কি ভাবছেন?? ভাবছেন এত বড় আবার মোবাইলের গেম হয় নাকি! আমি বলছি হয়! গেমের মজা যখন বেশী তখন তার আকারও তো একটু বেশী হবেই।আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা গেমটা খেলে অবাক হবেন ই হবেন। আমার ধারনা আপনারা এ রকম গেম এর আগে খেলেন নি।ডাউনলোড
ডাউনলোড শেষে আপনারা গেমটা আপনার মোবাইলে ইন্সটল করে নিন।এবার গেমটা ওপেন করুন এবং উপভোগ করুন।
আপনাদের দেখাবার জন্য আমি কতগুলো ছবি আপলোড করে দিলাম। আশা করছি আপনাদের ভাল লাগবে।
যেহেতু এটা একটি .SIS ফাইল সেহেতু এই গেম সকল S60 v2 সেট এ চলার কথা। আমার সেট নকিয়া এন70 । তবে আমার দেখা একটি সমস্যা হল অনেকের মোবাইলে গেমটা ওপেন করতে গেলে বলে উঠে Memory full, please exit some application । এরকম কোনো সমস্যা দেখা দিলে আপনি আপনার সেট অফ্ করে পুনরায় চালু করুন। দেখবেন কাজ করবে।
যদি তবুও না চলে তাহলে জানাবেন আরও একটি সমাধান আছে।
আমি ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানতে হলে আরও অনেক ঘাটতে হবে!!
আমি জাভা সম্পর্কে একটি লেখা প্রকাশ করতে যাচ্ছি। যা দ্বারা আপনারা আপনাদের নকিয়া জাভা সেটের যেকোনো ফাইল হাইড করতে পারবেন। এবং আরও মজার কথা হচ্ছে এটা দ্বারা আপনার সেটে নকিয়ার দেয়া আনডিলেটেবল ফাইলও ডিলিট করতে পারবেন।
আপনার সেট যদি সিস ফাইল সাপোর্টেড সেট হয় তাহলে অবশ্যই চলবে।
ফয়সাল ভাই আমাকে একটু জানাবেন কি প্লিস কোথায় পাব বাংলা ভাইস সিটি আমি কাতারে থাকি এখানে বাংলা ভাইস সিটি পাওয়া যায়না, কোন ডাউনলোড লিঙ্ক থাকলে অনুগ্রহ করে জানাবেন ,
গেমটা খেলে কেমন লাগল? আপনার অনুভূতি কমেন্ট করে জানাবেন।