ডিয়ার ক্যান্ডি ক্রাশার, কেমন চলছে আপনাদের ক্যান্ডি ক্রাশ ? মনে হয় ভালোই চলছে 😉
যাই হোক, কথা না বাড়িয়ে আসল কথায় আসি।
আমি জানিনা, এপিসোড আনলক করতে কে কি ব্যবহার করছেন বা কে কিভাবে আনলক করছেন। তবে আমি আজকে আপনাদেরকে একটা ট্রিক্স শেখাবো। যার মাধ্যমে আপনার ৩ দিন অপেক্ষা করতে হবেনা, আবার কোন বন্ধুকেও রিকুয়েস্ট করতে হবেনা। 🙂
এপিসোড আনলক করবেন গোল্ড বার দিয়েই, কিন্তু কোন গোল্ড বার খরচ হবেনা আপনার। চলুন তাহলে, শুরু করা যাক !!
তবে শুরু করার আগে অবশ্যই জয়েন করুন- "ক্যান্ডি ক্রাশ কমিউনিটি (বাংলাদেশ)" গ্রুপে। 🙂
১. আপনার ডাটা কানেকশন অন করে ক্যান্ডি ক্রাশ অন করুন। লকড এপিসোডে ক্লিক করুন।
২. আনলক নাও তে ক্লিক করুন।
৩. গুগল প্লে তে কানেক্ট হয়ে ৩ নং চিত্র আসা পর্যন্ত অপেক্ষা করুন।
৪. এবার আপনার ডাটা কানেকশন অফ করে দিন। এরপর ৯ টা গোল্ড বার খরচ করে এপিসোড টা আনলক করে ফেলুন এবং ৪ নং চিত্রটি ভালো করে খেয়াল করুন। 😉
কি দেখা যাচ্ছে ???
ইন্টারনেট কানেকশন নেই, তাই আবার ট্রাই করতে বলছে। কিন্তু এপিসোড ঠিকিই আনলক হয়ে গেছে 😉 😎 😎
৫. এবারে ৫ ও ৬ নং চিত্র দুটি খেয়াল করুন।
৫ নং চিত্র এপিসোড আনলক করার আগের চিত্র। এবং ৬ নং এপিসোড আনলক করার পরের চিত্র। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার গোল্ড অক্ষত রয়ে গেছে 😉 😈 😈
এবারে আপনার পালা। চেষ্টা করে দেখুন। আপনিও পারবেন। এরপর আপনি বলতে বাধ্য হবেন- "ধুর, ৩ দিন ওয়েট করে কে ?? আর ফ্রেন্ডদের হাতে পায়েই বা আর ধরে কে !!" 😀 😀
কারো কোন সমস্যা হলে অবশ্যই আমাকে নক করবেন। অবশ্যই সেটা ফেসবুকে। 😉
আর অবশ্যই অবশ্যই জয়েন করবেন "ক্যান্ডি ক্রাশ কমিউনিটি (বাংলাদেশ)" গ্রুপে।
যাই হোক, ভালো থাকবেন সবাই। দেখা হবে নেক্সট টিউনে। ততদিনে আরামসে খেলতে থাকুন।
ধন্যবাদ সবাইকে। 🙂
আমি মধ্যরাতের ট্রেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এত কষ্ট করার কি দরকার। টাইম আসলে
সেটিং এ গিয়ে ডেইট ২দিন কিংবা ৩দিন বারিয়ে দিন। তারপর একটা এপিসোড খেলার পর ডেইট আগের মত করে দিন হয়ে যাবে