ছোট গেমে বড় মজা [পর্ব-০৮] :: চিরকালের জন্য মারিও!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

ছোট গেমে বড় মজা

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ অষ্টম পর্বে আপনাদের জন্য থাকছে সুপার মারিও এর অরিজিনালের ক্লোন একটি গেম, সুপার মারিও চিরকাল। এটি আমাদের খেলা সুপার মারিওর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। অবশ্যই এটি হুবহু ক্লোন নয়, বেশ কিছু পরিবর্তন এসেছে। তবে অরিজিনালিটি ধরে রাভা হয়েছে। গ্রাফিক্সের কিছু উৎকর্ষ সাধিত হয়েছে।

অরিজিনালের আদলে নতুন লেভেল গড়ে উঠেছে। যুক্ত হয়েছে বেশ কিছু হিডেন লেভেল। যেমন:

এই ভিডিওতে দেখে নিন

এরকম আরো বিভিন্ন লেভেল আছে গেমটিতে। কুপা ট্রুপা লিবারেশন, ফানি ট্যাংকস, গুম্বা পার্টি ইত্যাদি।

গেম সম্বন্ধে

মোট ৮ টি ওয়ার্ল্ড আর প্রতি ওয়ার্ল্ডে ৪-৫টি লেভেল আছে গেমটিতে। গেমের মূল বিষয়বস্তু আগের মতই। এক সুন্দর রোদ্রজ্জল দিনে মাশরুম কিংডমের অধিবাসী টোডরা নিজেদের মধ্যে গল্প গুজব আর যার যার কাজ করছিল। এমন সময় হঠাৎ কেঁপে উঠল মাশরুম কিংডম। বাওজার আক্রমণ করল ট্যাংক কামানসহ বিশাল বাহিনী নিয়ে। বাওজারের আক্রমণে লন্ডভন্ড হয়ে গেল মাশরুম কিংডম।

মাশরুম কিংডমকে ধ্বংস করে রাজকন্যাকে অপহরণ করে চলে গেল বাওজার। এখান থেকেই গেমের শুরু। পথে বিভিন্ন বাঁধা অতিক্রম করে, গুম্বা, কুপা ট্রুপা, হ্যামার ব্রস কিংবা স্বয়ং বাওজারের সাথে লড়ে বিপদ থেকে উদ্ধার করতে হবে আপনাকে, মারিওর বেশে। উদ্ধার করে আনতে হবে রাজকন্যাকে। পথে কয়েন, মাশরুম বা আগুনের গোলা(Fireball) এরকম বিভিন্ন পাওয়ার আপ খুঁজে পাবেন। যা সাহায্য করবে আপনাকে। পারবেন তো রক্ষা করতে মাশরুম কিংডমকে?

এক নজরে

  • ডেভেলোপার : সফটেনডু
  • ধরণ : অ্যাকশন/রেট্রো
  • লাইসেন্স : ফ্রি
  • অপারেটিং সিস্টেম : উইন্ডোজ এক্সপি বা উচ্চতর
  • রিলিজ ডেট : ১৫/০৭/২০১১
  • ভাষা : ইংরেজি ও আরো ১৪ টি
  • আকার : 19.11MB

গেমের ছবি

আমার বানানো দ্বিতীয় বাংলা কভার!

গ্রাফিক্স করা হয়েছে আগের চেয়ে সুন্দর!

বোনাস জোন!

Image result for super mario forever bowser

আনা হয়েছে কিছু পরিবর্তন, বাওজারকে মারতে হবে আগুনের গোলা অথবা মাথার উপর লাফিয়ে!

Image result for super mario forever world 1

এখানেও এসেছে একটু পরিবর্তন, পতাকার বদলে এটা আনা হয়েছে সুপার মারিও ওয়ার্ল্ড থেকে।

মারিও ফ্যানদের নিশ্চয়ই ভাল লাগবে এই গেমটি। তাই খেলে দেখতে ভুলবেন না। আর ভাল লাগলে টিউমেন্ট করতেও ভুলবেন না কিন্তু!

ডাউনলোড

Image result for download animated

(ডাউনলোড লিংক চেক করা হয়েছে। আশা করি কোন সমস্যা হবে না। তথাপি কোন সমস্যা হলে জানাতে ভুলবেন না।)

ছোট গেমে বড় মজা সিরিজ সম্বন্ধে

  • ১। টিউন করার পূর্বে প্রতিটি গেম চেক করে নেওয়া হয়। ভাল লাগা গেমগুলো নিয়েই টিউন করি।
  • ২। ডাউনলোড লিংক চেক করে টিউন দেওয়া হয়। তথাপি, এ সংক্রান্ত সমস্যায় আমি দায়ী থাকব না। নিজ দায়িত্বে ডাউনলোড করুন।
  • ৩। ডাউনলোডে সমস্যা হলে টিউমেন্টে জানান। আপডেট করে দেওয়া হবে ইংশাআল্লাহ।
  • ৪। এই টিউনগুলো কপিকৃত নয়। সরাসরি অনুবাদও নয়। তবে বিভিন্ন ওয়েবসাইটের সাহায্য নেওয়া হয়ে থাকতে পারে। এই ক্রেডিট দেওয়া অনেক সময় সম্ভব হয় না।
  • ৫। ছবিগুলো অনেকক্ষেত্রে নিজের স্ক্রিণশট নেওয়া। অনেকক্ষেত্রে গুগলে সার্চ দিয়ে পাওয়া। এক্ষেত্রেও ক্রেডিট দেওয়া সম্ভব হয় না।
  • ৬। কেবলমাত্র ছোট এবং মজার গেমগুলোই পাবেন। বড়সড় কিছু পাবেন না।
  • ৭। প্রোফেশনাল গেমারদের জন্য মূলত এটি নয়।
  • ৮। সপ্তাহে ২-৩ টি টিউন করার চেষ্টা করা হয়।
  • ৯। প্রতি টিউনে সাধারণত একটি করে গেম থাকবে।
  • ১০। ডাউনলোড সাইজ সাধারণত ৫-৫০ মেগাবাইট হবে। তবে এটি বেশি এমনকি কমও হতে পারে। তবে ৫ এমবির কম সাইজের ক্ষেত্রে একাধিক গেম থাকবে।
  • ১১। অনেক সময়ই পুরনো আমলের গেমগুলো এই সিরিজে অন্তর্ভূক্ত করা হয়। আবার নতুন রিলিজ হওয়া ছোটখাট গেমগুলোও পা্বেন।
  • ১২। সব বয়সের উপযোগী গেমই(অর্থাৎ, যেগুলো Everyone রেটিং পাওয়ার যোগ্য) কেবল টিউন করা হয়।

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    নিয়মিত টিউমেন্ট প্রদানের জন্য ধন্যবাদ। টেকটিউনসের সাথেই থাকুন।

প্রিয় টিউনার,

আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

নিয়মিত চেইন টিউন করে নতুন নতুন টিউন আপনার চেইনে যুক্ত করুন এবং অসম্পূর্ণ না রেখে আপনার চেইন টিউনে নিয়মিত পূর্ণাঙ্গ রূপ দিন। ধন্যবাদ আপনাকে।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!

    টেকটিউনসকে ধন্যবাদ। আশা করছি এই চেইনকে অনেক দুর এগিয়ে নিয়ে যেতে পারব ইংশাআল্লাহ।