থ্রিডি গেমস [পর্ব-০১] :: স্বাগতম, সিটি রেসিং থ্রিডি

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আসসালামু আলাইকুম।
আমি থ্রিডি গেমস নামে নতুন একটি চেইন টিউন শুরু করছি। এই সিরিজে এন্ড্রয়েড আর পিসির থ্রিডি গেম পাবেন। প্রতি পর্বে সাধারণত একটি করে গেম থাকবে। এই গেমগুলো হবে পঞ্চাশ এমবির কাছাকাছি। আবার বড়ও হতে পারে, ছোটও হতে পারে। রেসিং, স্টান্ট নানা রকম গেম পাবেন। এই সিরিজের টিউনগুলোকে চেইন টিউনের অন্তর্ভুক্ত করা হবে কিনা তা আমার জানা নেই, সেটা নিয়ে মাথা ব্যাথাও নেই। তবে সব টিউন এখানে পাবেন।

তো আজকে থাকবে City Racing 3D, যা একটি মারাত্মক কার রেসিং গেম। অ্যান্ড্রয়েডের জন্য।
  City Racing 3D- screenshot thumbnail
   City Racing 3D- screenshot     City Racing 3D- screenshot     City Racing 3D- screenshot
এই গেমটির গ্রাফিক্স মারাত্মক। প্রথম ছবিটা দেখলেই বুঝবেন। আর নাইট্রাসও আছে। সবচেয়ে বড় বিষয় হলো গেমে আপনি টিল্ট বা মোশানের মাধ্যমে আবার ট্যাপ করেও খেলতে পারবেন। তবে গাড়ির দাম দেখলে মাথা কিছুটা নষ্ট হয়ে যেতেও পারে। সেটা স্বাভাবিক। অস্বাভাবিক না। প্রচুর এড। অফলাইনেও এড দেখায়।

ফিচার

  • মারাত্মক সব গাড়ি পাবেন।
  •  আসে নাইট্রাস অক্সাইড বা টারবো বুষ্ট। যা আপনার গাড়ির গতি বাড়াবে।
  • সহজ কন্ট্রোল, কঠিন চ্যালেঞ্জ।
  • গাড়ি আপগ্রেড আর কাস্টমাইজ করতে পারবেন(গলা কাটা ডায়ামন্ডের বিনিময়ে)
  • LAN Multi-Player Racing খেলতে পারবেন।
  • বিভিন্ন শহরের রাস্তায় খেলবেন। যেমন- Tokyo, Paris, Chicago, London, Macao, Cairo, Hawaii

ওভারঅল খারাপ লাগবে না গেমটা। সাইজ ৩৫ মেগাবাইট।
ডাউনলোড করুন এখান থেকে: প্লে স্টোর

পূর্বে প্রকাশিত: গ্রিন রেঞ্জারস+সুলভবিডি.কম

আজ এখানেই শেষ করছি। ইংশাআল্লাহ দেখা হবে পরের পর্বে।

আল্লাহ হাফেজ।

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস