২০১৬ এর মজার সব Android Game

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

Android গেমের কথা শুনলেই আমাদের মন আনন্দে ভাসে। এই মজার গেম গুলো নিয়েই আজ আপনাদের জানাব। সবগুল গেমই ২০১৬ সালে মুক্তি পায়।

Badland: অসাধারণ এই গেমটির ভেতর একবার ঢুকতে পরলে আর বের হওয়া কঠিন। এতে রয়েছে real time multiplayer, a sizable adventure mode যা আপনাকে দারুন এক অভিজ্ঞতা দেবে। Game টি ফ্রী ডাউনলোড করতে পারবেন।

Crashland: দারুন সাড়া পড়েছে এই গেমটিতে। একটি Intergalactic trucker আছে যা আপনাকে এলিয়ানের জগতে নিয়ে যাবে। আপনার বের করতে হবে কিহচ্ছে সেই অবস্থ, আপনার নিজের একটি বেজ করতে হবে,বিভিন্ন item খুঁজে বের করতে হবে এবং বিশ্বকে এর ভয়ঙ্কর থাবা থেকে রক্ষা করতে হবে। অনেক মজা আর চ্যালেঞ্জ দিয়ে তৈরি করা হয়েছে গেমটি। এর জন্য আপনাকে খরচ করতে হবে ৪.৯৯ ডলার।

Fallout shelter: এই গেম এ আপনি Fallout shelter তৈরি করতে হবে এবং তা সবাইকে শেয়ার করতে হবে। আপনি communities’ এবং সব ধরনের staff তৈরি করতে পারবেন।

Geometry Wars 3: এই গেম সিরিজটি indie এর তৈরি একটি গেম। তারা গেমটিকে সারথক ভাবে 3D Mood এ তৈরি করতে পেরেছে এবং ব্যপক জনপ্রিয়তা পেয়েছে। এর ফিচারে আছে 100 Levels, 12 Battle modes এবং 15 টি 3D গ্রিড এ চলবে গেমটি।

Grand theft auto: San Andreas
গেমটি দারুন গ্রাফিক্স ও গল্প দিয়ে সাজানো। আপনি একটি সাবেক গ্যাং এর সদস্য হয়ে তার মায়ের হত্যার প্রতিশোধ নিতে তার প্রতিবেশির কাছে যাবেন। Rock star এই গেম এ আপনি Controller support,Graphics settings এবং cloud save support পাবেন। এটি বিশাল বড় একটি গেম এবং এটা আপনি বিনা মুল্যে পাবেন।

তথ্য সংগ্রহ: mobileblog24.com

Level 0

আমি মাহাবুবা জান্নাত মিমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Geometry Wars 3: এই গেম সিরিজটি indie এর তৈরি একটি গেম। who says that?