স্যার ডন ব্র্যাডম্যান ক্রিকেট ২০১৪ কিবোর্ডে খেলুন কোন সমস্যা ছাড়াই!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আসসালামু আলাইকুম।

ডন ব্র্যাডম্যান ক্রিকেট ২০১৪ এর নাম তো শুনেছেন। না শুনলে শুনে আসুন।
আচ্ছা, তা আগেই বলে নিই গেমটা কি-বোর্ডে খেলা যায় না। জয়স্টিক লাগে। আমার নাই। বহুত দুঃখ ছিলো। পরে পেলাম পিপিজয়। ওটা একটা জয়স্টিক ইমুলেটর কিন্তু ভালো কাজ করে না। বহুদিন ওটা দিয়ে খেলসি। অবশেষে ভিজয় নামে আরেকটা পেলাম। এটা অনেক ভালো ইমুলেটর। সেটাপ করাও বেশ সহজ।
প্রথমে ডাউনলোড করেন।
1. ভিজয় ফোল্ডার খুলেন এবং ভিজয় ইন্সটল করেন।

2. X360 ফোল্ডারের ফাইলগুলো(ফোল্ডার নয়, ভেতরের ফাইলগুলো) কপি করে যেখানে ডন ব্র্যাডম্যান ক্রিকেট আছে সেখানে পেস্ট করেন।
3. vjoy রান করুন। আইকনে জায়গা করে নেবে। এখন আইকন থেকে ওপেন আইএনআই ক্লিক করেন।

ভিজয় সেটাপ ফোল্ডারের আইএনআই ফাইল লোড করে এনাবল করেন। চিত্রের মত-

4. XInputTest.exe ওপেন করে দেখেন কানেক্ট হচ্ছে কিনা।

5. x360ce ক্লিক করলে এই উইন্ডো আসবে। মিনিমাইজ করে গেম খেলেন।

কি-বোর্ড কি-সমূহ

১. শটের জন্য অ্যারো।
২. রানের জন্য A
৩. রান ক্যানসেল করতে W
৪. ডাইভের জন্য D
৫. ডিফেন্স করতে Z
৬.বল স্পিন করতে লেগ স্পিন যথাক্রমে ৫১২৩৫১২৩৫১২৩ আর অফস্পিন ৫৩২১৫৩২১৫৩২১। মানে হচ্ছে সিড়িয়ালে যতবার চাপবেন তত বেশি স্পিন।
৭. বল করতে এন্ড ও হোম চাপুন।

সৌজন্যে: গ্রিন রেঞ্জারস+

আপনার যদি ভালো লাগে অবশ্যই সাইটটি ভিজিট করবেন। এখন আসি। বেশ কিছু দিন(প্রায় ১৫ দিন) আমি আর হয়তো ফিরতে পারবো না টেকটিউনসে। আবার একটু পরে আরেকটা টিউন নিয়ে এখনও ফিরতে পারি। দেশের বাড়ি যাচ্ছি, কাল ইনশাআল্লাহ। দোয়া করবেন, যেন ঠিকমত পৌছায়। আল্লাহ হাফেজ।

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস