সবাই কেমন আছেন আসা করি ভালই আছেন। আজ আমি আপনাদের কাছে সেয়ার করব কি ভাবে Batman Arkham Knight আপনার লো কনফিগ এর পিসি তে খেলবেন। তো চলুন সুরু করা যাক।
আগে দেখে নিয় এই গেম এর অরজিনাল রিকয়ারমেন্ট
মিনিমাম
CPU: | Intel Core i5-750, 2.67 GHz | AMD Phenom II X4 965, 3.4 GHz |
---|
RAM: | 6 GB |
---|
OS: | Win 7 SP1, Win 8.1 (64-bit Operating System Required) |
---|
Video Card: | NVIDIA GeForce GTX 660 (2 GB Memory Minimum) | AMD Radeon HD 7950 (3 GB Memory Minimum) |
---|
Free Disk Space: | 45 GB |
---|
যাদের পিসির কনফিগ উপরের মতন তদের ফিস্ক এর কোন প্রয়োজন নেই
কিন্তু যাদের কনফিন নিচের মতন তাদের ফিস্ক এর প্রয়োজন আছে
CPU: | Intel Dual Core, 3.04 GHz |
---|
RAM: | 4 GB (Must) |
---|
OS: | Win 7 SP1, Win 8.1 (64-bit Operating System Required) |
---|
Video Card: | NVIDIA GeForce GTX 560/AMD Redaon 5450 2 GB Memory Must |
---|
Free Disk Space: | 36 GB |
---|
প্রথমে আপনাকে নিচের ফাইলটি ডাউনলোড করতে হবে। তারা তারি ডাউনলোড করে ফিলুন
যে ভাবে ফাইলটি ইনিস্ট্রোল করবেন
BmArKnight.Fix টি ওপেন করুন Next এ ক্লিক করুন। এখানে একটি Destination Folder নামে অপ্সন দেখতে পারবেন তার পাসে Browse দেখতে পারবেন সেখানে ক্লিক করে আপনার গেমটি যেখনে আছে সেইখানে গিয়ে Ok ক্লিক করুন এখন Destination Folder থেকে BmArknight.Fix টি কেটে দিন। এবার Next এ ক্লিক করে ইনিস্ট্রোল করুন না বুঝতে পারলে নিচের স্কিনসটটি ফলো করুন।
এবার গেমটি রান করুন দেখবেন গেমটি ল্যাগ ছারা প্লে হচ্ছে।
গেম বিষয়ে সাহায্যের জন্য আমার গ্রুপে জয়েন করুন
পারলে আমার এই ছোট্ট এপটি ডাউনলোড করুন
আমি ফেইসবুকে Mehedi.Shaon.12
আমি ShaOn Kr। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।