আসসালামু আলাইকুম।
আজ আমি ব্লগস্পটে গেম ইম্বেড করতে শিখাবো।
তো আমরা আজ যে গেমটি ইম্বেড করার মাধ্যমে শিখবো সেটি FMX Team
তো প্রথমে এই গেমটার পেজের সোর্স কোড আমাদের জানতে হবে। সেজন্য FMX Team গেমটি ওপেন করুন এবং মাউসের বাম বাটরে ক্লিক করুন এবং ভিউ পেজ সোর্সে ক্লিক করুন।
এবার সোর্স ফাইল ওপেন হবে। Ctrl+F চেপে .swf লিখে সার্চ দিন।
দেখুন নিচে লেখা 1 of 7 matches. মানে একাধিক .swf লিংক পাওয়া গেছে। একটু দেখুন বুঝতে পারবেন কোন লিংকটা আপনার দরকার।
http://www8.agame.com/mirror/flash/f/fmx_team.swf এটা। কেন বলুন তো? এটা আপনি বাকিগুলো দেখলেই বুঝবেন। তো এটাই এখন ইম্বেড করতে হবে। ইম্বেডের এইচটিএমএল কোড: <embed src="ফাইল লিংক" width="500"></embed> এখন আপনার ফাইল লিংকটা বসিয়ে দিয়ে আপনার ব্লগে টিউন করুন। দেখবেন আপনি ব্লগে গেমটা খেলতে পারছেন! এবার প্রয়োজনমত ওয়াইডথ ও হাইট পরিবর্তন করে নিন। রেজাল্ট হবে এরকম সব ঠিক করার পর কোডটা হবে এমন- <embed src="http://www8.agame.com/mirror/flash/f/fmx_team.swf" width="650"></embed> অন্যান্য গেমের ক্ষেত্রেও একই রুলস। যে অনলাইন গেম ইম্বেড করবেন সেটির পেজের সোর্স থেকে .swf সার্চ করুন। পেজ সোর্স জানতে মাউস রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্সে যান। যদি .swf ফাইলের লিংক পান(সব সাইটে পাবেন না, অনেক সাইটে একাধিক থাকে সেক্ষেত্রে বুঝে নিতে হবে কোনটা গেমের, দেখলেই বুঝতে পারবেন) তবে সেটি কপি করুন। আর অনলাইন গেম খেলতে এখানে ঘুরে আসতে পারেন- http://www.grplusbd.cf/ অাল্লাহ হাফেজ।
আমি তাওসিফ তুরাবি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।