অনেক কারণেই কিছু কিছু অ্যাপ মাঝেমাঝে একই ফোনে দুইটি ব্যবহার করার প্রয়োজন হয় আমাদের।অনেকটা হোয়াটস অ্যাপ আর OG whatsapp এর মতো।কিন্তু সব অ্যাপের তো আর OG অ্যাপ নেই।সেক্ষেত্রে আমরা সাধারণত অ্যাপ ক্লোন করে কাজটা করে থাকি।কিন্তু সোশ্যাল অ্যাপ তো আর ক্লোন হয়না সেক্ষত্রে কিছু করার ও থাকেনা! কিন্তু একটু অন্যভাবে আপনি চাইলে দুই Imo অ্যাপ ব্যবহার করে দুটিতে দুই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।যারা এখনো জানেন না Imo দিয়ে কি করে?তাহলে বলবো অডিও ভিডিও কল করার জন্য সবদিক মিলিয়ে বেস্ট অ্যাপ এই Imo!!
ট্রিকটি অনেক সিম্পল।প্রথমে imo official ইন্সটল করুন।সেখানে আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে লগিন করুন।যাদের কাছে অফিসিয়াল ভার্সন নেই তারা এখান থেকে ডাউনলোড করে নিন
.
Imo Official:Download Imo Official
.
এবার এই অ্যাপটি ডাউনলোড করুন
●ডাউনলোড করতে UC Browser দিয়ে লিংকে প্রবেশ করে Create Download Link এ ক্লিক করবেন।প্লেস্টোর ডিসেবল করে রাখবেন যখন প্রয়োজন হবে তখন ইন্যাবল করে নিবেন।এতে Ram বা ডাটা সাশ্রয়ী হবে।●
ডাউনলোড করে ইন্সটল করুন।দেখবেন কোন রিপ্লেস ওয়ার্নিং ছাড়াই ইন্সটল হবে! যদিও দুইটাই ইমো।এবার অপেন করে অন্য আরেকটি সিমের নম্বর দিয়ে এটায় ও একইভাবে রেজিস্ট্রেশন করুন।!!! এবং একটি ফোনেই দুটি ইমো অ্যাকাউন্ট সচল রাখুন আর মজার লেভেল কে কয়েকগুণ বাড়িয়ে নিন।!
.
আজ এ পর্যন্তই,পরবর্তীতে নতুন কোন অ্যাপ বা টিপ্স নিয়ে হাজির হবো।সে পর্যন্ত সবাই ভাল থাকুন,সুস্থ থাকুন আর থাকুন আমাদের সাথে।
ধন্যবাদ সবাইকে।
আমি আশিকুর রহমান খান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 78 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুব সাধারণ একজন মানুষ।আমি ছাত্র তাই নতুন ভাল কিছু শেখার প্রতি খুব ই ঝোঁক।নিজে যা জানি তা অন্যদের মাঝে শেয়ার করার মাঝে অবর্ণনীয় সুখ পাই।
আমি ইমু আর ইমু বিটা দুইটা চালাইতাছি।
আপনি কি এই দুইটা এপ এর কথা বলেছেন??
নাকি অন্য এপ???
বিস্তারিত বলার দরকার ছিল……..!!!
জানাবেন????