আজ আপনাদের ২০১৫ সালের নাম্বার ওয়ান অসাধারণ একটি গেমের সাথে পরিচয় করিয়ে দেব। তো চলুন গেমটির বিস্তারিত জেনে নিই.
গেমের কাহিনীর পটভূমি গড়ে উঠেছে জেরাল্ট অব রিভিয়াকে নিয়ে। যিনি শৈশবকাল থেকে কঠোর পরিশ্রম এবং জিনগত পরিবর্তন ঘটিয়ে সাধারণ মানুষের তুলনায় অনেক শক্তিশালী ও মজবুত হয়ে উঠেছেন। তবে এখন যুদ্ধে যুদ্ধে ক্লান্ত জেরাল্ট। তাই কিছুটা শান্তি এবং ঝামেলামুক্ত জীবনউপভোগে বের হয়ে পড়েন তিনি। তবে তার অনুপস্থিতিতে আবারও দেশের মধ্যে ছড়িয়েপরে শত্রু সেনারা। ধীরে ধীরে শত্রুদের নানা প্রচেষ্টায় দাঙ্গা ছড়িয়ে পড়তেথাকে পৃথিবীজুড়ে। 'ওয়াইল্ড হান্ট' নামের এ প্রশিক্ষিত সৈন্যদল উত্তরাঞ্চলীয়রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। আর এমন পরিস্থিতিতে তাদের অনাচার এবংনিপীড়নের স্বীকার হয়ে প্রাণ হারাতে থাকে হাজারো মানুষ। তাই তাদের রক্ষায় আবারওএগিয়ে আসেন জেরাল্ট আর এ নিয়ে আগাতে থাকে গেমটির কাহিনী।
দ্যা উইচার ৩- ওয়াইল্ড হান্ট একটি ওপেন ওয়ার্ল্ড একশন রোল-প্লেয়িংভিডিও গেম। এটি নির্মাণ করছে সিডি প্রজেক্ট রেড। এই গেমটি দ্যা উইচার সিরিজেরসর্বশেষ গেম হতে যাচ্ছে।সিডি প্রজেক্ট রেড গেমটিতে নতুন গেম ইঞ্জিন রেডইঞ্জিন ৩ দিয়ে ব্যবহারকরেছে। যা গেমটিকে এনে দিয়েছে এক নতুন মাত্রা। এটি আরপিজি ওপেন ওয়ার্ল্ডগেমস এর জন্য আলাদা করে বানানো গেম ইঞ্জিন। ইঞ্জিনটিতে ৬৪বিট প্রিসিশনব্যবহার করা হয়েছে, এতে হাই ডাইনামিক রেঞ্জ রেডিং সার্পোট করবে এবং যার ফলেআরো উন্নত মানের পিকচার কোয়ালিটি পাওয়া যাবে।
গেমটির গেমপ্লের কয়েকটি ছবি দেখুন-
গেমটির কাহিনী আগের সংস্করণ চেয়ে প্রায় ৩০ গুণ বড়। তাই দীর্ঘ একটিপ্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় লড়তে হবে গেমারকে। এ সময় গেমারকে নৌকায় নদী পথেভ্রমণ করতে হবে। অনেক সময় গেমারকে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে পাড়ি দিতে হবেদুর্গম পথ এবং লড়াই করতে হবে শত্রু সেনাদের বিরুদ্ধে।
গেমটির গ্রাফিক্স কোয়ালিটি বেশ হাই হওয়ায় গেমটি খেলতে গ্রাফিক্স কার্ড সহ বেশ উন্নত মানের পিসি লাগবে। আর গেমের সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ভাল লেগেছে আমার কাসে। সবমিলিয়ে গেমটির জন্য আমার রেটিং- ৯/১০।
OS: 64-bit Windows 7 or 64-bit Windows 8 (8.1)
Processor: Intel CPU Core i5-2500K 3.3GHz /
AMD CPU Phenom II X4 940
Memory: 6 GB RAM
Graphics: Nvidia GPU GeForce GTX 660 / AMD
GPU Radeon HD 7870
Hard Drive: 35 GB available space
OS: 64-bit Windows 7 or 64-bit Windows 8 (8.1)
Processor: Intel CPU Core i7 3770 3.4 GHz / AMD
CPU AMD FX-8350 4 GHz
Memory: 8 GB RAM
Graphics: Nvidia GPU GeForce GTX 770 / AMD
GPU Radeon R9 290
Hard Drive: 35 GB available space
তো আজই গেমটি পিসিতে ইনস্টল দিন। আর এই High Graphic এর গেমটি উপভোগ করুন।
আজ এ পর্যন্তই. আবার অন্য দিন অন্য একটি গেম নিয়ে হাজির হব।
আমি পার্থ বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইয়া কোনটা ভাল হবে ? core i7 3770 vs i7 4790k ?
আমি একটা ডেক্সটপ কিনতে চাইছিলাম,
https://www.techtunes.io/hardware/tune-id/378326
এই টিউনে একটু সাহায্য করেন সাজেশন দিয়ে 🙁