আমরা অনেকেই Clash of Clans খেলি। এটি অনেক জনপ্রিয় একটি গেইম। কিন্তু সমস্যা হছে এই গেইমে জেমস এবং গোল্ড খুব কম পাওয়া যায়। আর Clash of Clans হ্যা-ক করাও অনেক কঠিন। এজন্য অনেকে হতাশ হয়ে এটা খেলা ছেড়ে দেন। আপনাদের জন্য আজকে নিয়ে এলাম Clash of Clans হ্যা-ক করার পদ্ধতি।
এ পদ্ধতিতে Coin, Elixir, Gold -- সবকিছু হ্যা-ক করা যাবে। কিন্তু এজন্য দরকার একটা কম্পিউটার। আমি Windows XP, 7, 8 এবং 10 এ ট্রাই করে দেখেছি, কাজ করে। 😀 😀 😀
প্রথমে আপনার এন্ড্রয়েড মোবাইলে Clash of Clans এর লেটেস্ট ভার্সন থাকতে হবে। না থাকলে প্লেস্টোর থেকে আপডেট দিয়ে নিন।
এরপর নিচের লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং ডাবল ক্লিক করে ইন্সটল করুন।
নোটঃ এইটা যেহেতু একটা হ্যা-কিং সফটওয়্যার, এইজন্য এন্টি-ভা-ইরাস এটাকে ভাইরাস হিসেবে ধরতে পারে। ফাইলটা ডাউনলোড এবং ইন্সটল করার আগে এন্টিভাইরাস অফ করে রাখাটা উত্তম। সমস্যা হলে এন্টি-ভা-ইরাস আন-ইন্সটল করে ফেলতে পারেন। 😀
ইন্সটল করার পর আপনার এন্ড্রয়েড মোবাইল পিসির সাথে ডাটা ক্যাবল দিয়ে কানেক্ট করেন। এরপর অটোমেটিকালি আপনার কম্পিউটারে একটা প্রোগ্রাম ওপেন হবে। সেইখানে ইচ্ছামত জেমস, কয়েন ইত্যাদি সেট করে Apply বাটন চাপুন। কয়েক মিনিটের মাঝে আপনার Clash of Clans একাউন্টে Gems, Coin, Elixir যোগ হবে। 😀
সমস্যা হলে টিউমেন্টে জানাতে ভুলবেন না। 😀
সবাই ভালো থাকবেন।
😀
আমি ColorCode। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।