সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের সকলের ছোটবেলার প্রিয় একটি গেম।
এই গেমটি কে খেলে নাই? আমার মনে হয় এমন কাউকে পাওয়া যাবেনা, যে কিনা এই গেমটি ছোটবেলায় খেলেননি। তো জীবনের অনেক চড়াই উতরাই এর মাঝে হয়তো খেলাটির কথা অনেকেই ভুলে গেছেন। আর তাই আমি আপনাদের সবার জন্য নিয়ে এলাম এই অনলাইন গেমটি। অনলাইন গেম হওয়ার কারনে গেমটি জাভা, সিম্বিয়ান, এন্ড্রয়েড, উইন্ডোজ যেকোন ডিভাইস থেকেই খেলা যাবে।
কথা না বাড়িয়ে প্রথমে নিচের লিংকে ডুকে যান।
এবার Start Play তে ক্লিক করুন। তাহলে গেমটি খেলার জন্য প্রস্তুত হবে।
এবার খেলার নিয়ম তো সবাই জানেন আশা করি তারপরেও যারা জানেননা তাদের জন্য নিয়ম বলছি।
এটা হলো বক্স ফিল আপ এর গেম। আপনি কতগুলো বক্স ফুরন করতে পারেন আর কম্পিউটার কতগগুলো ফিল আপ করে পারে। যে বেশি ফিলা আপ করতে পারবে সেই বিজয়ী। আপনি Start Play তে ক্লিক করার পরে যেকোন একটা সাদা দাগে ক্লিক করুন। দাগটি Teal কালারের হয়ে যাবে। এরপর কম্পিউটার একটি দাগ দিবে। এভাবে আপনি আপনার বুদ্ধি দিয়ে ১ টি গর ফিল আপ করতে পারলেই ১ পয়েন্ট পেয়ে যাবেন। Start Play লেখার নিচেই আপনার এবং কম্পিউটারের পয়েন্ট দেখতে পারবেন। আপনি যখন কোন ঘর পুরন করতে পারবেন তখন আপনি আরেকটা দাগ দেওয়ার সুযোগ পাবেন। রোবটের বা আপনার প্রতিপক্ষের অর্থাৎ কম্পিউটারের ক্ষেত্রেও একই ব্যপার। গেমটিতে বর্তমানে তিনটি লেভেল এড করা হয়েছে। আপনাদের ভালো লাগলে আরো লেভেল এড করবো ইনসআল্লাহ।
তো এবার পেজটি বুকমার্ক করে রেখে দিন। আর যখন খুশি তখন খেলুন।
Note: গেমটি খেলার সময় পেজ ভুলেও রিলোড দিবেন না।
গেমটি কেমন লাগলো জানাতে ভুলবেন না।
সময় পেলে আমাদের ব্লগ গুরে আসবেন। ভালো লাগলে আমাদের ব্লগে যেকোন বিষয়ে লেখালেখি করতে পারেন। এই টিউনটিও পুর্বে আমাদের ব্লগে আমি পাবলিশ করেছি।
আমাদের ব্লগ:
আমি মোঃ ফরহাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।