গেমের কাহিনীতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। গেমের প্রথমে শহরে দুইটি গ্যাংস্টারের মাঝে চলা বিরোধ থামাতে হবে স্পাইডারম্যানকে। কিন্তু গেমের মূল ভিলেনের চরিত্রে রয়েছে ভেনম। পুরো শহরের মাঝে আতঙ্কের সৃষ্টি করবে ভেনম ও তার সাঙ্গোপাঙ্গরা মিলে। ভেনমের সংস্পর্শে যারা আসবে তারা পরিণত হবে সিমবায়োটে। তারাও ভেনমের মতো আচরণ করবে ও দারুণ শক্তিশালী হয়ে উঠবে। এমনকি স্পাইডারম্যান নিজেও আক্রামত্ম হবে ভেনমের বিষাক্ত ছোবলে। স্পাইডারম্যানের থাকবে দুটি ভিন্ন সত্তা, একটি ভালো ও অপরটি খারাপ। খেলার সময় প্রতি মিশনে ভালো বা খারাপ পথ বেছে নিয়ে খেলতে হবে। যখন ইচ্ছে লাল-নীল পোশাকের স্পাইডারম্যানের বদলে গাঢ় নীল রঙের ভেনমসদৃশ পোশাকে রদবদল করা যাবে।
লাল-নীল পোশাকের স্পাইডারম্যানের চলাফেরার গতি ও ক্ষিপ্ততা থাকবে অনেক বেশি এবং তার মারামারির কৌশলও হবে অনেক সাবলীল। গতির দিকে গাঢ় নীল স্পাইডারম্যান পিছিয়ে থাকলেও তার গায়ে রয়েছে অসম্ভব জোর। আকারে বড় ও শক্তিশালী শত্রুর মোকাবেলা করার ক্ষেত্রে তার এই ক্ষমতাকে কাজে লাগাতে হবে। তাই প্রয়োজনমতো চরিত্র রদবদল করে খেলার মধ্য দিয়ে পাবেন দারুণ এক স্বাদ।গেমে স্পাইডারম্যানকে সাহায্য করার জন্য থাকবে কিছু হিরো ও ভিলেন চরিত্র। খেলার সময় বিপদে পড়লে তাদের ডেকে নিতে পারবেন সাহায্য করার জন্য। হিরোদের মধ্যে রয়েছে উলভরাইন, মুন নাইট, লিউক কেজ ও ভিলেনদের মধ্যে রয়েছে ব্ল্যাক ক্যাট, রাইনো, ভালচারসহ আরো অনেকে। গেমের অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে মেরি জেন, ব্ল্যাক উইডো, কিংপিন, ইলেক্ট্রো, নিক ফুরিসহ আরো অনেকে।
গেমে রয়েছে নানারকম কম্বো যা প্রতি মিশনের পর আপগ্রেড হবে। কম্বো মারার সময় স্লোমোশন ইফেক্ট খুবই নজরকাড়া ও অতুলনীয় হয়েছে। দেয়াল বেয়ে ওঠা ও জালে ভর করে চলার মাঝেও আনা হয়েছে বৈচিত্র্য।
গেমের অসাধারণ কিছু বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই রয়েছে এর পুরোপুরি ত্রিমাত্রিক ম্যাপ। এই ম্যাপের সাহায্যে x,y,z অ্যাক্সিসে ম্যাপ তুলে ধরা হয়েছে। যার ফলে বিল্ডিংয়ের উচ্চতাও দেখা যায় খুব সহজেই, যা আগের কোনো স্পাইডারম্যান সিরিজের গেমে ব্যবহার করা হয়নি।গেমটি চালানোর জন্য লাগবে ইন্টেল পেন্টিয়াম ৪, ২.৮ গি.হা. প্রসেসর বা এএমডি এথলন ২৮০০+, ১ গি.বা. র্যা ম (ভিসতায় ১.৫ গি.বা.), ২৫৬ মে.বা. গ্রাফিক্স কার্ড (জিফোর্স ৭৩০০ মানের বা পিক্সেল শ্রেডার ৩.০ সমর্থিত) ও হার্ডডিস্কে ৮.৫ গি.বা. ফাঁকা স্থান।
বিঃদ্রঃ - লেখাটি কমপিউটার জগৎ থেকে নিয়ে কেটে ছেটে লিংক ও ছবি দিয়েছি
আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........
আমি হইলাম স্পাইডারম্যান আর আপনি ভেনম। Just Fun……………