ডন ব্র্যাডম্যান ক্রিকেট ইননোসেন্ট এডিশন ভার্শন ৫ প্যাচ

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আসসালামু আলাইকুম।এখানে ডন ব্র্যাডম্যান ক্রিকেট সম্বন্ধে আগে জেনে নিতে পারেন।

এই গেমকে মডিফাই করা ক্রিকেট ২০০৭ এর চেয়ে কঠিন হওয়ায় অনলাইনে যে প্যাচগুলো পাওয়া যায় সেগুলোতে শুধু মূলত আপডেট টিমই আছে। তবে আমি যে প্যাচটার কথা বলছি তাতে আপনি পুরো নতুন স্বাদ পাবেন। ইতোমধ্যেই প্রায় ৩০০০০ বার এটা ডাউনলোড হয়েছে। ডাটা ফাইল হোস্টের লিংক থেকেই ১০৮২৮ বার। আরও বড় কথা হচ্ছে এডিটর একজন বাংলাদেশী। আর তিনিই প্রথম এই গেমের টেক্সচার এডিট করেছেন।

দেখে নিন এই ভার্সনে কি কি আছে।

1. আইপিএল এর সকল টিম, স্পন্সর এবং লোগো

2. ম্যাক ওয়াইস খালিদের সাহায্য নিয়ে তৈরি নতুন ইন্টারফেস

3. সৌরভ চোপড়ার পক্ষ থেকে রঞ্জি ট্রফির ১৩ দল ও আইপিএল স্কোয়াড

4. EspnCricinfo হতে রঞ্জি ট্রফির ১৪ টিমসহ ২৭ টিমের স্কোয়াড

5. নতুন মাঠের, বাউন্ডারি রোপের স্পন্সর

6. ৫০ জনের বেশি আম্পায়াড়

7. বাংলাদেশ জাতীয় লীগ

8. বাংলাদেশ ক্রিকেট লীগ

9. আসল আন্তর্জাতিক দলের স্কোয়াড

10. জনপ্রিয় খেলোয়াড়দের মুখ আপডেট করা হয়েছে।

11. পাকিস্থান জাতীয় লীগ

12. আসল স্টাম্প

13. নতান ব্যাট

14. বিপিএলের সব টিমের আসল লোগো

15. ২২ ক্যাটাগরীতে ২০০এর বেশি দল এবং ৩৫০০ এর বেশি খেলোয়াড়

16. আন্তর্জাতিক 'এ' দল এবং অনুর্ধ ১৯ দলসমূহ

তো একটা ভিডিও দেখে নিন: এখানে যান

ডাউনলোড লিংকসমূহ:

DataFileHost: http://www.datafilehost.com/d/d588632a

Zippyshare: http://www26.zippyshare.com/v/HBCDeYY...

Userscloud: http://userscloud.com/ewrez8abhk22

আগের ভার্সনগুলোর ফিচারও এতে পাবেন।

১. বিগ ব্যাস ২০১৫

২. ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট

৩. নতুন কম্পিটিশন

৪. নতুন ব্যাট

৫. আসল জার্সিসহ বিশ্বকাপ টিম৬. লাইনআপ আপডেটেড

৭. টিউমেন্ট্রিতে সঠিক খেলোয়াড়ের নাম।
৮.IPL BPL CPL SLPL Bigbash NAt West T20

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 3

লোভনীয় গেম।
কিন্তু ডাউনলোড লিঙ্ক কাজ করছে না।
যিপ্পির টা তো একেবারেই কাজ করে না।
আর http://www.datafilehost.com/d/d588632a এই লিঙ্ক লোডিং করতে করতে অবস্থা কাহিল।

সমাধান দিবেন কি স্যার ?

হুমম, জিপিশেয়ার কাজ করছে না। তবে ডেটা ফাইল হোস্ট তো ঠিকই আছে। আরেকবার চেষ্টা করেন। এই লিংকগুলো এডিটরের আপলোড করা।
আর একটা কথা, আপনাকে আগে ডন ব্র্যাডম্যান ক্রিকেট সংগ্রহ করতে হবে। বাজার থেকে সিডি কিনতে হবে অথবা ডাউনলোড করতে হবে। কিন্তু মূল গেমের কোন বিশ্বস্ত লিংক আমার কাছে নেই।

বাহ, ভালোই তো। আমি লিখি কমেন্ট্রি(ধারাভাষ্য) আর টেবটিউনস রিডাইরেক্ট করে ফেলে টিউমেন্ট্রি(মন্তব্য)