নো লিমিটস!! জনপ্রিয় গাড়ি রেসিং গেম নিড ফর স্পিড এর মোবাইল সংস্করণ এটি। আর আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই গেমটির কিছু সহজ চিটকোড!!
নিড ফর স্পিড নো লিমিটস গেমটি ২০১৫ সালের সেপ্টেম্বরে এন্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের জন্য মুক্তি দেওয়া হয়। গেমটি একটি অনলাইন রেসিং গেম, তাই খুব সহজেই গেমটির চিটকোড কাজ করানো যায় না।
গেমটি মূলত স্ট্রিট রেসিং, গাড়ি কাস্টমাইজেশন এবং পুলিশের সাথে ধস্তাধস্তির উপর ফিচার করে। তবে গেমটির গ্রাফিক্স এবং গেম-প্লে খুবই উন্নত এবং মজাদার!তবে চলো আর কথা না বাড়িয়ে গেমটির চিটকোড প্রয়োগে চলে যাই। তবে গেমটি নিয়ে বিস্তারিত আরেকটি টিউনে করার ইচ্ছে আছে!গেমটিতে চিটকোড প্রয়োগ করতে হলে তোমার এন্ড্রয়েড কিংবা আইওএস ডিভাইসে নিচের জিনিসগুলো থাকতে হবে।
> তোমার ডিভাইসটি রুটেট / জেলব্রোকেন হতে হবে
> মিনিমাম এক গিগাবাইট র্যাম থাকতে হবে আর
> গেম গার্ডিয়ার নামক একটি হেক্স এডিট এপপ থাকতে হবে
> প্রথমে গেমগার্ডিয়ার এপপটি ডাউনলোড করে নাও:
https://gameguardian.net/download
> গেমগার্ডিয়ান এপপটি চালু করো, রুট একসেস চাইবে, একসেস দাও
> গেমগার্ডিয়ান এপপটি চালু করার পর নিচের ডান দিকের Start বাটন প্রেস করো, এপপটি মিনিমাইজ হয়ে থাকবে
> এবার নো লিমিটস গেমটি চালু করো।
> লক্ষ্য করো, নো লিমিটস গেমটির সাথে সাথে গেমগার্ডিয়ার এপপটিও চালু রয়েছে ছোট একটি GG লোগো আকারে
> গেমটির মেইন মেনুতে আসার পর, GG লোগো প্রেস করে গেমগার্ডিয়ান এপপটি চালু করো
> এবার সার্চ বাটন প্রেস করে known বক্স প্রেস করো
> dword টাইপ সিলেক্ট করো এবং value 15000 লিখে সার্চ মারো
> এবার নিচের ছবিতে দেখানো বক্সে প্রেস করো
> এবার এখানে লিখো 10000000 এবং yes বাটনে প্রেস করো
> তারপর আবার known বক্স প্রেস করে value 7500 লিখে সার্চ মারো
> একই পদ্ধতিতে 10000000 ভ্যালুতে পরিবর্তন করে নাও।
> এবার ক্যারিয়ারের চ্যাপ্টার ৬ এর বস এর সাথে রেস শুরু করো
> রেস শেষ হবার পর যাদু দেখো!!
> তবে সাবধান, সর্বোচ্চ ২০ মিলিয়ন ডলারের পর আর কিছু নিতে যেয়ো না, তাহলে হিতে বিপরীত হবে!
> এই পদ্ধতিতে তুমি গেমটির সকল গাড়ির সর্বোচ্চ আপডেট করতে পারো!!
আজ এতটুকুই থাক, হাত সময় কম থাকার কারণে আজ এই গেমটির রিভিউ দিতে পারলাম না বলে দুঃখিত!!
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
আমি জানি নাম কেন আপনার ২৮২ নম্বর পোস্টটির পর আর কোন টিউন চেইন করা হয়নি, কিন্তু আপনি চালিয়ে যান ভাইয়া।