৩......২............১.........ব্রুম......ব্রুম.........প্রাণপণে চেপে ধরলেন এক্সিলেটের।সাই করে এগিয়ে গেলেন আপনি।সব গাড়িকে ছাড়িয়ে সবার আগে এগিয়ে গেলেন।কিন্তু বাদ সাধল সামনের রাস্তার কঠিন মোড়টি।আপনি প্রাণপণে পার হতে চেষ্টা করলেন।কিন্ত গাড়ির চাকা সেটি মানল না।রাস্তার পাশের বেড়ায় বাড়ি খেয়ে অনেকখানি কমে গেল আপনার গাড়ির স্পীড।রিভার মিররে দেখা গেল আপনার চিরতরের শত্রু তার গাড়ি হাকিয়ে আসছে প্রানপনে।কিন্তু আপনার দক্ষ হান্ডেলিং তাকে পার হতে দিল না।আপনি তাকে টেক্কা দিয়ে দুর্দান্ত গতিতে জয়ের দ্বার সীমানায় পৌঁছে গেলেন।মাইকে ঘোষণা করল আপনার নাম বিজয়ী হিসেবে।
............................................................হ্যাঁ আপনি ঠিক ধরেছেন আমি নিড ফর স্পীড গেমের কথাই বলছি।বিশ্বের সকল গাড়ির গেমের শীর্ষ স্থানটা নিড ফর স্পীড গেমই ধরে রখেছে।বাংলাদেশে এমন গেমার খুজে পাওয়া কষ্টকর হবে যে নিড ফর স্পিড সিরিজের গেম খেলেনি।আপনিও নিশ্চয়ই খেলেছেন একা একা অথবা বন্ধু বান্ধবের সাথে।
এখন পাল্টে গেছে গেমের ধরণ।সকল গেমের গ্রফিক্স ধীরে ধীরে উন্নত লাভ করছে।তেমনি ভাবে নিড ফর স্পীড গেমের সকল পর্বেই পরিবর্তন লক্ষ করা যাচ্ছে।
তেমনি নিড ফর স্পীড গেমের সবচেয়ে নতুন গেমটি হচ্ছে নিড ফর স্পীড হট পারসুট ২০১০।
এর আগেও নিড ফর স্পীড হট পারসুট গেম বের হয়েছিল।বলতে গেলে তারই দ্বিতীয় ভার্সন নিড ফর স্পীড হট পারসুট ২০১০, এই গেমটি এবার একটু অন্য ধাঁচের করা হয়েছে।গেম খেলতে গেলে আপনার মনেই হবে না আপনি নিড ফর স্পীড সিরিজের গেম খেলছেন!কারন এই গেমের গেমপ্লে একটু নয় একটু বেশীই অন্য রকম।
এই গেমে আপনাকে মাঠে নামতে হবে একজন রেসারের অথবা একজন পুলিশের ভূমিকায়।আপনি যদি রেসার হিসেবে খেলেন তাহলে আপনার চোখ থাকতে হবে দুদিকে।একদিক হল রেসারদের দিকে আরেকদিক থাকবে রিভার মিররে।কারন পুলিশ আপনাকে ছেড়ে কথা কইবে না।পুলিশ আপনার পিছনে সামনে পাশে সবদিক থেকে এটাক চালাবে এবং সেইসাথে আপনাকে যথেষ্ট বিরক্ত করবে!তা থেকে বাঁচতে হলে আপনার ড্রাইভিং স্কিলে পাকা হাত থাকতে হবে।
এবারের গেমটিতে গাড়িগুলোর মধ্যে চেঞ্জ আনা হয়েছে।আমার মনে হয়েছে সব গাড়িই কল্পপুরি থেকে আনা হয়েছে!গাড়িগুলোর ডিজাইন আপনাকে মুগ্ধ করবে!
এই গেমের আরেকটি সংযোজন হচ্ছে এখানে আপনি পুলিশ হিসেবে খেলতে পারবেন।এখানে আপনার কিছু পাওয়ার থাকবে রেসারদের ঘায়েল করবার জন্য।যেমন আপনি নির্দিষ্ট বাটন প্রেস করলে রেসারদের সামনে পুলিশ ব্লকার এসে পড়বে।আবার আপনি একা না পারলে অনন্য পুলিশদের ডাকতে পারবেন।তাও না পারলে আপনি পুলিশ কন্ট্রোল সেন্টারে ফোন করে হেলিকপ্টার আনাতে পারবেন। মোটামুটি বলতে গেলে এটি একটি অসাধারণ গেম।
ডাইরেক্ট ডাউনলোড
Download 1GB in part :
Download Part one: Rapidshare Fileserve Ex.ua Dataup Sharehoster Direct Link
Download Part two: Rapidshare Fileserve Ex.ua Dataup Sharehoster Direct Link
Download the third part: Rapidshare Fileserve Ex.ua Dataup Sharehoster Direct Link
Download the 4th part: Rapidshare Fileserve Ex.ua Dataup Sharehoster Direct Link
Download the 5th part: Rapidshare Fileserve Ex.ua Dataup Sharehoster Direct Link
Download the 6th part: Rapidshare Fileserve Ex.ua Dataup Sharehoster Direct Link
Part the seventh Download: Rapidshare Fileserve Ex.ua Dataup Sharehoster Direct Link
Download the eighth part: Rapidshare Fileserve Ex.ua Dataup Sharehoster Direct Link
Part ninth Download: Rapidshare Fileserve Ex.ua Dataup Sharehoster Direct Link
পরবর্তীতে আমি ছোট গেমের কালেকশন দিতে চেষ্টা করব! 😉
প্রথম প্রকাশিত আমার সাইটে
আমি সুফি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 363 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
BLA...BLA...BLA!
আমি এই গেমটা এখান থেকে প্রথমে ডাউনলোড করেছিলাম
http://gamebd.tk/