ক্রিকেট গেমসপ্রেমীরা অবশ্যই দেখুন। খুব ভালো লাগবে খবরটা।

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আসসালামু আলাইকুম।

ক্রিকেটপ্রেমীদের জন্য আজ আমি অসাধারণ এটা খবর দিতে চলেছি। খবরটা যারা জানেন না তারা শুনলে সত্যিই খুবই খুশি হবেন। আর যারা জানেন তারা তো জানেনই। খবরটা তাজা না, অনেক পুরনো।

টিউনটা মূলত তাদের উদ্যেশ্যে যারা উপরের গেমটা খেলেছেন এবং ভালো লেগেছে। বিগ এন্ট স্টুডিওর পেজের নিষিদ্ধ টুইটারে একটা টুইটের রিপ্লাইয়ে তারা একটা বিশাল ঘোষণা দিয়েছে-

@DiIscoop patch to start testing any day now. Will keep updating DBC for this year, new Cricket game next year

বুঝতে পারছেন তারা কি বলতে চাচ্ছে? অবশ্য এই টুইটের আগেই স্টুডিওর সিইও এই ঘোষণা দিয়েছিলো একটি সাক্ষাৎকারে। তবে তখন আগামী বছরেই আসবে এমন কিছু তিনি বলেননি। টুইটে তারা চূড়ান্ত ঘোষণা করে ২০১৬ সালেই আসছে ডন ব্র্যাডম্যান ক্রিকেটের সিক্যুয়েল!

এই গেমের সম্বন্ধে তেমন কোন তথ্য অবশ্য এখনো জানা যায়নি। গেমটিতে ক্যারিয়ার মোড আরো উন্নত করা হবে বলে আশা করা হচ্ছে। গেমে একাডেমিতে স্টেডিয়াম এডিটর যোগ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছে সিইও রস সিমন্স। মার্চে একটি সাক্ষাৎকারে এই গেম নিয়ে কথা বলেছিলেন। আর আশা করা হচ্ছে ক্যারিয়ার মোড আরো উন্নত করা হবে। গেমের নাম ডন ব্র্যাডম্যান ক্রিকেট ১৬ না অন্য কিছু হবে তাও এখনো জানতে পারিনি।

ক্রিকেট প্রেমী হয়ে থাকলে আশা করি খবরটি শুনে আপনি খুশি হতে পেরেছেন।  আজ বিদায়।

সৌজন্যে: গ্রিন রেঞ্জারস+

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

gamer er carrer mode onek kothin hoe jai ami to pro mode e ball bat e touch i korate pari na hope ei gulai change anbe