ছোট গেমস মজা বেশি: থ্রিডি টেনিস(এন্ড্রয়েড)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আসসালামু আলাইকুম। সবাই যখন ২-৩ জিবি সাইজ দেখলে আরামসে ডাউনলোড বাটন  চাপে সেখানে আমার মত লিমিটেড ইউজারদের ৫০ এমবির উপরে মানেই ডাউনলোড নিষেধ। তাই ছোটখাট গেমগুলোই ভরসা। আর তাই নেটে ৩০ এমবির নিচের গেমগুলোই আমি খুজেঁ বেড়াই। আর তেমনি একটি গেম হলো থ্রিডি টেনিস। এটা একটা এন্ড্রয়েড গেম। সাইজ মাত্র ১৩ মেগাবাইট! সাইজের তুলনায় গ্রাফিক্স বেশ ভালো। বিভিন্ন টুর্নামেন্ট আর ম্যাচ খেলা যাবে। টূর্নামেন্টের জন্য এন্ট্রি ফি প্রয়োজন হবে। চ্যাম্পিয়ন হলে প্রাইস পাবেন। আর ম্যাচ জিতলে পাবেন ২০০০ টাকা/ডলার।

  3D Tennis- screenshot
  3D Tennis- screenshot   3D Tennis- screenshot   3D Tennis- screenshot
সাইজের তুলনায় গেমটি অসাধারণ তা বলার অপেক্ষা রাখে না। এই গেমের ফিচারগুলো হলো-
১. থ্রিডি ফিজিক্স মেনে চলা হয়েছে।
২. সুন্দর সাউন্ড সিস্টেম।
৩. কুইক প্লে মোড।
৪. ওয়ার্ল্ড টুর মোড।
৫. সুন্দর গেম প্লে।
তো গুগল প্লে লিংক: https://play.google.com/store/apps/details?id=com.cg.tennis
পিসি থেকে ডাউনলোড: http://apps.evozi.com/apk-downloader/?id=com.cg.tennis
সমস্যা আর সমস্যা, প্যাঁচাল ছাড়া জীবন হয় না। ২০০ ওয়ার্ড একটা বিশাল প্রবলেম। এক কাজ করি। ছোটবেলার দুইটা লাইন বলি-
Early to bed and early to rise,
Makes a man healthy, wealthy and wise.
তাও হইলো না। আচ্ছা একটা গেমের লিংক দিয়ে দিই, খেলেন, গেমটার নাম খেলার মাথা টেনিস(স্পোর্টস হেড টেনিস)-
আশা করি আবার হাজির হবো নতুন গেম বা অন্য কিছু নিয়ে। আজ বিদায়।
আমি আছি ফেসবুকে: https://www.facebook.com/iamtahmidhasan
তো সময় পেলে একটু ঘুরে আসবেন: গ্রিন রেঞ্জারস+

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস