আজ আপনাদের একটি ডিটেকটিভ ভৌতিক গেম এর সাথে পরিচয় করিয়ে দেব।গেমটি নাম-দ্য ভ্যানিশিং অফ ইথান কার্টার।আশা করি সবারই ভাল লাগবে।
'দ্য ভ্যানিশিং অফ ইথান কার্টার' গেমটি মূলত একটি অ্যাকশন ভিত্তিক ডিটেকটিভ গেম। এই গেমে গেমারকে একটি গোয়েন্দার চরিত্রে অবতীর্ণ হতে হবে যে কিনা ছোট্ট এক বালককে বাঁচাতে গিয়ে মুখোমুখি হবে অদ্ভুত এবং ভীতিকর সব অভিজ্ঞতার।
গেমটির কাহিনীর পটভূমি গড়ে উঠেছে এক বালককে কেন্দ্র করে। ছোট্ট এই বালকের নাম ইথান। সে থাকে শহর থেকে কিছুটা দূরে প্রায় জনমানবশূন্য রেড ক্রিক ভ্যালি নামক স্থানে থাকে সে। একদিন ইথান চিঠি পাঠায় তার প্রিয় গোয়েন্দার কাছে। চিঠিটি হাতে পেয়ে বিস্মিত গোয়েন্দা। এত দূর থেকে ছোট্ট ইথান কেন তাকে চিঠিটি পাঠিয়েছে। চিঠি পড়ে অবাক হয় গোয়েন্দা। ছোট্ট বালকটি কিনা তার কাছে নিজ প্রাণ রক্ষায় সাহায্য চেয়েছে। পুরো চিঠিটি পড়ে ইথানকে খুঁজতে বের হয়ে পড়েন গোয়েন্দা। রেড ক্রিক ভ্যালেতে পৌঁছে ইথানের বাড়ি দেখতে পান তিনি। তবে সেখানে কোনো মানুষের চিহ্ন নেই। তাহলে কোথায় গেল ইথান এবং কী ঘটতে পারে তার সঙ্গে? চমৎকার এই গেমটিতে আপনাকে অবতীর্ণ হতে হবে গেমের প্রধান চরিত্র ডিটেক্টিভের ভূমিকায়। আর এ সময় গেমারকে নিজের সর্বোচ্চ সক্ষমতার প্রয়োগে খুঁজতে হবে ইথানকে।
গেমটির গেমপ্লের কিছু ছবি:
CPU: Intel Core2 Duo or equivalent AMD
RAM: 4 GB RAM
GPU: DirectX9c compliant card with 512MB of VRAM
DX: 9.0c
OS: Windows XP SP3 or higher
HDD: 9 GB available space
Sound: DirectX9c compliant
গেমটি এককথায় দারুণ লেগেছে আমার কাছে। গেমের নির্জনতা আর সাউন্ড ইফেক্ট আপনাকে অবাক করতে বাধ্য করবে। সব মিলিয়ে গেমটির জন্য আমার রেটিং ৯/১০.
এই টিউনটি প্রথম প্রকাশিত হয় আমার ছোট্ট ব্লগ
TunerHome.ml
-এ।
আমি পার্থ বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ডাউনলিংক কই?? দিলে খুশি হতাম… 🙂