একটি সাইট হিসেবে পাবেন। ধন্যবাদ।
এটি পূর্বে প্রকাশিত হয়েছে আমাদের ওয়েবসাইট গ্রিন রেঞ্জারস+ এ। সবাইকে ভিজিট করার অনুরোধ রইল। আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনটা ভালো লাগলো

    আপনাকে ধন্যবাদ। কাল আসছে ইংশাআল্লাহ ফুটবল+ক্রিকেট মিক্স। আমার ও টেকটিউনসের সাথেই থাকুন।