” বিসমিল্লাহির রাহমানির রাহীম(পরম করুণাময় আল্লাহ্’র নামে শুরু করছি)”
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে??? আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন।
আজ আপনাদের জন্য আমার প্রথম টিউনে নিয়ে এলাম সেরা একটি অ্যান্ড্রয়েড ফুটবল গেমস। গেমসটার নাম
world soccer winning eleven 2012/ we 2012 বা pes2012 (কোন ডাটা ফাইল লাগবেনা, মাত্র ১৩৭ এমবি এপিকে ফাইল)।
এই গেমসটা এতদিন আমার মোবাইলে খেলতাম প্রায় ৫০০ এমবি ব্যবহার করে যার সাথে ডাটা ফাইল ছিল।
গেমস টাতে ডাটা ফাইল বা লাইছেন্স করার কোনো জামেলা নেই।
তাই গেমসটা আমার সবচেয় প্রিয় ব্লগ টেকটিউনস বন্ধুদের সাথে সেয়ার না করে পারলাম না।
এই গেমসটা fifa 2015 / real football 2013 থেকেও বেশি উত্তেজনা পূর্ণ মনে হবে।
একেবারে নরমাল অ্যান্ড্রয়েড ফোনেও এটা ইন্সটল করতে পারবেন।
আমি নরমাল সেমফনি, ওয়ালটন এবং চায়না ফোনেও ইন্সটল করে দেখেছি কোনো জামেলা হয়না।
আমি গেমস খেলতে অনেকে ভালোবাসি, আমার কাছে প্রয় সকল অ্যান্ড্রয়েড এইচডি গেমস আছে,
যা হয়তো আপনাদের সাথে সেয়ার করতে পারবো।
গেমসটা কেমন লাগলো সবাই টিউমেন্ট করে জানাবেন।
গেমসটা ডাউনলোড করতে কোনো প্রবলেম হলে নিচে আমার ফেসবুক আইডিতে পুক মারতে পারেন।
টেকটিউনসে আইডি করার প্রায় তিন বছর পর,আমার প্রথম টিউন করলাম।
আশা করি আপনাদের উৎসাহ পেলে নিয়মিত টিউন করতে পারব।
আশা করি গেমসটা খেলে আপনারা অনেক আনন্দ পাবেন।
সবাই আমার জন্য দোয়া করবেন
সবাই ভাল থাকবেন,
সবাইকে আবারো সালাম, আসসালামু আলাইকুম।
আমি Shahidul Sahed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।
vaia android ar fifa 15 khotha thaka download dibo (without play store)