গেম আমরা কম বেশি সবাই খেলি,অনেকের হয়তো সময়ের কারনে বেশি খেলা হয়না।কিছুদিন আগে একটা জরিপ হয়েছিল যে যারা সপ্তাহে ২০ঘন্টা বা তার বেশি গেম খেলে তারা গেম এডিক্টেড।বিশ্বাস করবেন কিনা জানিনা যে আমার নিজের প্রতি দিন গেম খেলা হয় ৫-৬ঘন্টার উপর,তাহলে আমার অবস্থা কোন পর্যায়ের? ইদানিংকার বাজারে আসা গেম গুলো খেলতে পারছি না পিসির লো কনফিগারেশনের কারনে।যাই হোক আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দেব এমন একটি গেম এর সাথে যেটির সাইজ অত্যান্ত ছোট কিন্তু কাজে নয়।যারা সময়ের অভাবে পারতপক্ষে গেম খেলেনই না মুলত তাদের জন্যই আমার আজকের এই আয়োজন।অত্যান্ত চমৎকার গ্রাফিক্স এবং সাউন্ড সিস্টেম এর এই গেমটির নাম Air Strike 3D 2,আমি বাজি নিয়ে বলতে পারি যে গেমটি খেললে আপনার মনে হবেনা যে আপনি 12মেগাবাইটের কোন গেম খেলছেন।আমি গেরান্টি দিতে পারি যে একবার এই গেম নিয়ে বসলে উঠতে ইচ্ছা করবে না,যারা সময়ের কারনে বা জটিল কন্ট্রল সিস্টেম এর কারনে বাজারের বিভিন্য লম্বা গেম গুলো খেলতে পারেন না বা খেলতে ইচ্ছে করেনা তাদের খুব ভাল লাগবে.প্রতিদিন অল্প অল্প করে খেললে অনেক দিন খেলতে পারবেন।চলুন দেখি কিছু স্ক্রীনশট,একটু বেশি বেশি করে দিচ্ছি কারন এইসব গেমসের টিউনে যত বেশি স্ক্রীনশট দেখবেন তত বেশি খেলার ইচ্ছা জাগবে।তাই পেজ লোড হতে একটু টাইম লাগতে পারে,প্লীজ মাইন্ড কইরেন না,
১. গেমটির ওয়েলকাম স্ক্রীন এটি।
২. খেলতে হবে এইসব ভয়ংকর দর্শন সব হেলিকপ্টার নিয়ে,তবে এত গুলো হেলিকপ্টার প্রথমেই পাবেন না।যত লেভেল বাড়বে আস্তে আস্তে বিভিন্য হেলিকপ্টার আনলক হবে।
৩. এই মামা হচ্ছে আপনি অর্থাৎ গেম এর নায়ক।
৪.ওরে বাবা বিদ্যুতের ঝলক আসে কোথা থেকে? ভয় নাই এটা আপনার অস্ত্র।
৫.দুরে গিয়া মর,এই হল আপনার লেজার ওয়েভ ওয়েপন।
৬.আপনার গ্রাউন্ড রকেট,শত্রুকে খুজে খুজে আঘাত করবে
৭.আগুন দিয়া জালায়া পোরায়া শত্রুপক্ষের সব ছাড়খাড় করে দিন।
৮.এই তারাবাত্তি গুলান কিন্তু খুব কাজের।
৯.আরিব্বাস এ দেখি আগুনের গোল্লা। কোপাআআআ সামসু।
১০.স্ট্রেট লেজার লাইট গেমস এর সবচে শক্তিশালী ওয়েপন। গেল সব প্রাইমারি ওয়েপন, তবে দুংখের কথা এত সব ওয়েপন আপনি একবারে পাবেন না।সব খেলে খেলে আনলক করতে হবে।
১১. ডাবল রকেট দিয়ে শত্রুপক্ষের কোমর গুরা করে দিতে পারবেন।আরো আছে তবে এইটাই সবচে ভাল। হিট সেন্সর আছে,গুল্লি মিস বাট এই রকেট মিস হবে না।
১২.যখন দেখবেন শত্রু আপনারে মাইনকার চিপায় ফেলসে,বের হতে পারছেন না, তখন ছাড়বেন আপনার ব্রহ্মাস্ত্র , 3rd ওয়েপন। বিভিন্ন 3rd ওয়েপন আছে।তবে আমি সর্বোচ্চটার ছবি দিলাম।এইটা নিউক্লিয়ার বম্ব। ৩সেকেন্ডে সব শত্রু খালাস।
১৩. গেমটিতে মোট লেভেল আছে ১৮টি,বস আছে ৪টির মত।
তো ঝটপট ডাউনলোড করে নিন এই চমৎকার এই গেমটি।
ক্র্যাক ফাইলটি ডাউনলোড করে নিন নিচের লিঙ্ক থেকে,তারপর extract করে জাস্ট পেস্ট করে দিন ইন্সটলেশন ফোল্ডারে।
সময় নিয়ে টিউনটি, গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।
ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।
আকাশ
আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন
আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ডাউনলোড দিয়া তারপর মন্তব্য করতেছি।
জটিল একটা গেম। সাথে তোমার টিউনটাও 😛