আসসালামু আলাইকুম।
এর আগে আমি উইন্ডোজ এইট আর টেনের জন্য উইন্ডোজ সেভেনের গ্যাজেট নিয়ে লিখেছিলাম।
উইন্ডোজ ১০ বা উইন্ডোজ ৮ এ ফিরিয়ে আনুন গ্যাজেট অপশন+বোনাস কিছু গ্যাজেট
সেই টিউনে ৪৩৩ ভিজিটর প্রবেশ করলেও একটিমাত্র টিউমেন্ট পেয়েছিলাম, যেখানে মিরাক্কেল ভাই চেজ টিটানস চেয়েছিলো। তো এখন আমি চেজ টিটানসসহ উইন্ডোজ সেভেনের ডিফল্ট গেম উপহার দিবো। আর সঙ্গে একটা বোনাস।
উইন্ডোজ সেভেনে অনেক চমৎকার কিছু গেম আছে(তবে কয়েকদিন পর এক্সপির মত 'আছে' থেকে 'ছিলো' হয়ে যাবে হয়তো)। চেজ টিটানস আর স্পাইডা সলিটর খু্ব জনপ্রিয় ছিলো। কিন্তু মাইক্রোসফট কি ভেবে যেন সেই গেমগুলো বাদ দিয়ে দিয়েছে। কে জানে এত মাইক্রোসফটের কি লাভ হলো। যদি চান তাহলে কিন্তু আপনি অবশ্যই উইন্ডোজ এইট বা টেনেও টেনে আনতে(মানে নিয়ে আসতে) পারবেন। অবশ্য ১৭০ মেগাবাইট খরচ করতে হবে।
উইন্ডোজ সেভেনের সব গেম প্রথমে এখান থেকে দিন। এখন ইন্সটল করুন। এখন Start Menu -> All Apps -> G -> Games ওপেন করুন। আশা করি গেমগুলো পেয়ে গেছেন।
বোনাস অংশে আজ শুধু দুইটা তথ্য জানাবো। উইন্ডোজ টেনের ডিফল্ট গেমস নিয়ে! অনেকেই হয়তো জানেননা(যারা জানেন তার তো জানেনই) উইন্ডোজ টেনেও কিছু ডিফল্ট গেমস আছে। অবশ্য সবই solitaire গেম। গেমগুলো হলো-
Klondike
Spider
FreeCell
Pyramid
TriPeaks
জানতেন কি? না জানলে গেমগুলো খেলতে Start Menu->All Apps->M->Microsoft solitaire collection এ যান। অপেন করুন। এক্সবক্স লোডিং করতে চাইবে ক্লোজ করে দিন। Sign In করুন বা Play as Guest দিন। আর উপরের ৫টি গেম খেলুন। শুধু গেম খেলতে নেট কানেকশন লাগবে না।
আর আরেকটা তথ্য দিয়ে রাখি। উইন্ডোজ টেনে কিন্তু সুন্দর একটা স্টোর আছে। সেখানে অনেক গেম ডাউনলোড করতে পারবেন। ফ্রি গেম আছে অনেক। আবার মোবাইলের(উইন্ডোজ ফোনের) গেমও কিন্তু উইন্ডোজ টেনে চলে। স্টোরে পাবেন। সমস্যা হলো অনেক গেম পেইড।
তো আজ আর নয়। বিদায়। আল্লাহ হাফেজ।
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।