ছোট গেমে বড় মজা [পর্ব-১২] :: ফ্লাশ অনলাইন গেমস সপ্তাহ-১

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

ছোট গেমে বড় মজা

আসসালামু আলাইকুম। কবি না লিখলেও আজ আমি যথার্থই লিখছি-

পরীক্ষা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই,

ইহার চেয়ে ভয়ের কিছু পৃথিবীতে নাই।

পরীক্ষা আসন্ন। তাই এখন টিউন একরকম করাই হয় না। কিন্তু আজ সিদ্ধান্ত নিলাম, পরীক্ষা পরীক্ষার মত চলুক, আমি আমার মত। তাই আজ শনিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত সাত দিনের জন্য ফ্লাশ অনলাইন গেমস সপ্তাহ ঘোষণা করছি।

ফ্লাশ অনলাইন গেমস সপ্তাহ

এই সপ্তাহে প্রতিদিনই ইংশাআল্লাহ একটি করে টিউন থাকবে। প্রতি টিউনে একটি নির্দিষ্ট বিষয়ের উপর ৫টি করে অনলাইন গেম থাকবে।

আজকের বিষয়

আজ প্রথম দিনের বিষয় ক্রিকেট। আমার ভাল লাগা ৫টি অনলাইন ক্রিকেট গেম আজ শেয়ার করব। এগুলো খেলতে একটি সাধারণ কম্পিউটারই যথেষ্ট। তবে অবশ্যই আপনার ব্রাউজারে ফ্লাশ প্লেয়ার একটিভ থাকা লাগবে।

আজকের গেমগুলো

স্টিক ক্রিকেট: ওয়ার্ল্ড কাপ এডিশন

এই গেমটির নির্মাতা স্টিক স্পোর্টস। গেমে আপনাকে 'স্লিম ফিগার' ক্রিকেটারদের নিয়ে খেলতে হবে। গেমের স্টার্টিং স্ক্রিণে একটা কথা লেখা আছে, Remember: EVERY ball can be hit for six. কি মনে হচ্ছে? গেমটা খুব সোজা? উমম, হতে পারে। কিন্তু যখন ৫ ওভারে ১২০ রানের টার্গেট পাবেন, তখন প্রতি বলে ৬ কেন, ৪ মেরে জেতাও সহজ হবে না। আগামী পর্বে স্টিক ক্রিকেটের আ

গলি ক্রিকেট

Image result for Gully Cricket online
বাড়ির পেছনের মাঠটাতে এই দুদিন হল বাড়ির কাজ শুরু হয়েছে। আর কি করা? মাঠ ছেড়ে এখন রাস্তাতেই খেলতে হয়। বাংলাদেশের বিভিন্ন শহরের এক চিরচেনা রূপ এটি। চোখের সামনে যখন আমাদের এলাকা মাঠপাড়ার আমাদের খেলার মাঠগুলো একে একে সব বাড়ি হয়ে যেতে লাগল, তখন কষ্ট পেয়েছিলাম অনেক। এমন অবস্থা আমাদের পাশ্ববর্তী দেশ ভারতেও। তাই ভারতের কোন এক ক্রিকেট ভক্ত বানিয়েছেন এই গেম, গলি ক্রিকেট। মাঠ যদি না থাকে, তবে অলি-গলিকেই তো খেলার জায়গা বানিয়ে নিতে হয়, তাই না?
বিঃদ্রঃ বাজে ছেলেদের সাথে খেলবেন না, আহত হতে পারেন। দজ্জাল টাইপের মহিলাদের থেকে সাবধান!

Ashes 2 Ashes: Zombie Cricket

Image result for ashes 2 ashes
প্রাণ পিনাট বারের একটা এড আছে, হোয়াট্টে কম্বিনেশন! ঠিক তেমনই এই গেমে কম্বিনেশন ঘটেছে ক্রিকেট এবং ভুতদের। গেমটিতে বোলার আপনাকে বল করবে, আপনি ব্যাট করবেন, এটুকু ক্রিকেট ঠিক আছে, কিন্তু ছয় চার মারতে হবে না, মারতে হবে 'জম্বি'-দের!

Super Fielder

Image result for Super Fielder
ব্যাটিং এবং বোলিংয়ের পাশাপাশি ক্রিকেটে ফিল্ডিংয়ের গুরুত্ব সমান। তাই একজন প্রকৃত অল রাউন্ডার হতে চাইলে খেলুন এই গেমটি!

Online Cricket

কিছূটা বাস্তবসম্মত করা হয়েছে এই গেমটি। টিভিতে খেলা দেখার মত অনুভূতি পাবেন এতে।

ছোট গেমে বড় মজা সিরিজ সম্বন্ধে

  • ১। টিউন করার পূর্বে প্রতিটি গেম চেক করে নেওয়া হয়। ভাল লাগা গেমগুলো নিয়েই টিউন করি।
  • ২। ডাউনলোড লিংক চেক করে টিউন দেওয়া হয়। তথাপি, এ সংক্রান্ত সমস্যায় আমি দায়ী থাকব না। নিজ দায়িত্বে ডাউনলোড করুন।
  • ৩। ডাউনলোডে সমস্যা হলে টিউমেন্টে জানান। আপডেট করে দেওয়া হবে ইংশাআল্লাহ।
  • ৪। এই টিউনগুলো কপিকৃত নয়। সরাসরি অনুবাদও নয়। তবে বিভিন্ন ওয়েবসাইটের সাহায্য নেওয়া হয়ে থাকতে পারে। এই ক্রেডিট দেওয়া অনেক সময় সম্ভব হয় না।
  • ৫। ছবিগুলো অনেকক্ষেত্রে নিজের স্ক্রিণশট নেওয়া। অনেকক্ষেত্রে গুগলে সার্চ দিয়ে পাওয়া। এক্ষেত্রেও ক্রেডিট দেওয়া সম্ভব হয় না।
  • ৬। কেবলমাত্র ছোট এবং মজার গেমগুলোই পাবেন। বড়সড় কিছু পাবেন না।
  • ৭। প্রোফেশনাল গেমারদের জন্য মূলত এটি নয়।
  • ৮। সপ্তাহে ২-৩ টি টিউন করার চেষ্টা করা হয়।
  • ৯। প্রতি টিউনে সাধারণত একটি করে গেম থাকবে।
  • ১০। ডাউনলোড সাইজ সাধারণত ৫-৫০ মেগাবাইট হবে। তবে এটি বেশি এমনকি কমও হতে পারে। তবে ৫ এমবির কম সাইজের ক্ষেত্রে সাধারণত একাধিক গেম থাকবে।
  • ১১। অনেক সময়ই পুরনো আমলের গেমগুলো এই সিরিজে অন্তর্ভূক্ত করা হয়। আবার নতুন রিলিজ হওয়া ছোটখাট গেমগুলোও পা্বেন।
  • ১২। সব বয়সের উপযোগী গেমই (অর্থাৎ, যেগুলো Everyone রেটিং পাওয়ার যোগ্য) কেবল টিউন করা হয়।
টিউনটি ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না। আর ভাল না লাগলে অবশ্যই জানাবেন কি করলে আমার পরবর্তী টিউনগুলো আরো সুন্দর হবে। পূর্বে যেখানে প্রতি টিউনে ৫-৬ টি করে টিউমেন্ট পেতাম, সেখানে এখন একটিও পাই না। এটি যেকোন টিউনারের জন্য হতাশাজনক।
এতে আমরা নিরুৎসাহিত হই। অতএব, কোন টিউনের ভালো লাগা এবং মন্দ লাগাগুলো প্রকাশ করতে এক মিনিট সময় দিন। আশা করা যায় টেকটিউনসকে আপনারা আরো সুন্দর একটি সাইট হিসেবে পাবেন। ধন্যবাদ।
এটি পূর্বে প্রকাশিত হয়েছে আমাদের ওয়েবসাইট গ্রিন রেঞ্জারস+ এ। সবাইকে ভিজিট করার অনুরোধ রইল। আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস