গেম আমরা কম বেশি সবাই খেলি,অনেকের হয়তো সময়ের কারনে বেশি খেলা হয়না।কিছুদিন আগে একটা জরিপ হয়েছিল যে যারা সপ্তাহে ২০ঘন্টা বা তার বেশি গেম খেলে তারা গেম এডিক্টেড।বিশ্বাস করবেন কিনা জানিনা যে আমার নিজের প্রতি দিন গেম খেলা হয় ৫-৬ঘন্টার উপর,তাহলে আমার অবস্থা কোন পর্যায়ের? ইদানিংকার বাজারে আসা গেম গুলো খেলতে পারছি না পিসির লো কনফিগারেশনের কারনে।যাই হোক আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দেব এমন একটি গেম এর সাথে যেটির সাইজ অত্যান্ত ছোট কিন্তু কাজে নয়।যারা সময়ের অভাবে পারতপক্ষে গেম খেলেনই না মুলত তাদের জন্যই আমার আজকের এই আয়োজন।অত্যান্ত চমৎকার গ্রাফিক্স এর এই গেমটির নাম Feeding frenzy 2,খুব সহজ সরল সোজা গেম।কন্ট্রল জাস্ট মাউস দিয়ে করতে হয়।আমি গেরান্টি দিতে পারি যে একবার এই গেম নিয়ে বসলে উঠতে ইচ্ছা করবে না,যারা সময়ের কারনে বা জটিল কন্ট্রল সিস্টেম এর কারনে বাজারের বিভিন্য লম্বা গেম গুলো খেলতে পারেন না বা খেলতে ইচ্ছে করেনা তাদের খুব ভাল লাগবে.প্রতিদিন অল্প অল্প করে খেললে অনেক দিন খেলতে পারবেন।চলুন দেখি কিছু স্ক্রীনশট
১.ওয়েলকাম স্ক্রীন এটি
২.নতুন প্রোফাইল শুরু করতে Start game ক্লিক করুন।
৩.আপনার নাম দিয়ে ডান করুন।
৪.এর আছে অনেক গুলো স্টেজ,যা আস্তে আস্তে খেললে অনেক দিন খেলতে পারবেন।
৫. এখানে আপনাকে মাছের ভুমিকায় খেলতে হবে।
৬. এখানে প্রথমে আপনার মাছ টি ছোট থাকবে।উপরে মেনু অনুযায়ী অন্য মাছ খাবেন।
৭.তবে আপনার মেনুর বাইরের বড় মাছ খেতে যাবেন না।যদি যান তবে আপনি নিজেই তাদের খাদ্য হয়ে যাবেন।
৮.খেতে খেতে আপনার গ্রোথ লেভেল বাড়বে।তখন বড় মাছ খেতে পারবেন।
৯. স্টেজ কম্পলিট হলে জানতে পারবেন আপনার লাঞ্চ রিপোর্ট।
১০.আরো আছে বিভিন্য রকম বোনাস স্টেজ,এখানে যেমন ১মিনিটে ১০০ছোট মাছ খেতে হবে।
১১.যত বড় স্টেজ এ যাবেন নতুন নতুন মাছের দেখা পাবেন আর আয়েশ করে খাবেন,এই না হলে মাছে ভাতে বাঙালি।
১২. পানির উপর লাফ দিয়ে পোকামাকড়ও খেতে পারবেন।
১৩. কিছু লেভেল পর পর আপনার শিকারি মাছ এর আপগ্রেড হবে মানে ভাল কোয়ালিটির মাছ নিয়ে খেলতে পারবেন।
১৪.খেলতে খেলতে নির্দিস্ট পয়েন্ট অর্জন করতে পারলে আনলক হবে চমৎকার চমৎকার সব স্ক্রীন সেভার যা আপনি আপনার ডেক্সটপে ইউজ করতে পারবেন।
তো আর দেরি না করে ঝটপট ডাউনলোড করুন চমৎকার এই গেমটি।
আর ক্র্যাকটি ডাউনলোড করুন নিচের লিঙ্কটি থেকে
CLICK HERE TO DOWNLOAD (CRACK)
ডাউনলোড করার পর extract করে পাওয়া ক্র্যাক ফাইল দুটি জাস্ট ইন্সটলেশন ফোল্ডার এ পেস্ট করুন
সময় নিয়ে টিউনটি, গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।
ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।
আকাশ
আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন
আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এমন ছবি সমৃদ্ধ টিউন আমার বরাবরই ভালো লাগে।পিরামিড নিয়ে আপনার টিউনটি আমি পড়েছি কিন্তু অকারনে মন্তব্য করা হয়নি।মাফ চাইছি।কতৃপক্ষ টিউনটি ষ্টিকি করেছে।এর উপরে যদি কিছু থাকতো তবে তাই করতে অনুরোধ করতাম।