সবার জন্য উন্মুক্ত করলামঃ মোস্তফা গেম 20 গান ভার্সনটি

ছোটবেলায় গলির মোড়ে মোড়ে মোস্তফা নামের গেমটি  (Cadillacs and Dinosaurs)

খেলেননি এমন কাউকে পাওয়া দায়। গেমটির নাম শুনলে অনেকেই নস্টালজিক হয়ে গড়েন। অনেকের পিসিতে আজো শোভা পায় গেমটি। তবে অনেকেই একটা পার্থক্য অনুভব করেন পিসিতে খেলতে গিয়ে। গেমের দোকানগুলোর 20 গান, প্লেয়ার চেন্জ সুবিধা, ঝিলিকসহ অনেক সুবিধাই পাওয়া যায়না।

অনেকেই নেটে খোঁজা খুঁজি করেন 20 গান ভার্সনটি পেতে। তবে  Cadillacs and Dinosaurs 98 Turbo ভার্সনটি বাণিজ্যিক হওয়ায় কোথাও সহজে পওয়া যায় না। রোমটি শুধুমাত্র কয়েকজনের পিসিতে রয়েছে। যাদের রয়েছে তারা আবার শেয়ার করতে চাননা।

ঈদের শুভেচ্ছার সাথে সাথে আমি গেমটি সবার জন্য উন্মুক্ত করে দিলাম। মেতে উঠুন পুরোনো স্মৃতির সাথে মোস্তফা গেমের আনন্দে। হ্যাপি গেমিং।

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আরে এই ভার্সনটাই তো খুজছিলাম। আগেরটা অনেক আগে থেকেই আছে। কিন্তু এটা ছিল না। আপনাকে অনেক ধন্যবাদ।

    You’r most welcome

    ভাই আমিতো গেম ডাউনলোড করলাম কিন্তু গেম চালাইতে পারসি না কারোন কি

    ভাই আমিতো গেম ডাউনলোড করলাম কিন্তু গেম চালাইতে পারসি না কারোন কি?

ভাই অনেক ধন্যবাদ,আমি এত দিন এটিই খুজছিলাম

    শেষ পর্যন্ত খুজে পাবার জন্য অভিনন্দন!!

স্বাগতম! এরকম অনেক এক্সক্রুসিভ ও সিক্রেট সফটওয়্যার/গেম ওপেন করতে যাচ্ছি শীঘ্রই। চোখ রাখুন।

    ভাই কয়েন নিতে পারছি না,কোন বাটন দিয়ে নেয়?

    Game চলাকালে Tab চেপে Input থেকে বাটনগুলো ঠিক করে নিন।

আপনাকে অনেক ধন্যবাদ।

এটা তো দেখছি অন্যরকম ইমিউলেটর দিয়ে খেলতে হয়। কিভাবে খেলব একটু ডিটেইল বলেন।

    ডিটেইলস জানতে শামীম রাহমান ভাইয়ের “সবার জন্য গেমস (একসময় যে গুলো আমরা গেমস এর দোকানে গিয়ে খেলতাম)” টিউনসটি দেখুন এখানে https://www.techtunes.io/games/tune-id/40442/#comment-109094

তানজিল ভাই 🙂 , আপনি আমাকে পুরা নাভার্স নাইনটিতে আউন করে দিলেন। এই গেমটি ভিডিও গেমের দোকান খেলার জন্য কত মাউড় খাইছি তার হিসাব নাই। এমন কি একদিন আমা স্যার হাতে নাতে আমাকে ধরে ফেলে গেমের দোকানে, দুইচারটা চড়-থাপ্পারও দিয়ে দেন। 🙁
কিন্তু আজও গেমটি খেলছি। ৫/৭ বার পুরা গেম ওভার করার পরও ছাড়তে পারিনাই। অনেক অনেক ধন্যবাদ ভাই। সত্যি অনেক সুন্দর ঈদের গিফট দিলেন। 🙂

অনেক ধন্যবাদ তানজিল ভাই। আগের কথা মনে করিয়ে দিলেন, বিশেষ করে এই ভার্শনটি। পিসিত জন্য কখনোই এই ভার্শনটি খুজে পাইনি।

    আমি 1 মাস খোজার পর পেয়েছিলাম

ভাল গেইম আমি মোস্তফা ৫ বছর খেকে খেলি …………………………………….
১ লাইফ-২ টাকা করে ক্লাস ৯ পযন্ত খেলছি পরে ১ টাকা………………………. এখন আর খেলি না………………. সময় পাই না
ডাউনলোড করলাম
ধন্যবাদ

ঐ বয়সে আমার কাছে দুনিয়ার সবচেয়ে নিষিদ্ব জায়গার নাম ছিল পাড়ার ভিডিও গেমের দোকান গুলো।
“এই গেমটি ভিডিও গেমের দোকান খেলার জন্য কত মাউড় খাইছি তার হিসাব নাই। এমন কি একদিন আমা স্যার হাতে নাতে আমাকে ধরে ফেলে গেমের দোকানে, দুইচারটা চড়-থাপ্পারও দিয়ে দেন। 🙁
কিন্তু আজও গেমটি খেলছি। ৫/৭ বার পুরা গেম ওভার করার পরও ছাড়তে পারিনাই। অনেক অনেক ধন্যবাদ ভাই। সত্যি অনেক সুন্দর ঈদের গিফট দিলেন। 🙂 ”
পুরা সহমত শাওন ভাইয়ের সাথে।

    সবারই অনেক স্মৃতি জড়িত আছে এই গেমের সাথে

অনেক অনেক ধন্যবাদ ।

নাইস …. ঈদের গিফট টা ভালোই 😀

    হ্যাপি ঈদ উইথ হ্যাপি গেমিং

thanks brother……

জীবনে কয়েন খেলেছি কম , ৩০ টাকা দিয়ে পুরা গেম ওভার খেলেছি বেশি। আনলিমিটেড কয়েন , পুরা গেম ওভার পর্যন্ত।
মোস্তফার সাথে আবেগ জড়িয়ে আছে। সাইকেলের সামনে একজন , পিছনে একজন আর মাঝে আমি, রোজা রেখে দুই কিলোমিটার দুরে গিয়ে গেম খেলে আসার এক্সপেরিয়েন্স আছে।

ভালো টিউন।

আহ ,,,,১০ বছর আগের কথা মনে করাইয়া দিলেন ,,,,,,,!! সেই স্কুল পালানো দিন গুলা ,,,,,,!!

    হা হা.. অনেক অতীত স্মৃতি উইথ মোস্তফা..

Level 2

boss পুরো ছেলে বেলা মনে করিয়ে দিলেন !
ধন্যবাদ ভাই আপনাকে !

Level 0

বস আপনার কা্েছ Warriors of Fate এর তলয়ার সব সময় থােক এই রম টা িদযেন.দারুন হই েছ.

    মাসুদ ভাই, আপনার জন্য আপলোড দিলাম Warriors of Fate হ্যাকড ভার্সন।

    [URL=http://www.4shared.com/file/7n03g5_l/wofh.html]wofh.zip[/URL]

    অন্য কোন হ্যাকড গেম ভার্সন লাগলে বলবেন, চেষ্টা করবো।

    দুঃখিত ভাই, আপনি এই ফাইলটি ডাউনলোড করে নিন। http://www.4shared.com/file/XLwAJHit/wofhfh.html

    অন্যান্য আরো গেম যা এই ইমুলেটর দিয়ে চলে তা এখান থেকে ডাউনলোড করতে পারেন।

    https://www.techtunes.io/games/tune-id/40442/

    শামীম রাহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ।

দারুণ একটা গেইম উপহার। যা অনেকেরই অতীত সুখ অনুভুতিতির মেৌচাকে ঢিল দিলেন ভাই। ঈদ মোবারক আপনাকে।

    আরে বাহহহহহ এটাতো বারি মজা জিনিস দুই জনে খেলা যায়..আমি কিছু কিছু সিখছি.
    দরেন গেম খুলি 9 টিবলে. টে করি আওয়াজ দিবো. 3 টিবলে ১ নাম্বার মানে কিবোর্ডেরে দুই ভাগ করবেন. একভাগ(asdfg)
    আরেক ভাগ (hjkl)
    প্রথম ভাগে A টিবলে ঘুসি. S টিবলে লাফ. R টিবলে উপরে. F টিবলে নিচে G ডাইনে D বামে. আর AS একসাথে ডাবল. দ্বিতীয় ভাগে Ctrl ঘুসি. আর ডাইনে যেমনে বামে তেমনে.
    ভাইরে অনেক কষ্ট করি লিখছি কিছু কইয়েনা..আঁরে.
    আঁয় নতুন ..

    রুবিসা কে ধন্যবাদ, বিশ্লেষণের জন্য।

আপনাকে অনেক ধন্যবাদ ব্রাদার।

তানজিল ভাই। গত কালকে গেইম টা দেখেতো খুভ খুশি হয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো আমি তা প্লে করতে পারছি না। ইনসার্ট কয়েন ম্যাসেজ এসে থাকে তা দুর করতে পারছি না। একটু হেল্প করবেন প্লিজ!

আমি এটা খুঁজতেছিলাম। ধন্যবাদ।

    খুজে পাবার জন্য অভিনন্দন!

বাটন গুলো সেট করতে পারছি না। আপনি বলছেন যে খেলা চলা কালে টেব চাপলে ইনপুট চাপে বাটন সেট করার জন্য এখানে দুটি ইনফুট অপশন আছে প্রথম টা না দ্বিতীয়টা যেটাই চাপি স্ক্রনের নিচে চেনজ করার অপশন আসে তাতে শুধু সাউন্ড ব্রাইটনেস কমানো বাড়ানো যায়। এখন কিভাবে বাটন গুলো সেট করা যায় তার সহজ উপায় বলবেন কি।

    খেলা চলা অবস্থায় ট্যাব বাটন এ চাপ দিন … বাকীগুলো নিজেই বুঝবেন।

    ধন্যবাদ গেমটির জন্য।

    জিতু ভাইয়ের সাথে সহমত।

Level 0

bai rar file ki bave install korbo.please aktu help koren…

    rar file ইন্সটল করা যায় না। Win Rar সফটওয়্যার দিয়ে rar file আনজিপ করুন। ভেতরে .exe ফাইল পাবেন।

Level 0

game ta to load hoy na….

    অবশ্যই লোড হয়। চেষ্ঠা করুন

খব ভাল একটা গেম

অনেক ধন্যবাদ। খুবই সুন্দর উপহার।

অতুলনীয় উপহার!! আমি সত্যিই নষ্টালজিক হয়ে পড়েছি। স্কুল ফাকিঁ দিয়ে মোস্তফা গেম যে কত খেলেছি তা আর বলার অপেক্ষা রাখে না। কেমন জানি মনটা খুব খারাপ হয়ে গেল। তানজিল ভাই আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব বুঝতে পারছিনা! মোস্তফার আরও কোন গেম থাকলে আমাদের সাথে শেয়ার করবেন আশা করি। ঈদের এমন শুভেচ্ছার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন… 🙂

তানজিল ভাই আমি ডাউন করতে পারসিনা মানে adf.ly এর যেই লিঙ্ক দিছেন গেলে শুধু একটা পেজ আসে যেখানে ওদের একটা সাইটের একটা ইমেজ লিঙ্ক আছে শুধু।
কস্ট করে url shorten না করে মিডিয়া ফায়ারেরে লিঙ্কটাই দেন।থ্যাঙ্কস।

    ঠিক করে দিয়েছি। হটাৎ করে এমন হল কেন ব্যাপারটা বুঝলাম না। টেকটিউনস সার্ভার খুব ঝামেলা করছে।

তানজিল ভাই আমি ডাউন করতে পারসিনা মানে adf.ly এর যেই লিঙ্ক দিছেন গেলে শুধু একটা পেজ আসে যেখানে ওদের একটা সাইটের একটা ইমেজ লিঙ্ক আছে শুধু।
কস্ট করে url shorten না করে মিডিয়া ফায়ারেরে লিঙ্কটাই দেন।থ্যাঙ্কস।।

Level 0

Thanks for this tune.

আপনি সট গান ২০-২০

Level 0

ভাই download করেছি৷ কিন্ত খেলতে পারছি এর পর কি করব বিস্তারিত বলবেন please……game ta না খালা থাকতে পারছি না।

Khob valo akta game.ke kora koyan neta hoy plz akto bolan.thank you

ধন্যবাদ আমিও খুজছিলাম।পাইলাম ছোট বেলার স্মৃতি!!!!!!!!!!!!! :p

Level 0

ভাই আপনাকে কি বলে যে ধন্যবাদ দিবো ভেবে পাচ্ছি না কারন এই ভার্সন টা আমি অনেক খুজেছি পাইনি…এখন পেলাম…।অনেক ধন্যবাদ।

Level New

Thanks a lot. I was searching it for a long time. I used to play it in our local market. Wish u best luck.

ANDROID এ 20 গান ভার্সনটি পাবো কি প্লীজ জানাবেন

3 yrs aage paisi…

Vi ati ami android a khelte pari . J chan amake bolen