ছোটবেলায় গলির মোড়ে মোড়ে মোস্তফা নামের গেমটি (Cadillacs and Dinosaurs)
খেলেননি এমন কাউকে পাওয়া দায়। গেমটির নাম শুনলে অনেকেই নস্টালজিক হয়ে গড়েন। অনেকের পিসিতে আজো শোভা পায় গেমটি। তবে অনেকেই একটা পার্থক্য অনুভব করেন পিসিতে খেলতে গিয়ে। গেমের দোকানগুলোর 20 গান, প্লেয়ার চেন্জ সুবিধা, ঝিলিকসহ অনেক সুবিধাই পাওয়া যায়না।
অনেকেই নেটে খোঁজা খুঁজি করেন 20 গান ভার্সনটি পেতে। তবে Cadillacs and Dinosaurs 98 Turbo ভার্সনটি বাণিজ্যিক হওয়ায় কোথাও সহজে পওয়া যায় না। রোমটি শুধুমাত্র কয়েকজনের পিসিতে রয়েছে। যাদের রয়েছে তারা আবার শেয়ার করতে চাননা।
ঈদের শুভেচ্ছার সাথে সাথে আমি গেমটি সবার জন্য উন্মুক্ত করে দিলাম। মেতে উঠুন পুরোনো স্মৃতির সাথে মোস্তফা গেমের আনন্দে। হ্যাপি গেমিং।
আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আরে এই ভার্সনটাই তো খুজছিলাম। আগেরটা অনেক আগে থেকেই আছে। কিন্তু এটা ছিল না। আপনাকে অনেক ধন্যবাদ।