আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ অষ্টম পর্বে আপনাদের জন্য থাকছে সুপার মারিও এর অরিজিনালের ক্লোন একটি গেম, সুপার মারিও চিরকাল। এটি আমাদের খেলা সুপার মারিওর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। অবশ্যই এটি হুবহু ক্লোন নয়, বেশ কিছু পরিবর্তন এসেছে। তবে অরিজিনালিটি ধরে রাভা হয়েছে। গ্রাফিক্সের কিছু উৎকর্ষ সাধিত হয়েছে।
অরিজিনালের আদলে নতুন লেভেল গড়ে উঠেছে। যুক্ত হয়েছে বেশ কিছু হিডেন লেভেল। যেমন:
এরকম আরো বিভিন্ন লেভেল আছে গেমটিতে। কুপা ট্রুপা লিবারেশন, ফানি ট্যাংকস, গুম্বা পার্টি ইত্যাদি।
মোট ৮ টি ওয়ার্ল্ড আর প্রতি ওয়ার্ল্ডে ৪-৫টি লেভেল আছে গেমটিতে। গেমের মূল বিষয়বস্তু আগের মতই। এক সুন্দর রোদ্রজ্জল দিনে মাশরুম কিংডমের অধিবাসী টোডরা নিজেদের মধ্যে গল্প গুজব আর যার যার কাজ করছিল। এমন সময় হঠাৎ কেঁপে উঠল মাশরুম কিংডম। বাওজার আক্রমণ করল ট্যাংক কামানসহ বিশাল বাহিনী নিয়ে। বাওজারের আক্রমণে লন্ডভন্ড হয়ে গেল মাশরুম কিংডম।
মাশরুম কিংডমকে ধ্বংস করে রাজকন্যাকে অপহরণ করে চলে গেল বাওজার। এখান থেকেই গেমের শুরু। পথে বিভিন্ন বাঁধা অতিক্রম করে, গুম্বা, কুপা ট্রুপা, হ্যামার ব্রস কিংবা স্বয়ং বাওজারের সাথে লড়ে বিপদ থেকে উদ্ধার করতে হবে আপনাকে, মারিওর বেশে। উদ্ধার করে আনতে হবে রাজকন্যাকে। পথে কয়েন, মাশরুম বা আগুনের গোলা(Fireball) এরকম বিভিন্ন পাওয়ার আপ খুঁজে পাবেন। যা সাহায্য করবে আপনাকে। পারবেন তো রক্ষা করতে মাশরুম কিংডমকে?
আমার বানানো দ্বিতীয় বাংলা কভার!
গ্রাফিক্স করা হয়েছে আগের চেয়ে সুন্দর!
বোনাস জোন!
আনা হয়েছে কিছু পরিবর্তন, বাওজারকে মারতে হবে আগুনের গোলা অথবা মাথার উপর লাফিয়ে!
এখানেও এসেছে একটু পরিবর্তন, পতাকার বদলে এটা আনা হয়েছে সুপার মারিও ওয়ার্ল্ড থেকে।
মারিও ফ্যানদের নিশ্চয়ই ভাল লাগবে এই গেমটি। তাই খেলে দেখতে ভুলবেন না। আর ভাল লাগলে টিউমেন্ট করতেও ভুলবেন না কিন্তু!
(ডাউনলোড লিংক চেক করা হয়েছে। আশা করি কোন সমস্যা হবে না। তথাপি কোন সমস্যা হলে জানাতে ভুলবেন না।)
সৌজন্যে: গ্রিন রেঞ্জারস+
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
Nice