ডাউনলোড করুন 10$ মুল্যের মাত্র ১২Mb এর একটি অসাধারন হেলিকপ্টার Action গেম “Air strike 3D 2” (গেম পাগলাদের জন্য)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেম আমরা কম বেশি সবাই খেলি,অনেকের হয়তো সময়ের কারনে বেশি খেলা হয়না।কিছুদিন আগে একটা জরিপ হয়েছিল যে যারা সপ্তাহে ২০ঘন্টা বা তার বেশি গেম খেলে তারা গেম এডিক্টেড।বিশ্বাস করবেন কিনা জানিনা যে আমার নিজের প্রতি দিন গেম খেলা হয় ৫-৬ঘন্টার উপর,তাহলে আমার অবস্থা কোন পর্যায়ের? ইদানিংকার বাজারে আসা গেম গুলো খেলতে পারছি না পিসির লো কনফিগারেশনের কারনে।যাই হোক আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দেব এমন একটি গেম এর সাথে যেটির সাইজ অত্যান্ত ছোট কিন্তু কাজে নয়।যারা সময়ের অভাবে পারতপক্ষে গেম খেলেনই না মুলত তাদের জন্যই আমার আজকের এই আয়োজন।অত্যান্ত চমৎকার গ্রাফিক্স এবং সাউন্ড সিস্টেম এর এই গেমটির নাম Air Strike 3D 2,আমি বাজি নিয়ে বলতে পারি যে গেমটি খেললে আপনার মনে হবেনা যে আপনি 12মেগাবাইটের কোন গেম খেলছেন।আমি গেরান্টি দিতে পারি যে একবার এই গেম নিয়ে বসলে উঠতে ইচ্ছা করবে না,যারা সময়ের কারনে বা জটিল কন্ট্রল সিস্টেম এর কারনে বাজারের বিভিন্য লম্বা গেম গুলো খেলতে পারেন না বা খেলতে ইচ্ছে করেনা তাদের খুব ভাল লাগবে.প্রতিদিন অল্প অল্প করে খেললে অনেক দিন খেলতে পারবেন।চলুন দেখি কিছু স্ক্রীনশট,একটু বেশি বেশি করে দিচ্ছি কারন এইসব গেমসের টিউনে যত বেশি স্ক্রীনশট দেখবেন তত বেশি খেলার ইচ্ছা জাগবে।তাই পেজ লোড হতে একটু টাইম লাগতে পারে,প্লীজ মাইন্ড কইরেন না,

১. গেমটির ওয়েলকাম স্ক্রীন এটি।

২. খেলতে হবে এইসব ভয়ংকর দর্শন সব হেলিকপ্টার নিয়ে,তবে এত গুলো হেলিকপ্টার  প্রথমেই পাবেন না।যত লেভেল বাড়বে আস্তে আস্তে বিভিন্য হেলিকপ্টার আনলক হবে।

৩. এই মামা হচ্ছে আপনি অর্থাৎ গেম এর নায়ক।

চলুন দেখি কি কি অস্তর সস্তর আছে এই গেম এ

৪.ওরে বাবা বিদ্যুতের ঝলক আসে কোথা থেকে? ভয় নাই এটা আপনার অস্ত্র।

৫.দুরে গিয়া মর,এই হল আপনার লেজার ওয়েভ ওয়েপন।

৬.আপনার গ্রাউন্ড রকেট,শত্রুকে খুজে খুজে আঘাত করবে

৭.আগুন দিয়া জালায়া পোরায়া শত্রুপক্ষের সব ছাড়খাড় করে দিন।

৮.এই তারাবাত্তি গুলান কিন্তু খুব কাজের।

৯.আরিব্বাস এ দেখি আগুনের গোল্লা। কোপাআআআ সামসু।

১০.স্ট্রেট লেজার লাইট গেমস এর সবচে শক্তিশালী ওয়েপন। গেল সব প্রাইমারি ওয়েপন, তবে দুংখের কথা এত সব ওয়েপন আপনি একবারে পাবেন না।সব খেলে খেলে আনলক করতে হবে।

এবার আসুন সেকেন্ডারী ওয়েপনের ক্ষেত্রে

১১. ডাবল রকেট দিয়ে শত্রুপক্ষের কোমর গুরা করে দিতে পারবেন।আরো আছে তবে এইটাই সবচে ভাল। হিট সেন্সর আছে,গুল্লি মিস বাট এই রকেট মিস হবে না।

এবার আসি 3rd ওয়েপন এর ক্ষেত্রে

১২.যখন দেখবেন শত্রু আপনারে মাইনকার চিপায় ফেলসে,বের হতে পারছেন না, তখন ছাড়বেন আপনার ব্রহ্মাস্ত্র , 3rd ওয়েপন। বিভিন্ন 3rd ওয়েপন আছে।তবে আমি সর্বোচ্চটার ছবি দিলাম।এইটা নিউক্লিয়ার বম্ব। ৩সেকেন্ডে সব শত্রু খালাস।

দেখি আরো কয়েকটি একশন দৃশ্য

বস মামা হীন একশন গেম ভাবাই যায়না। চলুন দেখি  ২টা বস।

১৩. গেমটিতে মোট লেভেল আছে ১৮টি,বস আছে ৪টির মত।

তো ঝটপট ডাউনলোড করে নিন এই চমৎকার এই গেমটি।

ক্র্যাক ফাইলটি  ডাউনলোড করে নিন নিচের লিঙ্ক থেকে,তারপর extract করে জাস্ট পেস্ট করে দিন ইন্সটলেশন ফোল্ডারে।

সময় নিয়ে টিউনটি, গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।

ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।

আকাশ

আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন

Level 0

আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডাউনলোড দিয়া তারপর মন্তব্য করতেছি।
জটিল একটা গেম। সাথে তোমার টিউনটাও 😛

আসলেই গেইমটি খুভ সুন্দর। ধন্যবাদ আপনাকে এই সুন্দর গেইমটি শেয়ার করার জন্য।

    অনেক ধন্যবাদ হাবীবুল্লাহ ভাই,কাজ হল কিনা জানাবেন।

ক্র্যাক ফাইল টি ডাউনলোড করতে পারলাম না। আপনার কাছ থেকে সরাসরি পাওয়া যেতে পারে কি?

    আমি মিডিয়া ফায়ারের ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি,কাজ হয় কিনা বলবেন।

    http://www.mediafire.com/?mb4jndlbcvobdc1

প্রথমে ধন্যবাদ গেমটি শেয়ার করার জন্য। কিন্তু গেমটি খেলার সময় স্ক্রিনে একটি মেসেজ আসে not optimum mode ,Recomended Mode 1280*1024 60hz এর সমাধান কি বলবেন।

    ক্র্যাক এ সমস্যা ছিল,লিঙ্ক ঠিক করে দিয়েছি।নিচের লিঙ্ক ক্র্যাক থাকে নামিয়ে নিন এবং সবগুলো ফাইল ইন্সটলেশন ফোল্ডার এ পেস্ট করুন।

    http://www.mediafire.com/?mb4jndlbcvobdc1

ভাই জটিল একটা গেম আমি আগে খেলছিলাম তবে আপনার টা একবার খেলবো. দেখি কি রকম..লাগে ..
ধন্যবাদ শেয়ার করার জন্য..

ধনবাদ। “Air strike 3D″ গেমটা আমার কাছে অবশ্য এই ২নং ভারসনটা [Air strike 3D 2] আমার কাছে নেই। প্রিয়তে রেখে দিলাম। সময় সুযোগ পেলে ডাউনলোড করে নেব। আবারো ধন্যবাদ।

    ধন্যবাদ রহিম ভাই

Level 0

Bhaia,install kore crack korar process ta details a jodi ektu bolten.Aami full version korte paarchi na.

    ক্র্যাক ফাইল গুলো একটা জিপ ফোল্ডার এ দেয়া আছে।প্রথমে ectract করুন।তারপর ফাইল গুলো কপি করুন।তারপর যে ফোল্ডার এ গেমটি ইন্সটল দিয়েছেন,সেই ফোল্ডার এ আপনার কপিকৃত ক্র্যাক ফাইল গূলো পেস্ট করে দিন। ক্র্যাক ফাইল গুলো নামাতে নিচের লিঙ্কে ক্লিক করুন।প্রথমে সমস্যা ছিল,আমি ঠিক করে দিয়েছি।

    http://www.mediafire.com/?mb4jndlbcvobdc1

প্রথমে আপনাকে ধল্যবাদ। গেমের লিংটা ডাউন লোড করতে পারছিনা।

আমি ক্রাক করার পরে আর খেলতে পারলাম না । দেখায় Stop Working। ক্রাক করার আগে ঠিক থাকে।

    আপনি সম্ভবত ডেমো লেখা .exe ফাইলটি রান করিয়েছিলেন। ক্র্যাক করার পর আপনি শুধু মাত্র “AirStrike3D II.exe” ফাইলটি রান করাবেন।আসা করি সমস্যার সমাধান হয়ে যাবে।ধন্যবাদ।কাজ হলে জানাবেন।

    আপনি একটু কনফার্ম করবেন যে এটা সেভেন-এ খেলা যাবে কিনা? আপনি যে ভাবে বলছেন আমি ঠিক সে ভাবেই চালু করার চেষ্টা করেছি কিন্তু কোন কাজ হয়নাই। আমার মনে হয় 7 এ খেলা যাবেনা।

    ভাই আমি 7 ইউজ করি না। তাই বলতে পারছি না।

ভাই কেমনে খেলে। মানে কি-বোর্ডের শটকাট জানাইলে ভালো হইতো।

    Option এ গিয়ে “configure control” এ ক্লিক করুন।এবং পছন্দমত শর্টকাট করে নিন।
    সম্ভবত বাই ডিফল্ট ভাবে,
    left ctrl এ প্রাইমারি ওয়েপন এবং z দ্বারা ওয়েপন পালটায়।
    left shift এ রকেট ওয়েপন এবং x দ্বারা পালটায়।
    Space bar দ্বারা 3rd ওয়েপন এবং c দ্বারা পালটায়।

    ধন্যবাদ।

cheat code থাকলে দেন তো , চিটিং কইরা খেলতে ভাল্লাগে,নিজেরে হিরো হিরো লাগে।

    সরি ভাই জানা নাই। গুগলে দেখতে পারেন। চিটিং কইরা খেলা তো আসল খেলা না।যাই হোক আপনার গেমিং শুভ হোক।

Level 0

ভাই গেমটি সম্পূর্ণ ফ্রি তে ডাউনলোড দেয়া গেলে ভাল হত । ।।।.

    এটা তো সম্পুর্ন ফ্রী,টাকা পয়সা চাইছে কে?

ভাইয়া এটির ফুল ভার্স্অন খেলতে কি গ্রাফিক্স কার্ড লাগে? আমার গ্রাফিক্স কার্ড নেই। ক্র্যাক করার আগে খেলা যায় কিন্তু ক্র্যক এর পর খেলা যায় না start এ ক্লিক করার পর লোডিং এর শেষে error message আসে

    লাগার কথা না। ক্র্যাক ফাইল গুলো একটা জিপ ফোল্ডার এ দেয়া আছে।প্রথমে ectract করুন।তারপর ফাইল গুলো কপি করুন।তারপর যে ফোল্ডার এ গেমটি ইন্সটল দিয়েছেন,সেই ফোল্ডার এ আপনার কপিকৃত ক্র্যাক ফাইল গূলো পেস্ট করে দিন। আপনি সম্ভবত ডেমো লেখা .exe ফাইলটি রান করিয়েছিলেন। ক্র্যাক করার পর আপনি শুধু মাত্র “AirStrike3D II.exe” ফাইলটি রান করাবেন।আসা করি সমস্যার সমাধান হয়ে যাবে।ধন্যবাদ।কাজ হলে জানাবেন।

ভাই আপনার tune অনেক ভালো লাগলো। But দুঃখের বিষয় এই যে, আপনার CRACK টা কাজ করে না ।

না ভাইয়া, দুই দুইটা ক্র্যাক ফাইল ডাউনলোড করার পরো গেম চালু হচ্ছে না 🙁 🙁 গেম টা বেশি জোশ…আপনি একটু কষ্ট করে যদি ফুল ভার্সন ডাউনলোড লিঙ্ক দেন, অনেক উপকার হইত । ভাল থাকবেন…

Level 0

ভাই আসলেই ক্র্যাকটা কাজ করে না। নিজে ক্র্যাকটা use কইরা then link দেন। :S

Level 0

ভাইয়া ক্র্যাক টা তো কাজে আসছে না । আমাকে আবার লিঙ্ক টা একটু দেন প্লিজ ।

Invalid or Deleted File.

The key you provided for file download was invalid. This is usually caused because the file is no longer stored on Mediafire. This occurs when the file is removed by the originating user or Mediafire.

If you believe you have reached this page in error, please contact support.
Click here to view our help resources

crack Invalid or Deleted File dekhacche..
notun kono link den.
ziddu te dite paren , ora file delete kore na.