আসসালামুআলাইকুম! শুরু করছি জিটিএ ৫ নিদের্শিকার ৪তম পর্ব। যারা আগে থেকেই এই টিউনগুলো পড়েছো তারা তো জানই কি হয় এই গাইডসমূহে। তবে যারা যারা আজ থেকে নতুন করে আমার এই গাইডে এসেছো তাদেরকে বলছি, এই টিউনগুলো জিটিএ ৫ এর মেইন মিশনগুলোর গাইডলাইন হিসেবে প্রকাশ হচ্ছে। আশা করি জিটিএ ৫ খেলতে গিয়ে কোনো প্রকার মিশন জনিত সমস্যায় পড়লে আমার এই গাইড অনুসরণ করে মিশনগুলোতে সাহায্য পেতে পারবে।
তবে যারা জিটিএ ৫ গেমটি এখনো খেলো নি তাদের জন্য বলছি, তোমরা এই গাইডগুলো না পড়লেই ভালো, কারণ প্রথমে তোমাকে গেমটি খেলতে হবে, তারপর দরকার হলে এই গাইডগুলো পড়বে। আগেই গাইডগুলো পড়ে ফেললে পরে গেমটি খেলার সময় মজাটা অনেকাশেংই কমে যাবে।
যাই হোক তো শুরু করছি আজকের খন্ডটি।
>>আসলে এই মিশনটি গত পর্বে যোগ দেওয়ার দরকার ছিল। কারণ Friend Request মিশনটি কমপ্লিট করার পরেই এই এক্সট্রা এডিশনাল মিশনটি তোমার খেলার সুযোগ হবে। তবে এই মিশনটি খেলবে কিনা সেটা সম্পূর্ণ তোমার ইচ্ছে। মাইক্যালের ভূমিকায় মিশনটিতে তোমাকে তিন তারকা পুলিশদের ধাওয়া খেতে হবে আর যেহেতু মাইক্যাল এর হয়ে খেলবে তাই পুলিশের ধাওয়া হতে পালানো ততটা সহজ হবে না। <<
Friend Request মিশনটি কমপ্লিট করার পর মাইক্যাল এর চরিত্রে গেমটি খেলতে থাকলে তোমার কাছে হঠাৎ করে আমান্ডার একটি ফোন কল আসবে আর সেই ফোন কলের শেষ ভাগে এসে তোমার থাকে চয়েস থাকবে এই মিশনটি শুরু করবে কি না . . . .
মিশনটির শুরুতেই গেমটি তোমাকে একটি নির্দিষ্ট টাইম সেট করে দিবে রকফোর্ড হিল অঞ্চলে যাবার জন্য। আর সময় কভার জন্য তোমার চাই একটি ফাস্ট গাড়ি! রকফোর্ড হিল অঞ্চলে যাবার পর তোমাকে পুলিশের গাড়িতে উঠতে হবে যেটায় আমান্ডাকে গ্রেফতার করে রাখা হয়েছে, After all সে তোমার বউ!!!
পুলিশ গাড়ি (Police Cruiser) তে উঠে যাবার পরই ৩ তারকা পুলিশ তোমার গাড়ির পেছনে লাগবে! আর তিন তারায় পুলিশের হেলিক্পটারও থাকবে তাই একটু দ্রুত তাদের কাছ থেকে পালিয়ে আসতে হবে। আর পুলিশের হাত থেকে কিভাবে পালাবে সেটা তোমার উপর নির্ভর করছে এখানে আমি কোনো প্রকার বুদ্ধি দিতে পারবো না!!
পুশিশের হাত থেকে Escape করার বউকে নিয়ে বাড়ি ফিরে আসো!! এই মিশনটি কমপ্লিট করার জন্য গেম তোমাকে কোনো প্রকার Rewards দিবে না এবং মিশনটি অটোমেটিক্যালি ১০০% র্যাঙ্কে কমপ্লিট হবে তাই এক্সট্রা কোনো কিছু করতে হবে না তোমাকে!
>> World Map য়ে L চিহ্নে গিয়ে মিশনটি তুমি শুরু করতে পারো। মিশনটি তোমাকে মাইক্যালের ভূমিকায় খেলতে হবে। আর বলতে গেলে গেমটিতে এই তোমার প্রথম বিশাল একটি মিশন শুরু হতে যাচ্ছে, যেখানে তোমাকে একটি জুয়েলারী স্টোরে ডাকাতি করতে হবে, তাও আবার মাইক্যালের চরিত্রে!! মাইরালা! মিশনটিতে তোমার প্রথম টাস্ক হবে স্টোরের সিকুরেটি সিস্টেমগুলো চেক করা, তার মিশনটির শেষ ভাগে গিয়ে তোমাকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে।তাই আমার মতে মিশনটিতে যাবার আগে অবশ্যই গেমটি একবার সেভ করে নেওয়া উচিৎ যাতে পরে দরকার হলে মিশনটির শুরতে আবারো যাওয়া যায়! <<
মিশনটি শুরু করার আগে তোমাকে দেখতে হবে যে মাইক্যালে কোনো স্যূট পড়ে আছে কিনা, না থাকলে প্রথমে কোনো কাপড়ের স্টোর কিংবা মাইক্যালের ম্যানশন থেকে মাইক্যালের জন্য স্যূট পড়ে আসতে হবে তোমাকে। তারপর Lester তোমাকে মিশনটির ব্যাপারে ধারণা দিবে, তোমাকে শহরের লোকাল জুয়েল স্টোর Vangelico তে ডাকাতি চালাতে হবে।
জুয়েল স্টোরটি রকফোর্ড হিল অঞ্চলের North-West দিকে রয়েছে।
স্টোরে এসে তোমাকে এলার্ম সিস্টেম, ক্যামেরা এবং ভেন্টিলেশন সিস্টেমগুলোর ছবি তুলতে হবে। যা নিচের ছবিতে দিয়ে দেওয়া হয়েছে।
ছবিগুলো তোলার পর স্টোরের সেলসম্যানের সাথে কথা বলো এবং বাইরে এসে তোমার গাড়িতে উঠো। এবার তোমাকে ভেন্টিলেশন সিস্টেমকে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে, আর তা করার জন্য স্টোরের ছাঁদে উঠতে হবে তোমাকে। স্টোরের উল্টো দিকে ছাঁদে উঠার সিড়ি খুজে পাবে তুমি।
সিড়ি এবং দুটি ল্যাডার বেয়ে ছাঁদে উঠতে হবে তোমাকে। গেমটির নির্দেশনা মোতাবেক আগাতে থাকো। এক পযার্য়ে এসে তোমাকে ক্যামেরাটা আবারো অন করতে হবে আর নিচের ছবির মতো ভেন্ডিলেশন সিস্টেমটির একটি ক্লিয়ার কাট ফটো তুলতে হবে। ফটো তুলার পর গাড়িতে ফিরে আসো।
এবার তোমার সিদ্ধান্তের পালা। গেমটি ডাকাতি করার দুটি পথ তোমাকে দেখাবে, একটি তোমাকে বেছে নিতে হবে।
The Loud পদ্ধতি কে বেছে নিলে স্টোরে তোমরা ডাইরেক্ট আক্রমণ করবে। আর এই পদ্ধতিতে তোমাকে একটি প্রিপারেটরি মিশন Carbine Rifles কমপ্লিট করতে হবে যেখানে তুমি একটি হেভি পুলিশের গাড়ি চুরি করবে।
The Smart পদ্ধতিকে বেছে নিলে তোমাকে গ্যাস গ্রেণেডের মাধ্যমে স্টোরের সকল কর্মী এবং লোকজনকে বেহুশ করে তারপর ডাকাতি কার্যক্রম পরিচালনা করতে হবে। এই মিশনটিতে তোমাকে দুটো প্রিপারেটরি মিশন; Bugstars Equipment (পেষ্ট কন্ট্রোল সার্ভিস ভ্যান চুরি) এবং BZ Gas Grenades (গ্যাস গ্রেণেড চুরি) এই দুটো মিশনও খেলতে হবে।
এবার ডাকতিতে কারা কারা অংশগ্রহণ করবে সেটাও তোমাকে বেছে নিতে হবে। মনে রাখতে হবে যে, তার Cut অংশ যত বেশি, সে তত দক্ষ!! তবে যাকেই বেছে নাও না কেন, ড্রাইভার, গানম্যান, হ্যাকার ইত্যাদি সবগুলো গুণ সম্পন্ন কর্মীরা যাতে তোমার টিমে থাকে সেই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে।
মিশনটি ১০০% র্যাঙ্ক নিয়ে কমপ্লিট করতে হলে যা যা করতে হবেঃ
> Time - পুরো মিশনটি তোমাকে ৮ মিনিট এর মধ্যে কমপ্লিট করতে হবে। তাই সময় বাঁচানোর জন্য ছাঁদে উঠার সময় বেশি টাইম নষ্ট করলে চলবে না।
> Picture Perfect - তোমাকে একটি ছবিতেই জুয়েল স্টোরের সিকুরেটি সিস্টেমের সকল উপাদান থাকতে হবে।
>> ১১তম মিশনে তোমার চয়েস যদি The Loud পদ্ধতি হয় তাহলে এরপর তুমি Lester এর কাছ থেকে একটি ক্ষুদেবার্তা পাবে এবং World Map য়ে Hs অক্ষরটি আসবে। আর সেখানে গিয়ে এই মিশনটি শুরু করতে হবে। বরাবরের মতোই মিশনটি তোমাকে মাইক্যালের ভূমিকায় খেলতে হবে। আর মিশনটি তে তোমাকে দুটি কাজ করতে হবে। প্রথমত তোমাকে একটি পুলিশের SUV গাড়ি চুরি করতে হবে এবং পুলিশের ধাওয়া হতে পালিয়ে আসতে হবে। তাই আমার মতে তোমাকে তোমার চরিত্রের জন্য ভালো আরমর এবং পর্যাপ্ত পরিমাণের গুলি এবং একটি ভালো অটোমেটিক অস্ত্র সংগ্রহ করা উচিৎ! <<
মিশনটি শুরু করার জন্য Los Santos শহরে বিদ্যমান যেকোনো একটি পুলিশ SUV এর কাছে আসতে হবে তোমাকে। আর প্রথম ধাক্কা দেবার পরই গাড়িটি পালিয়ে যাবে অথবা সেখানেই থেমে গিয়ে পুলিশ গাড়ি হতে বেরিয়ে আসবে, তাই আমার মতে প্রথমেই SUV কে থাক্কা মেরে গাড়ির ড্যামেজ যথাসম্ভব বাড়াতে হবে এবং এরপর ড্রাইভারকে টার্গেট করে গুলি ছুঁড়তে হবে।
তাড়াহুড়ো না করে সময় নিয়ে এই কাজগুলো তোমাকে করতে হবে। কারণ ড্রাইভার কে খুন করলেও যদি সাথে কোনো পুলিশ থাকে তাহলে তারা গাড়ি হতে বেরিয়ে এসে তোমার দিকে অটোমেটিক রাইফেলের গুলি ছুঁড়বে।
SUV তে উঠার পর এবার তোমাকে তিন তারকা পুলিশের ধাওয়া হতে পালিয়ে আসতে হবে। আর এক্ষেত্রে মনে রাখতে হবে যে SUV গাড়িগুলো চালানো তেমন সহজ নয় কিন্তু! আর যেহেতু পুলিশের হেলিও তোমার পেছনে লাগবে তাই আমার মতে তোমাকে কোনো ছাঁদের নিচে এসে পালিয়ে থাকা উচিৎ ! ধাওয়া শেষ হলে SUV টিকে নিয়ে Lester এর প্ল্যান্টে নিয়ে আসো এবং ব্রিজের নিচে পার্ক করে রাখো।
মিশনটি ১০০% র্যাঙ্ক নিয়ে কমপ্লিট করতে হলে যা যা করতে হবেঃ
> Swift Getaway - SUV তে উঠার পর তোমাকে দুই মিনিটের মধ্যে পুলিশের ধাওয়া হতে পালিয়ে আসতে হবে।
>> আগের মিশনটি কমপ্লিট করার পরপরই এই মিশনটি অটোমেটিক্যালি শুরু হয়ে যাবে। আর অনেকক্ষণ পর এই মিশনটি তুমি মাইক্যাল বা ফ্র্যাঙ্কলিং এদের দুজনরই ভূমিকায় খেলতে পারবে। আর যদি তোমার ডাকাত পরিচালানা করার জন্য কর্মী নির্বাচন সঠিক এবং সুন্দর হয় তাহলে এই মিশনটি কমপ্লিট করতে তোমাকে তেমন কোনো বেগ পেতে হবে না। <<
আগের মিশনটি শেষ করার পরেই একটি কাটসিন শুরু হবে আর সেটার পরেই এই মিশনও শুরু হয়ে যাবে। আর কাটসিন শেষে তুমি ফ্র্যাঙ্কলিন এর ভূমিকায় খেলা শুরু করবে। কাটসিন শেষ হলে ভ্যানে (Declasse Buritto) গিয়ে উঠে বসো এবং অন্যদের জন্য অপেক্ষা করো। আর তারপর জুয়েলারী স্টোরের দিকে রওনা দাও।
ডাকতি শুরু হবার পর তুমি অটোমেটিকভাবে মাইক্যালের হয়ে আবারো খেলা শুরু করবে আর তারপর সবুজ রংয়ের কেইসগুলোর জুয়েলারী একে একে সংগ্রহ করতে থাকো। তুমি যদি ডাকাতির জন্য ভালো এবং দক্ষ কোনো হ্যাকারকে টিমে নিয়ে থাকো তাহলে ডাকাতির জন্য টোটাল ৯০ সেকেন্ড সময় পাবে তুমি। আর সাথে যদি Firearms স্পেশালিষ্ট থাকে তাহলে সে সাইড রুম থেকে আসা যাবতীয় কর্মীদের কুপোকাত করতে পারবে। আর এদিকে তোমার সবগুলো কেইস থেকে জুয়েলারীগুলো সংগ্রহ করতে কোনো সমস্যা হবে না। সবগুলো কেইস থেকে জুয়েলারী সংগ্রহ করার পর একটি ছোট কাটসিন প্লে হবে।
তারপর স্টোর থেকে বেরিয়ে এসো এবং Dirt Bike (Maibatsu Sanchez) তে করে সেখান থেকে পালিয়ে আসো। তবে খেয়াল রাখো যে তোমার পিছে অলরেডি ৪ তারকার পুলিশ লেগে গেছে। এবার ফ্র্যাঙ্কলিন এর চরিত্রে সুইচ করে তার স্পেশাল স্কিলের সৎ ব্যবহার করে পুলিশের তাড়া হতে পালানো চেষ্টা করো। হাইওয়েতে আসার পর নিচের চিত্রের টানেলে প্রবেশ করো।
নোট: তুমি যদি কোনো অদক্ষ গানম্যানকে এই ডাকাতির কাজে নিয়ে আসো তাহলে সে এই টানেলে প্রবেশের সময় উষ্ঠা খেয়ে পরে যাবে!! আর তার ড্রপ করা টাকার ব্যাগটি টানেলে ঢুকার সময় সংগ্রহ করতে ভূলে যেওনা যেন!!
টানেলের ভিতর দিয়ে যাবার সময় তুমি ফ্র্যাঙ্কলিনের সময় স্লো করে দেবার স্কিলটি অবশ্যই ব্যবহার করবে। কারণ এই চিপা রাস্তা দিয়ে বাইক চালিয়ে আসার সময় কোনো না কোনো ভাবে উষ্ঠা খাবার সম্ভাবনা থেকেই যায়।
টানেল হতে বেরিয়ে আসার পর গেমটি তোমাকে মাইক্যালের ভূমিকায় ফেরত পাঠাবে, সে ওই ভ্যানটি (Vapid Benson) চালাচ্ছে। এখানে তোমার নতুন টাস্ক হচ্ছে তোমার টিমের বাইকারদের প্রোটেক করা। আর এই কাজটি করার জন্য তোমার কোনো প্রকার অস্ত্রের ব্যবহার করার প্রয়োজন নেই। সিম্পলি পুলিশের গাড়িগুলোকে অফরোডে তাড়া করতে করতে নিয়ে আসলেই হবে। এভাবে সকল পুলিশ গাড়িদের হাত থেকে পালিয়ে আসার পর গেমটি একটি স্থানে ভ্যানটি পার্ক করতে বলবে। পার্ক করে কিছুক্ষণ অপেক্ষা করার পর বাইকারা তোমার ভ্যানে উঠে যাবে। আর মিশনটির ফাইনাল কাটসিন প্লে হবে আর ডাকাতির রেজাল্ট তোমাকে জানিয়ে দেবে।
মিশনটি কমপ্লিট করার জন্য যা যা পুরস্কার থাকবেঃ
> ফ্র্যাঙ্কলিন এর ফোনবুকে Lester এর নাম্বারটি সেভ হবে।
> বেঁচে থাকা সাথীদের স্কিলগুলো বৃদ্ধি পাবে।
মিশনটি ১০০% র্যাঙ্ক নিয়ে কমপ্লিট করতে হলে যা যা করতে হবে:
> Quick Grab - ৫০ সেকেন্ড এর ভিতর সকল জুয়েলারী চুরি করতে হবে।
> Protégé Protected - মিশনটির শেষ ভাগে এসে ফ্র্যাঙ্কলিনকে তোমার পুলিশের গাড়িদের হাত থেকে বাঁচাতে হবে।
> Clean Sweep - সকল কেইস (২০টি) থেকে জুয়েলারী সংগ্রহ করতে হবে।
>> তুমি যদি ডাকাতির পদ্ধতি হিসেবে Smart Variant কে বেছে নাও তবে এই মিশনটি তোমার প্রথম প্রিপারেটরি মিশন হিসেবে খেলতে হবে। মিশনটিতে তোমাকে মাইক্যালের ভূমিকায় শহরে থাকা Pest Control Service Van টিকে চুরি করতে হবে। আর যেহেতু এটি একটি ছোট এবং সহজ মিশন তাই কোনো প্রকার এলার্ম না বাজিয়েই মিশনটি কমপ্লিট করলে ভালো হয়। <<
যে ভ্যানটিকে তোমার চুরি করতে হবে সেটি Los Santos শহরের দক্ষিণাঞ্চলে অবস্থিত Elysian Island এর Harbor তে রয়েছে। সেখানে যাবার পর ভ্যানটিকে তুমি দেখতে পাবে তবে সরাসরি বিল্ডিংয়ের মেইন গেইট দিয়ে ঢুকতে যাবে না, নাহলে এলার্ম বেজে যাবে আর হারবরের কর্মীদের এবং দারোয়ানদের তোমার অবস্থান জানিয়ে দেবে। যেটি না হওয়াই উত্তম।
বিল্ডিংয়ের পেছন দিক দিয়ে প্রবেশ করো। এবার Sneak Mode য়ে এসে নিচের ছবির মতো ওই কর্মীকে কুপোকাত করে নাও! পেছন থেকে কোনো প্রকার ঝুঁকি না নিয়ে তাকে বেহুঁশ করে দাও। তারপর ওই সামনের ভ্যানটিতে (Declasse Burrito) তুমি উঠে পড়তে পারো।
আর তারপর ভ্যানটিকে তোমাকে ড্রাইভ করে নিয়ে আসতে তোমাদের Garment Plant অঞ্চলে। তবে হারবর থেকে ভ্যানটি ড্রাইভ করে নিয়ে আসার সময় আশে পাশে একটু খেয়াল করে ড্রাইভ করতে হবে যাতে ধরা না পড়ে যাও।
মিশনটি ১০০% র্যাঙ্ক নিয়ে কমপ্লিট করতে হলে যা যা করতে হবে:
> Sneaky Pest - ভ্যানটি চুরি করার পরেও তোমাকে Undetected থাকতে হবে!
>> এটি Smart Variant পদ্ধতির ২য় প্রিপারেটরি মিশন। এখানে তোমাকে গ্রেনেড কেইস সংগ্রহ করতে হবে। আর এই মিশনের শুরু পয়েন্টটি চলমান অবস্থান থাকবে। তোমাকে হয় পুরো ভ্যানটিকে ড্রাইভ করে নিয়ে আসতে হবে অথবা শুধুমাত্র গ্রেনেড কেইসকে বহন করে নিয়ে আসতে হবে। আর ঝুঁকি বলতে শুরু মাত্র একটি পুলিশের ধাওয়া হতে তোমাকে পালিয়ে আসতে হবে। <<
মিশনটি শুরু করার জন্য লস স্যানটস শহরের এয়ারপোর্ট হাইওয়েতে চলতে থাকা যেকোনো ভ্যানের কাছাকাছি আসতে হবে। আর তাতেই মিশনটি অটো স্টার্ট হবে। আর ভ্যানটিকে চুরি করার জন্য প্রচলিত দুটি উপায় ব্যবহার করতে পারো। সরাসরি ড্রাইভারকে গুলি করে হত্যা করে ভ্যানটিতে উঠে পড়তে হবে অথবা ভ্যানটির সামনে গাড়ি দিয়ে ব্লক করে ড্রাইভার কে ঠেলে ভ্যান হতে ফেলে দিয়ে ভ্যানে উঠে পড়তে হবে আর ড্রাইভ করে নিয়ে আসতে হবে।
অথবা আরেকটি পদ্ধতির অনুসরণ করতে পারো। আর তা হলো ভ্যানটির পেছনের দরজায় গুলি করে দরজা ভেঙ্গে দিতে হবে আর তারপরই গ্রেণেড কেইস গুলো রাস্তায় পড়ে যাবে আর তারপর তোমার কাজ হলো দ্রুত কেইসগুলো সংগ্রহ করে নিয়ে আসা। মিশনটি ১০০% র্যাঙ্ক নিয়ে কমপ্লিট করার জন্য তোমাকে এই পদ্ধতির অনুসরণ করতে হবে।
এরপর যথাযথই হালকা পাতলা পুলিশের ধাওয়া শুরু হবে। সেটি হতে সহজেই মুক্তি পাওয়া যাবে, তারপর কেইসটি কে নিয়ে আসো তোমাদের Plant য়ে আর কেইসটি বিল্ডিংয়ের ছোট স্টোরেজ রুমে রেখে এসো। মিশন খালাশ!!!
>> আগের দুটি প্রিপারেটরি মিশন কমপ্লিট করার পর এই মিশনটি অটোমেটিক্যালি শুরু হবে। আর মিশনটি তুমি ফ্র্যাঙ্কলিন, মাইক্যাল দুজনরই ভূমিকায় খেলতে পারবে। <<
কাটসিন দিয়ে মিশনটি শুরু হবে। এবার মাইক্যালের ভুমিকায় বিল্ডিং হতে বেরিয়ে এসে সেডান গাড়ি (Albany Primo) তে উঠে পরো, তোমার সাথীদের সঙ্গে নিয়ে জুয়েলারী স্টোরের পেছনের দিকে ড্রাইভ করে চলে আসো। সেখানে আসার পর গেমটি তোমাকে ফ্র্যাঙ্কলিনের ভূমিকায় নিয়ে আসবে। তোমাকে বিল্ডিংয়ের পেছনে দিকে প্রবেশ করতে হবে, সিড়ি এবং ল্যাডার বেয়ে ছাঁদে উঠতে হবে। তারপর তোমাকে Vantage Point য়ে আসতে হবে যেটি আগের মিশনেই তুমি ঠিক করে রেখেছিলে।
উপরের ছবির অনুসারে ওই স্পট থেকে BZ Gas Grenades ছুঁড়ে মারো বিল্ডিংয়ের এসিগুলোর দিকে। সঠিক ভাবে গ্যাস গ্রেণেড মারার পর গেমটি অটো ভাবে তোমাকে মাইক্যালের ভূমিকায় নিয়ে আসবে আর তার পর তোমাকে সবুজ রং চিহ্নিত কেইস থেকে জুয়েলারীগুলো সংগ্রহ করা শুরু করতে হবে।
তুমি যদি ডাকাতির জন্য ভালো এবং দক্ষ কোনো হ্যাকারকে টিমে নিয়ে থাকো তাহলে ডাকাতির জন্য টোটাল ৯০ সেকেন্ড সময় পাবে তুমি।
সবগুলো কেইস থেকে জুয়েলারী সংগ্রহ করার পর একটি ছোট কাটসিন প্লে হবে।
তারপর স্টোর থেকে বেরিয়ে এসো এবং Dirt Bike (Maibatsu Sanchez) তে করে সেখান থেকে পালিয়ে আসো। তবে খেয়াল রাখো যে তোমার পিছে অলরেডি ৪ তারকার পুলিশ লেগে গেছে। এবার ফ্র্যাঙ্কলিন এর চরিত্রে সুইচ করে তার স্পেশাল স্কিলের সৎ ব্যবহার করে পুলিশের তাড়া হতে পালানো চেষ্টা করো। হাইওয়েতে আসার পর নিচের চিত্রের টানেলে প্রবেশ করো।
নোট: তুমি যদি কোনো অদক্ষ গানম্যানকে এই ডাকাতির কাজে নিয়ে আসো তাহলে সে এই টানেলে প্রবেশের সময় উষ্ঠা খেয়ে পরে যাবে!! আর তার ড্রপ করা টাকার ব্যাগটি টানেলে ঢুকার সময় সংগ্রহ করতে ভূলে যেওনা যেন!!
টানেলের ভিতর দিয়ে যাবার সময় তুমি ফ্র্যাঙ্কলিনের সময় স্লো করে দেবার স্কিলটি অবশ্যই ব্যবহার করবে। কারণ এই চিপা রাস্তা দিয়ে বাইক চালিয়ে আসার সময় কোনো না কোনো ভাবে উষ্ঠা খাবার সম্ভাবনা থেকেই যায়।
টানেল হতে বেরিয়ে আসার পর গেমটি তোমাকে মাইক্যালের ভূমিকায় ফেরত পাঠাবে, সে ওই ভ্যানটি (Vapid Benson) চালাচ্ছে। এখানে তোমার নতুন টাস্ক হচ্ছে তোমার টিমের বাইকারদের প্রোটেক করা। আর এই কাজটি করার জন্য তোমার কোনো প্রকার অস্ত্রের ব্যবহার করার প্রয়োজন নেই। সিম্পলি পুলিশের গাড়িগুলোকে অফরোডে তাড়া করতে করতে নিয়ে আসলেই হবে। এভাবে সকল পুলিশ গাড়িদের হাত থেকে পালিয়ে আসার পর গেমটি একটি স্থানে ভ্যানটি পার্ক করতে বলবে। পার্ক করে কিছুক্ষণ অপেক্ষা করার পর বাইকারা তোমার ভ্যানে উঠে যাবে। আর মিশনটির ফাইনাল কাটসিন প্লে হবে আর ডাকাতির রেজাল্ট তোমাকে জানিয়ে দেবে।
মিশনটি কমপ্লিট করার জন্য যা যা পুরস্কার থাকবেঃ
> ফ্র্যাঙ্কলিন এর ফোনবুকে Lester এর নাম্বারটি সেভ হবে।
> বেঁচে থাকা সাথীদের স্কিলগুলো বৃদ্ধি পাবে।
মিশনটি ১০০% র্যাঙ্ক নিয়ে কমপ্লিট করতে হলে যা যা করতে হবে:
> Quick Grab - ৫০ সেকেন্ড এর ভিতর সকল জুয়েলারী চুরি করতে হবে।
> Protégé Protected - মিশনটির শেষ ভাগে এসে ফ্র্যাঙ্কলিনকে তোমার পুলিশের গাড়িদের হাত থেকে বাঁচাতে হবে।
> Clean Sweep - সকল কেইস (২০টি) থেকে জুয়েলারী সংগ্রহ করতে হবে।
আজ এ টুকুই থাক। পরের খন্ডে আরো কিছু মিশনস নিয়ে আমি চলে আসবো তোমাদেরই মাঝে।
ধন্যবাদ টিউনটি পড়ার জন্য! 😛
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
ভাই কি সব গেইম এর টিউন দেন দেখে খেলতে মন চায়। বাট পিসি যে পারেনা 🙁 । কারণ কোর আই৩