আসসালামু আলাইকুম।
হয়ত আপনি ফ্রুট নিনজা ডাউনলোড করতে চেয়েছিলেন। এরপর দেখলেন সাইজ ১০৫ মেগাবাইট। আপনার ফোনে হয়তো চলবেই না এমন অবস্থা। অথবা ডাউনলোড করলেন, আপনার ফোনে সাপোর্ট খেল না। অথবা ফোন স্লো করে দিল। কিংবা মেগাবাইট আছে, ফোনে স্টোরেজ নাই। তাই আপনি গান গাওয়া শুরু করলেন, "কি করি আমি, কি করি আমি, কি করি, কি করি, কি যে করি..."
তবে কিছু কিন্তু সত্যিই করার আছে। ১০৫ মেগাবাইট না পারেন, ৫ মেগাবাইট তো ডাউনলোড দিতে পারবেন, তাই না? যদি পারেন তবে ফ্রুট স্লাইস গেমটি বিশেষভাবে আপনারই জন্য।
ফ্রুইট নিনজার মত এই গেমেও একইভাবে আপনাকে ফল কাটতে হবে। লো এন্ড্রয়েডেও চলবে, ইভেন এন্ড্রয়েড ২.৩.৩ এও চলবে!
সবচেয়ে চরম কথা হলো সাইজ ৫.৫ মেগাবাইট কিন্তু গেমপ্লে ৫০ মেগাবাইটের গেমের মত।
গেমের মেনু |
চার রকম গেম মোড। ক্লাসিক মুডে কাটাকাটি এমনভাবে করবেন যেন সবার গায়ে কাটা দেয়, বোম ফাটালেই বুম! টাইম মুডে নির্দিষ্ট সময়ে পয়েন্ট কত করতে পারেন। পাইপলাইনে নির্দেশ অনুযায়ী ধারাবাহিকভাবে কাটাকাটি চলবে। আর ওয়ান শটে নির্দেশিত ফল এক শটে কাটতে হবে। তাও সময়ের মধ্যে। |
যত বেশি ফল একসাথে কাটবেন তত বেশি পয়েন্ট। |
সবই তো হলো কিন্তু ডাউনলোডটা এখন বাকি। প্লে স্টোর লিংক: এখানে যান
আর পিসি থেকে ডাউনলোড করে পরে ফোনে নিতে চাইলে: এখানে যান
যদি টিউনটি আপনার ভালো লেগে থাকে তবে ভিজিট করুন আমার সাইট: গ্রিন রেঞ্জারস+
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
tnx for share