অ্যান্ড্রয়েডের জন্য খেলতে সহজ, এবং মজার একটি গেম হচ্ছে Cave Escape. স্ক্রিনে ট্যাপ করে একটি কপ্টারকে গুহার ভেতর দিয়ে নিয়ে যেতে হয়। গুহার উপর থেকে বা নিছ থেকে রয়েছে বরফ খন্ড। বরপ খন্ড থেকে কপ্টারকে বাঁছিয়ে রাখতে হবে।
গেমটি ফ্রি। প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করা যাবে। ডাউনলোড লিঙ্কঃ
https://play.google.com/store/apps/details?id=us.studiojh.cavescape
বা apk ডাউনলোড করতে চাইলেঃ
http://jakir.me/files/cave_escape.apk
গেমটির ডেভেলপার আমি নিজে। ভালো লাগলে একটি রেটিং দিতে পারেন। বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।
আরেকটি অ্যাপ হচ্ছে WiFi Ear.
WiFi Ear অ্যান্ড্রয়েড ফোনের জন্য দারুণ একটা অ্যাপ। দুইটা এন্ড্রয়েড ফোন হলে একটাকে মাইক্রোফোন হিসেবে ব্যবহার করা যাবে আরে একটাকে করা যাবে স্পিকার হিসেবে। এরপর সরাসরি অডিও শুনা যাবে। এটা এক ধরণের স্পাইওয়ার। কারো উপর স্পাইগিরি করা যাবে।
এছাড়া অ্যাপটি বেবি মনিটর হিসেবেও ব্যবহার করা যাবে। বেবির পাশে একটি মোবাইল রেখে গেলে অন্য মোবাইল থেকে বেবির শব্দ শুনা যাবে। কান্না করা শুরু করলে এসে দেখা যাবে। ইত্যাদি।
অ্যাপটি ফ্রিতে ডাউনলোড করা যাবে প্লে স্টোর থেকেঃ https://play.google.com/store/apps/details?id=us.studiojh.wifiear
নিজের কন্ঠকে বিভিন্ন রকম করার জন্য দারুণ একটি অ্যাপ রয়েছে। নাম হচ্ছে Voice Effects.
এটি ডাউনলোড করা যাবেঃ https://play.google.com/store/apps/details?id=us.studiojh.voiceeffects
এ অ্যাপটির ফিচার গুলোঃ
Feature:
- Record your voice
- Apply effects
- Save and share voice. Share by messenger like Facebook and WhatsApp
- Audio gallery to view your records
- Easy to use and beautiful UI
- Set voice as ringtone or notification sound
ধন্যবাদ সবাইকে 🙂
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!