কেমন আছো সবাই? আজকের গেমস জোনের টাইটেল এইরকম কেনো? হুম তা টিউনের শেষের দিকে বিস্তারিত বলবো। কিছুদিন আগে কিছু অরিজিন এবং ইউপ্লে একাউন্ট সফল ভাবে আমি হ্যাক করতে সক্ষম হই। আর এরপরই ভেবেছিলাম অল্প টাকায় এগুলো বিক্রি করে মাসের হাত খরচ টা চালাবো। কিন্তু কিছুদিন ধরে যা ঘটতেছে তাতে আমি এই টিউনটি না করে থাকতে পারলাম না। বাংলাদেশে যে আবা* এ ভরা তা বুঝতে পারলাম।
যাই হোক, যারা অরিজিনাল গেমস খেলো বা যাদের গেমিং কনসোল আছে তারা অবশ্যই জানো যে প্রত্যেকটি অরিজিনাল গেমস এর মূল্য ৮০০ টাকা থেকে সাড়ে পাঁচ হাজার এমন কি ৮ হাজার পর্যন্ত হয়ে থাকে। কিন্তু এখন আমি নিয়ে এলাম কিছু অরিজিনাল গেমস সম্বলিত একাউন্ট!
> প্রথমে তোমাকে অরিজিন এবং Uplay সফটওয়্যার দুটো ডাউনলোড করে ইন্সটল দিতে হবে। অরিজিন এর সাইজ ১৯০ মেগাবাইট আর ইউপ্লের সাইজ ৬০ মেগাবাইট।
ডাউনলোড করে নাও:
অরিজিন: https://www.origin.com/en-in/download
ইউপ্লেঃ https://uplay.ubi.com/#!/en-GB/
> এবার প্রথমে Origin এপপ টা চালু করো। ইউজারনেম এবং পাসওর্য়াড চাবে। এখন শুধুমাত্র নিচের গেমলিষ্ট থেকে তোমার পছন্দ মতো একাউন্টটি বেছে নাও।
> তারপর My games ট্যাবে ক্লিক করো।
> গেম লিষ্ট থেকে তোমার পছন্দসই যেকোনো গেমের উপর ক্লিক করার পর ডাউনলোড বাটনে ক্লিক করে গেমটি ডাউনলোড করে নাও আর খেলা শুরু করে দাও 🙂
বিঃদ্রঃ একাউন্টগুলো কিন্তু মোবাইল নাম্বার এবং সিকুরেটি প্রশ্ন দিয়ে সুরক্ষিত তাই ভুলেও ইউজারনেম এবং পাসওর্য়াড পরিবর্তন করো না।
এবার Uplay এর কিছু গেম নিয়ে যাও। আগের মতোই ইউপ্লে এপপ ওপেন করে ইউজার ইমেইল এবং পাসওর্য়াড দিয়ে গেমসগুলো ডাউনলোড করে খেলো !
আশা করি একাউন্টগুলো সবাই মিলে মিশে খেলবে।
এবার আসি টিউনের টাইটেলের প্রসঙ্গে।
কিছুদিন আগে আমি ফয়েজ নামের এক ব্যক্তির কাছে ২৫০০ টাকায় ফিফা ১৬ গেমটি বিক্রি করার উদ্যোগ নেই। তবে যেমনটি ভেবেছিলাম তেমনটি এবার আর হলো না। আমি যার কাছ থেকে ডিসকাউন্ট নিয়ে অরিজিনাল গেমসগুলো কিনতাম তিনি এবার আমার টাকা টা মেরে দিলেন। আমি পড়ে গেলাম মহা বিপদে। ওই ফয়েজ এর ২৫০০ টাকা সহ আরো কয়েকজন এর টোটাল ২০ হাজার টাকার গেমের অর্ডার দিয়ে ছিলাম। সব গেল!
দিশেহারা হয়ে আমি আমার পেপাল এবং পাওনিয়ার কার্ডের জমানো ডলারগুলো দিয়ে প্রতারনার শিকার মানুষগুলোকে গেম কেনার ব্যবস্থা করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম।
সবই ঠিক ছিলো কিন্তু ওই ফয়েজ এর ফিফা ১৬ গেমটি অর্ডার করার সময় জানতে পারলাম ডেলিভারী মেইল আসতে ৮/৯ দিন লাগবে!! আগে পেমেন্ট করার ৩০ মিনিটের ভিতর key ডেলিভারি মেইল পেয়ে যেতাম।
যাই হোক, এই অত জনের চাপের মধ্যেও আমি জৈনক ফয়েজ ভাই কে বললাম প্রথমে আমাকে ২/১ দিন সময় দিন আমি নতুন গ্লোবার কি এর ব্যবস্থা করছি। ও হ্যাঁ মাঝখানে ওনাকে একটা কি দেই আমি কিন্তু সেটা ইনভেলিড হয়।
কিন্তু এরপরেই শুরু হয় উনার ফোনকল এবং ফেবুকে মেসেজের ঝড়! সইতে না পেরে উনার ফোন নাম্বার এবং ফেবু আইডি ব্লক মেরে দেই। আর ওদিকে তিনি ফেসবুকের বড়সড় একটি বাংলাদেশী গেমিং গ্রুপে আমাকে “বাটপার” আখ্যা দিয়ে কুৎসা রটানো শুরু করেন। ওই গ্রুপে আমার কিছু বিরোধী ছেলে রয়েছে তারা এই জৈনক ফয়েজ এর সাথে তাল মিলানো শুরু করেন। তবে এখানে ফয়েজ এর কোনো দোষ নেই, তবে উনি আমাকে নিয়ে বড্ড বাড়াবাড়ি করে ফেলেছেন।
অবশেষে গতকাল নতুন জনপ্রিয় ইউটিউব চ্যানেল PHS গেমিং এর ফেসবুক পেজে আমাকে এবং আমার কাজিন ইলা হক আর আমার ফেসবুক পেজ নিয়ে একই কুৎসা রটানো শুরু করা হয়। আরো জেনেছি ফেসবুকের জনপ্রিয় পেইজ রেডিওমুন্নার পেজেও নাকি সামনে আমার বিরুদ্ধে টিউন করা হবে।
আমি উনাকে (ফয়েজ) বিস্তারিত সবকিছু বোঝানোর পরেও উনি আমাকে বিশ্বাস করতে পারলেন না এবং ওই যাবতীয় গ্রুপের কিছু সদস্যদের সাহায্য পেয়ে আমাকে মামলা করার হুমকি দিলেন এবং আমার বাড়িতে নাকি পোলাপান নিয়ে হামলা করবেন!
আপানারাই বলুন, ২৫০০ টাকার জন্য এই ধরণের কথা শোনার পর আপনার মাথা ঠিক থাকার কথা? যেজন্যই আজকের টিউনের টাইটেল এই ধরণের দিলাম।
আমাকে বহু আগে ওই গ্রুপ থেকে ব্যান দিয়ে এখন আমার বিরুদ্ধে এই সব রটানোর উচিত হয় নি। আর PHS গেমিং এর এডমিন এর বোঝা উচিৎ ছিলো, আমাকে খুলনায় চিনে না এমন কোনো গেমার নেই, আর আপনারা তো চিনেন ই! আর আমার মাসিক ইনকাম ৩০ / ৩২ হাজার টাকা। তো আমার ওই ফয়েজ ভাই এর ২৫০০ টাকা মেরে দিয়ে কোন কাজ আছে?
সর্বশেষ গতকাল রাত্রে রাগের মাথায় বলে দিলাম, যেহেতু মামলা করবেন এবং আমার রেপুটেশন এর ১২ বাজায় দিচ্ছেন তাহলে মামলাই করুন, আপনার ২৫০০ টাকা আমি কোর্টে গিয়েই দিয়ে আসবো আর সাথে সাথে মানহানির মামলাও করে দিয়ে আসবো!
তবে আমার মূল কথা হচ্ছে, আমি ৫৯ ডলার খরচ করে আবারো ফিফা ১৬ গেমটি অর্ডার দিয়েছে। এখন শুধু কয়েকদিন সময় লাগবে ডেলিভারি পেতে। আমি কি পাওয়া মাত্রই ওই ফয়েজ কে দিয়ে দিবো।
এতগুলো কাহিনির পিছনে রয়েছে সেই হতভাগা ২৫০০ টাকা . . . . .
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
পুরাই অস্থির অবস্থা 😀
যাই হোক ভাই চিন্তা করবেন না, আমরা টেকটিউনস ফ্যামিলির সবাই আপনার পাশে আছি।