ভাই আপনি coc খেলেন? জবাবে আমি বলি, না ভাই আমি mcoc খেলি !! এর প্রতিউত্তরে আমি অধিকাংশ সময়ে যেটি পাই, ভাই mcoc কি জিনিস!!??
তারপর মাথায় একটি বুদ্ধি খেলে গেল, এই গেমটি নিয়ে একটি টিউন করলে কেমন হয়!! যেই ভাবা সেই কাজ! বসে পড়লাম অনেকদিন পড় গেম নিয়ে আরেকটি টিউন করতে।
আজকে যে গেমটি নিয়ে টিউন করবো সেটির নাম হচ্ছে মার্ভেল কনটেস্ট অফ চ্যাম্পিয়নস! গেমটি একটি একশন ধাঁচের ফাইটিং গেম। যেখানে তুমি মার্ভেল এর দুনিয়ার যাবতীয় হিরো এবং ভিলেনের ভূমিকায় একে অপরের বিরুদ্ধে খেলতে পারবে!
গেমটি WWE Immortals, Injustice: Gods among us, Mortal Kombat X ইত্যাদি গেমসগুলোর মতোই, শুধু গেমটির ঘটনাচক্র আর গেম-প্লে মার্ভেল সুপার হিরোদের ঘিরে তৈরি আর কি! গেমটি শুধুমাত্র এন্ড্রয়েড এবং আইওএস ডিভাইসগুলোতে খেলা যাবে, তার মানে এটি একটি মোবাইলীয় গেম!
গেমটির ফাইটিং এরিনাগুলো থ্রিডি প্রযুক্তিতে রেন্ডার তৈরি আর সুপারহিরোদের মুভমেন্ট এবং একশনগুলোকে ২ডি প্রযুক্তিতে সাজানো হয়েছে। আর গেমটির কনট্রোল সিস্টেম টাচস্ক্রিণের জন্য মডিফাইড করা হয়েছে, তাই গেমটি খেলতে হলে তোমার এক্সট্রা বাটন কিংবা ভার্চূয়াল জয়স্টিক এর প্রয়োজন পড়বে না। মানে মোবাইলের টাচের উপর অত্যাচার আর কি!
গেমটি একটি অনলাইন গেম, তাই গেমটি খেলতে হলে অবশ্যই তোমার ডিভাইসটি নেট কানেনেক্টড থাকতে হবে। আপডেট ব্যাতিত গেমটি ঘন্টায় গড়ে 20 মেগাবাইট ডাটা খাবে! বেশি হয়ে যাচ্ছে কি??!!!
গেমটি ২০১৪ সালের ডিসেম্বর মাসে মুক্তি পায়, প্রথমে গেমটিতে Iron Man, Spider Man, Hulk, Wolverine, Magneto, Ultron, Rhino সহ মোট ২৫টি চরিত্র ছিলো আর সবর্শেষ আপডেট অনুযায়ী (৩০ এপ্রিল, ২০১৬) গেমটিতে এখন টোটাল ৮৮টি চরিত্র মজুদ রয়েছে। প্রতিটি চরিত্রের ৫টি আলাদা আলাদা তারকা ভিক্তিক গ্রুপ রয়েছে। যেমন 1 star Wolverine, 2 star spider man, 3 star Hulk, 4 star Venom, 5 star Ronan ইত্যাদি। যত বড় স্টার, তত শক্তিশালী আর উন্নত হিরো!!
এক কথায় গেমটিতে দুই ধরণের মিশন রয়েছে। একটি হলো স্টোরিলাইন ভিত্তিক মিশন আরেকটি হচ্ছে মাল্টিপ্লেয়ার বা PVP (player vs player) ধাঁচের মিশন। স্টোরিলাইন ভিত্তিক মিশনসমূহে Story Quest, Daily Events এবং Alliance মোডের মিশনসমূহ অর্ন্তভূক্ত রয়েছে।
স্টোরিলাইন ভিক্তিক মিশনসমূহে রয়েছে এনার্জি সিস্টেম, যার মাধ্যমে একজন প্লেয়ার এক বারে কতগুলো মিশন খেলতে পারবে তার সীমাবদ্ধতা নির্ধারণ করা যায়। তবে প্লেয়ার তার লেভেল আপ করে এই এনার্জি সিস্টেমের লিমিট বাড়াতে পারবে।
আর মাল্টিপ্লেয়ার বা PVP মোডে রয়েছে অন্যান্য প্লেয়ারদের সাথে সরাসরি ফাইটিং করার সুযোগ! একজন বনাম একজন হিরো কিংবা ৩ জন হিরো নিয়ে তুমি দলগত ভাবে অন্য প্লেয়ারের দলের সাথে লড়তে পারবে।
গেমটিতে প্লেয়ারের লেভেল আপ করার জন্য দরকার হয় XP এর। XP তুমি স্টোরিলাইন ভিক্তিক মিশন আর ইভেন্ট খেলে অর্জন করতে পারবে। আর বেশি বেশি XP অর্জন করে করে তুমি তোমার একাউন্টের লেভেল আপ করতে পারবে। আর লেভেল আপ করার সাথে সাথে তুমি নতুন নতুন অনেক ফিচার আনলক করবে পারবে। যেমন ২৫ লেভেলে তুমি এক সাথে ৫ জন হিরো নিয়ে খেলতে পারবে যা শুরুতে ২ জনে সীমাবদ্ধ থাকবে। তাছাড়াও তোমার আইটেম বহন করার স্লটও বৃদ্ধি পাবে লেভেল আপের সাহায্যে!
গেমটিতে প্রতিটি প্লেয়ারের র্যাঙ্কিং ব্যবস্থা রয়েছে। একজন প্লেয়ারের র্যাঙ্ক তার সবগুলো হিরোদের সম্মিলিত র্যাঙ্ক নিয়ে গঠিত হয়। যেমন তোমার কাছে যদি এই হিরোগুলো থাকে:
> ১ তারকা আইরন ম্যান (১২২)
> ২ তারকা স্পাইডারম্যান (৪২৫)
> ৩ তারকা ক্যাপ্টেইন আমেরিকা (৭৪৫)
> ৪ তারকা হাল্ক (১৩৪৫)
> ৫ তারকা থানোস (২৭৮৯)
তাহলে তোমার প্লেয়ার র্যাঙ্কিং হবে ৫৪২৬ ! যত বেশি হিরো আর আপগ্রেড যত করা হবে হিরোদের, তখন একই সাথে হিরোদের র্যাঙ্ক আর তোমার প্লেয়ার র্যাঙ্ক বৃদ্ধি পাবে।
গেমটিতে ক্যারেক্টারগুলোকে আপগ্রেড করার জন্য তোমার দরকার হবে ISO-8, গোল্ড এবং ক্যাটালিষ্ট ! ISO-8 এবং গোল্ড তুমি story quests, pvp মোডে খেলে সংগ্রহ করতে পারো। আর বিভিন্ন ধরণের ক্যাটালিষ্ট তুমি সংগ্রহ করতে পারবে স্পেশাল ইভেন্ট খেলে।
গেমটির আরেকটি উল্লেখযোগ্য ফিচার হচ্ছে এর Alliance. Alliance হচ্ছে গেমটিতে প্লেয়াদের গ্রুপের মতো। যেখানে সর্বোচ্চ ৩০ জন প্লেয়ার নিয়ে প্রতিটি Alliance গঠিত হয়। Alliance প্রাইভেট কিংবা পাবলিক (open) হতে পারে। Alliance য়ে যোগদানের মাধ্যমে তুমি গ্রুপের অন্যান্য প্লেয়ারদের সহযোগীতা করতে পারবে আর Alliance পয়েন্ট সংগ্রহ করতে পারবে। আর এই Alliance পয়েন্ট দিয়ে আলাদা Alliance Crystal কেনা যায়!
যেকোনো ৬ বা এর উপরের লেভেলের প্লেয়ার দশ হাজার ব্যাটল চিপস বা ৫০০ ইউনিট দিয়ে একটি Alliance তৈরি করতে পারবে।
সবমিলিয়ে গেমটি দারুণ উপভোগ্য এবং মজাদার। তবে গেমটির লেটেস্ট আপডেটে গেমটিকে Civil War মুভির আদলে ব্যাপক পরিবর্তন করার এখন প্রতি ৩০ মিনিটে গেমটি ৭ থেকে ১০ মেগাবাইট ডাটা খাচ্ছে। সাথে ফাইটিং এর মাঝখানে গেম ক্র্যাশ সহ অন্যান্য সমস্যা (স্লো লোডিং) তো রয়েছেই!
তবে একবার গেমটি কারো কাছে ভালো লেগে গেলে, তখন এই সব সমস্যা তুচ্ছ মনে হবে!
নির্মাতা এবং প্রকাশকঃ
Kabam
খেলা যাবেঃ
iOS এবং Android ডিভাইসে
মুক্তি পেয়েছেঃ
ডিসেম্বর ১০, ২০১৪ সালে
ধরণঃ
ফাইটিং
খেলার ধরণঃ
সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার
সিস্টেম রিকোয়ারমেন্টসঃ
কোয়াড কোর প্রসেসর, ১ গিগাবাইট র্যাম এবং ৭২০ মেগাবাইট ফ্রি মেমোরী স্পেস এর দরকার হবে।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
20mb 10 taka amra gorib manush