উইন্ডোস ৭, ৮, ১০ এ (নিড ফর স্পিড টু এস ই) চালানোর দারুন টিপ্স

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

সবাই কেমন আছেন?  আসা করি আল্লাহর মেহের বানিতে সবাই ভালোই আছেন। টেকটিউনে আমার প্রথম টিউন, তাই কোন প্রকার ভুল হলে ক্ষমা করবেন।

আমি ইন্টারনেট থেকে একটি পি সি গেম নিড ফর স্পিড টু এস ই, ১৯৯৭ গেমসটি ডাউনলোড করেছিলাম। কিন্ত এটি উইন্ডোস এক্সপি তে ছাড়া চলছে না। আর আমি উইন্ডোস ৭ ব্যবহার কারি। তাই গেমসটি রান করতে পারছিলাম না। কিন্তু এখন রান করতে পারছি, ছোট্ট একটা টিপ্স এর দৌলতে। আর আমি যে ভাবে গেমসটিকে রান করলাম তা আজ আপনাদের সাথে শেয়ার করব।


যারা গেমসটি ডাউনলোড করতে চান তারা এইখান থেকে ফ্রি ডাউনলোড করুন।

                                                    পাসওয়ার্ড  ডাউনলোড

যা যা প্রয়োজন
১। Application Compatibility Toolkit Setup (১২.২ এম বি)  ডাউনলোড করুন
২। dgVoodoo1.50Beta2 (৩৫১ কে বি)    ডাউনলোড করুন
৩। nGlide105_setup (২.৫৫ এম বি)     ডাউনলোড করুন
৪। nLite-1.4.9.3.setup (২.৯৪ এম বি)    ডাউনলোড করুন

নিড ফর স্পিড টু সি ই   গেমসটি  ইনিস্টল করার পদ্ধতি

এবার ইনিস্টল করে নিন

আমি এইখানে ডিফল্ট ভাবে ডি ড্রাইভে সেটাপ দিয়েছি। আপনি চাইলে ওন্ন কোথাও সেটাপ দিতে পারেন।

 

আমার পিসি তে এটি রান করতে গেলে,  এই রকম মেসেজ দিতো

 

এইবার আসল কাজে আসি

এন লাইট সফ্টাওয়ারটি সেটাপ দিন

 

OK প্রেস করুন

 

Next প্রেস করুন

 

I accept the agreement -এ  মার্ক করুন…তার পরে Next প্রেস করুন

 

Next প্রেস করুন

 

Next প্রেস করুন

 

Finish প্রেস করুন

 

এবার nGlide105 নামক সফ্টটি সেটাপ করুন

 

Next প্রেস করুন

 

সেটাপ শেষে close প্রেস করুন

 

এবার dgVoodoo1.50Beta2 জিপ ফিইল টি Open করুন

 

সব গুলো মার্ক করে কপি করুন

 

আপনি যে ফোল্ডারে গেমসটি ইনিস্টল দিয়েছেন, তাতে paste করুন

 

এবার Application Compatibility Toolkit Setup ইনিস্টল দিন

 

Next প্রেস করুন

 

I accept the terms in the License Agreement এ মার্ক করুন, Next প্রেস করুন

 

Next প্রেস করুন

 

Install প্রেস করুন

 

Fnish প্রেস করুন

 

এবার Start > All programs > Microsoft Application Compatibility Toolkit > Compatibility Administrator (32-bit) টি Open করুন

Open করার পরে, Fix বাটনে ক্লিক করুন

 

এই রকম পেজ Open হবে

 

প্রথম ঘরে Need For Speed II SE, ২য় ঘরে EA লিখুন। Browse এ  ক্লিক করে গেমস জে খানে ইনিস্ট দিয়েছেন, সেই ফোল্ডারের ভিতর থেকে nfs2se.exe (৯৫২ কে বি) মার্ক করে Open প্রেস করুন > তার পরে Next চাপুন

 

Next প্রেস করুন

 

এইখানটা সব চাইতে গুরুত্ব পুর্ন। ৩৬৬ টা  প্রগ্রাম দেওয়া আছে, এর মধ্যে মোট  ১৩ টি মার্ক দিতে হবে


১৩ টি প্রগ্রাম মার্ক করনের লিস্ট
১।   Correct File Paths
২। Correct Sound Device Id
৩।   Emulate CDFS
৪।  Emulate Direct Draw Sync
৫।  Emulate Environment Block
৬। Emulate Find Handles
৭।  Emulate Get Disk Free Space
৮। Emulate Heap
৯। Global Memory Status Lie
১০। Hardware Audio Mixer
১১। Ignore Exception
১২। Map Memory B0000
১৩। Single Proc Affinity

এইবার next প্রেস করুন

 

Finish প্রেস করুন

 

Save বাটনে ক্লিক করুন


এই খানে নাম দিন nfs castome, তার পরে ok প্রেস করুন

 

নাম লিখুন nfs2sea.exe লিখুন, তারপর Save বাটনে ক্লিক করুন


Save করতে গেলে রিপ্লেস   Yes করে দিন

 

File এ ক্লিক করুন

 

File > Install তার পরে OK দিয়ে বেরিয়ে আসুন

 

ব্যাস,  এইবার আপনার গেমস টি open করুন…আর মনের আনন্দে যে কোনো উইন্ডেজে  খেলতে থাকুন

কারো কোন সমস্যা থাকলে টিউমেন্টে আমাকে জানাতে পারেন।

এই টিউনটি প্রথম প্রকাশিত হয়েছে এই ব্লগে  http://humanhelptips.blogspot.com

আমার  ফেসবুক রাইটার সবুজ নামক আইডিতে ঘুরে আসার আমন্ত্রন রইলো।

Level 2

আমি রাইটার সবুজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 100 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice tune.

এটা কি সের লিংক?

আপনি আমার অনেক উপকার করলেন
ধন্যবাদ

তখন নেমে রাখছিলাম, কিন্তু এখন ইন্সটল দিয়ে দেখি কাজ হচ্ছে না। সব কিছু ঠিক ভাবে ইন্সটল দিয়েছি।

    টিউনটি ভালো করে পড়ুন এবং এক এক করে স্কিন শট দেখে কাজ করুন,আপনার কাজ টি হবে। টিউমেন্টের জন্যে ধন্যবাদ

ডেস্কটপের উপরে শর্টকার্ট টা কাজ করছিলনা,কিন্তু গেম এর ফোল্ডারে গিয়ে অবশেষে কাজ হইছে। অনেক ধন্যবাদ।

    ডেস্কটপের শর্টকাট কাজ করবে না। তবে গেমের যে ফাইলটি ওপেন হচ্ছে ,সেটি ডেস্কটপে শর্টকাট হিসাবে রাখতে পারেন। টিউমেন্টের জন্যে আপনাকে ধন্যবাদ

vai Application Compatibility Toolkit Setup 12 mb ফাইল টা ডাউনলোড হচ্ছে না

ভাই……
লিংক আপডেট দেয়া হইছে। টিউমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ

password download hosse na….pass ta koto vhai….dile upokrito hoitam…

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার এই টিউন এর জন্য।
এই অসাধারন গেমটা, অবশেষে আমি খেলতে পারছি। খুবই ভালো লেগেছে।
কিন্তু, Network mode এ খেলবো কি করে ? ………..

নেট ওয়ার্ক মুডটা কাজ করবে কি না জানি না। আমি ট্রাই করে, আপনাকে জানাবো..!