জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর যততগুলা সুবিধা আছে তার মাঝে মেসেঞ্জার খুবই জনপ্রিয়। বলতে গেলে ফেসবুকে কোন কিসু টিউন করা,অন্যের টিউনে লাইক,টিউমেন্ট করা ছাড়াও এ জিনিসটি আমাদের জন্য খুবই গুরুত্ব বহন করে। আমারা অনেকেই অন্য মানুষের সাথে যোগাযোগের মাধ্যম হিসবে মেসেঞ্জারকে সবার উপরে রাখি। শুধু যোগাযোগ কিংবা গল্প করা না এই মেসেঞ্জার এর মাধ্যমে আপনি খেলতে পারবেন মজার মজার গেইম। আজ আপনাদের দেখাব কিভাবে ফেসবুক মেসেঞ্জার এর দাবা এবং বাস্কেটবল এর মত মজার দুটি গেইমস খেলা যায়। 😎
মেসেঞ্জার এ দাবা খেলার জন্য আপনাকে যেটা করতে হবে তা হল যে বন্ধুর সাথে দাবা খেলতে চান তাকে @fbchess play লিখে মেসেজ পাঠান। সাথে সাথে আপনার সামনে একটি দাবা কোর্ট হাজির হবে।
তবে কথা হল এই দাবা বোর্ড এ দাবার গুটি এক ঘর থেকে অন্য ঘরে সরাতে আপনাকে একটু কৌশল অবলম্বন করতে হবে। এর জন্য ওই চ্যাট উইন্ডোতেই @fbchess help লিখে সেন্ড করুন। ফেসবুক আপনাকে বলে দিবে কিভাবে কি করতে হবে।
এটি মেসেঞ্জার এর আরেকটি মজার গেইম। এর জন্য আপনি আপনার যে বন্ধুর সাথে গেইমটি খেলতে চাচ্ছেন তাকে ফেসবুক মেসেঞ্জার থেকে বাস্কেটবল এর ইমোজি সেন্ড করুন।
তারপর পাঠানো বাস্কেটবল ইমোজি আইকনে প্রেস করলেই বাস্কেটবল গেইমটি চালু হবে। বলটি আঙ্গুল দিয়ে স্পর্শ করে ঝুড়ির মাঝে ফেলতে পারলেই আপনি পয়েন্ট পাবেন। পরপর দশবার সফলভাবে ঝুড়িতে বল ফেলতে পারলেই গেইমটির পরবর্তী লেভেল শুরু হবে। 😉
হ্যাঁ এই গেইমস দুটি খেলার জন্য আপনাকে আপডেট মেসেঞ্জার ভার্সন ব্যবহার করতে হবে। পুরানো ভার্সন এ কাজ নাও হতে পারে। আশা করি গেইমস দুটি আপনাদের খুব ভালো লাগবে। ফেসবুকিং করতে করতে যখন বোরিং হয়ে যাবেন কিংবা বন্ধুদের মাঝে মাজার কিসু মুহুর্ত কাটাতে, বন্ধুদের সাথে মজা করে করে গেইমদুটি খেলতে পারেন। 😀
আপনাদের সবার সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। 🙂
আমি মোঃ ফয়সাল আলম রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।