ক্লাশ অফ ক্লান্স গেমের ভক্তরা কেউ আছেন, যারা এখনো ভাল কোনো বাংলাদেশী ক্লানে নেই বা ভাল ক্লান খুজছেন তাদের জন্য?

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

ক্লাশ অফ ক্লান্স গেমের ভক্তরা কেউ আছেন, যারা এখনো ভাল কোনো বাংলাদেশী ক্লানে নেই বা ভাল ক্লান খুজছেন তাদের জন্ শুখবর।

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। টেকটিউনস এর সবাই কে স্বাগতম।

আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম দারুন এক শুজগ। আপনারা চাইলে যুক্ত হুতে পারবেন বাংলাদেশ এর ভাল একটি ক্লান এ।  এই  ক্লানে যুক্ত হলে অবশ্যই গেম খেলার এক নতুন মাত্রা যুক্ত হবে।

ক্লান নামঃ War King Bd

ক্লান ট্যাগঃ #2VGQCVYQ


ক্লানে যা যা শুবিধা পাবেনঃ
১। অয়্যার করতে পারবেন।
২। অয়্যারে এড হলেই ইল্ডার
৩। কো লিডার হতে পারবেন। তবে এক্টিভ থাকতে হবে, ডোনেট করতে হবে আর চ্যাট করতে হবে।
৪। ট্রপ পাবেন হাই লেভেল

এই ক্লানে যুক্ত হবার আগে দেখে নিন এর কিছু বৈশিষ্ট ঃ
১। লেভেল ৬ ক্লান (কয়েকদিন পরেই ৭ হবে)
২। সব সময় অয়্যার করা হয়।
৩। অয়্যার জেতার জন্য যা যা করা দরকার সব করা হয়
৪। এক্টিভ ক্লান তাতে সন্দেহ নেই। ৫ জন কো লিডার সব সময় যে কোনো এলিক্সার ট্রপ দোনেট করে। আরো কো লিডার খোজা হচ্ছে।
৫। বর্তমান সদস্য ২৫ জন। আরোও সদস্য দরকার।
ক্লানে থাকতে হলে যা যা করা লাগবেঃ
১। অয়্যার করতে হবে এবং সব সময় ৬ স্টার পাওয়ার চেস্টা করতে হবে। বাকিটা আল্লাহর ইচ্ছা।
২। ডোনেট করতে হবে। অন্যদের সমান তালে ডোনেট করতে না পারলেও কিছু দোনেট করা লাগবে। হাজার হলেও এটা তো একটা গেম। কেউ সারাজীবন ডোনেট করে যাবে আর কেউ শুধূ নিয়েই যাবে এটা তো হতে পারে না।
৩। সবার সাথে ভাল ব্যবহার আর বন্ধুত্বপুর্ন আচরন করতে হবে।
৪। ক্লানে বা গ্রুপে চ্যাট করতে পারেন।
বিঃদ্রঃ সব ক্লানেই কিছু বেসিক রুল থাকে, অবশ্যই সেটা মানতে হবে। না মানার ইচ্ছা থাকলে আসার দরকার নেই।
কি কি করা যাবে নাঃ
১। রঙ ট্রপ দোনেট করার যাবে না
২।রঙ বেস এ আটাক তো দেয়াই যাবে না। এটাক দেয়ার জন্য সব সময় নিজের বেস এর সাথে ২ যোগ করে পরের যে কোনো বেস যেটা সহজ লাগে সেটাতেই এটাক দেবেন।
৩। সব সময় ডার্ক ট্রপ রেকুয়েস্ট করা যাবে না। কারন ডার্ক এলিক্সার ট্রপ যদি খুব দরকার তাহলে তো নিজেই বানাতে পারেন। তবে বিশেষ ক্ষেত্রে আলাদা বেপার।   অয়্যারে যে কোনো ট্রপ পাবেন
৪। লো লেভেল ট্রপ কাউকে দেয়া যাবে না। যেমন কারো ৫ লেভেলের যে ট্রপ  তাকে সেই ট্রপ লেভেল ৪ দিলে তার কোনো কাজে আসবে না। তবে ১ লেভেল কম দেয়া যাবে, কারন তাতে সে তার নিজের সমান লেভেল ট্রপ পাবে।
৪। এমন কিছু করা যাবে না যাতে sorry বলা লাগে।

আমি অটো কোডার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 45 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি আসছি ।

Level 0

valo post desen