গেমস জোন [পর্ব-২৮৯] :: গ্র্যান্ড থেফট অটো ৫ – Walkthrough (৩য় খন্ড)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

আসসালামুআলাইকুম! সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জিটিএ ৫ গেমটির নির্দেশিকার ৩য় খন্ড! গত বছরের মে মাসে আমি এই গাইডটি লিখতে শুরু করি, কিন্তু তখন পর্যন্ত গেমটির পিসি সংস্করণ বের হয়নি দেখে অনেকের অনুরোধে গাইড লেখা বন্ধ রেখেছিলাম। কিন্তু এখন জিটিএ ৫ গেমটির পিসি সংস্করণ বাজারে পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম বন্ধ রাখা এই গাইডগুলো আবারো শুরু করা যাক। !!!

যারা আগের দুটি খন্ড পড়োনি কিংবা আবারো পড়তে চাও তারা চাইলেই আগের দুটি খন্ড নিচের লিংক থেকে পড়ে নিতে পারো।

 

১ম খন্ড = http://www.techtunes.io/games/tune-id/281603

২য় খন্ড =  http://www.techtunes.io/games/tune-id/286638

 

উল্লেখ্য যে, এই গাইডে ব্যবহৃত সকল চিত্র গেমটির প্লে-স্টেশন ৩ সংস্করণ হতে নেওয়া, তাই গ্রাফিক্স কোয়ালিটির ব্যাপারে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি!! লুল!

২ খন্ড অবধি আমরা গেমটির মূল স্টোরিলাইনের প্রথম ৫টি মিশন দেখানো হয়েছিলো, তাই আজ আমরা গেমটির ৬ষ্ঠতম মিশন থেকে শুরু করবো।

তো চলো শুরু করা যাক!!  😛

 

মিশন ৬: Father/Son

>> গেমটির এই ৬ষ্ঠতম মিশনটি আনলক করার জন্য তোমাকে এর আগের মিশন অর্থ্যাৎ “Complications” মিশনটি কমপ্লিট করতে হবে। এবার তুমি মাইক্যালের বাসায় গিয়ে এই মিশনটি শুরু করতে পারো। মাইক্যালের বাসাটি ওয়ার্ল্ড ম্যাপে M অক্ষরে চিহ্নিত রয়েছে। এই মিশনটি তুমি ফ্র্যাঙ্কলিন অথবা মাইক্যাল এই দুটি চরিত্রের যেকোনো একটি চরিত্র নিয়ে খেলতে পারবে। তবে এই মিশনটি তুমি মাইক্যালের ভূমিকায় খেললে ভালো হবে। কারণ এই মিশনটিতে তোমাকে উক্ত শহরের কিছু গুরত্বপূর্ণ জায়গায় যেতে হবে যেখানে মাইক্যালের ভূমিকায় খেললে তোমার জন্য সুবিধাজনক হবে আর আরেকটি কারণ হচ্ছে মাইক্যালের ভূমিকায় খেলতে মিশনটিতে একটি এডিশনাল কাটসিন দেখতে পাবে তুমি। আর মিশনটির শেষে তুমি গেমটির Car Garage System সম্পর্কে জানতে পারবে যার সাহায্যে তুমি গেমটিতে তোমার গাড়িসমূহকে ফিক্স, রি-পেইন্ট এবং আপগ্রেড করতে পারবে। <<<

 

মাইক্যালের ম্যানশন

মিশনটি শুরু করার জন্য রকফোর্ড হিলে অবস্থিত মাইক্যালের বাসাতে যাও। আমি এই মিশনটি মাইক্যাল এর ভূমিকায় খেলছি তাই সামনের গাইডটুকু মাইক্যাল চরিত্রের উপর ভিক্তি করে লেখা হয়েছে!

মাইক্যালের ম্যানশন থেকে চলে আসার আগ মূহুর্তে মাইক্যালের ছেলে জিমি মাইক্যাল মানে তোমাকে ফোন করবে এবং তোমার পারিবারিক Yacht টি (একটি বোট) চুরি হয়ে গিয়েছে এটা তোমাকে জানাবে। এও জানাবে যে, জিমি এই মুহুর্তে ওই বোটের উপর রয়েছে আর বোটটি একটি ট্রাকের উপর করে নিয়ে যাওয়া হচ্ছে।

এবার তোমার কাজ হবে মাইক্যালের ম্যানশন থেকে বেরিয়ে এসে আমান্ডার গাড়িতে (Ubermacht Sentinel) উঠে পড়া। ফ্র্যাঙ্কলিন তোমার সাথে এসে কিছুক্ষণের মধ্যেই জয়েন করবে, তারপর তোমাকে Pacific Bluffs অঞ্চলের ড্রাইভ করে যেতে হবে। ম্যাপে চিহ্নিত পয়েন্টে যাবার পর তুমি একটি ট্রাক দেখতে পাবে যেটিতে করে তোমার বোটটি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে।

সামনের ট্রাকেই তোমার বোটটি নিয়ে যাওয়া হচ্ছে!

এবার তোমার কাজ হচ্ছে ট্রাকটির পিছু নেওয়া এবং ট্রাকটির যথাসম্ভব কাছে যাওয়া যাতে তোমার গাড়ি থেকে ফ্র্যাঙ্কলিন ট্রাকে লাফ দিতে পারে। এক্ষেত্রে তোমাকে খুব সাবধানতার সাথে গাড়ি চালাতে হবে, জায়গায় জায়গায় উষ্ঠা খেলে চলবে না!! লুল

ট্রাকটির যত কাছে নিয়ে যাওয়া যায় ততই উত্তম!

বিঃদ্রঃ যখনই তুমি ট্রাকটির পিছনে চলে আসবে আর যখন ফ্রাঙ্কলিন লাফ দেবার জন্য প্রস্তুত হবে তখন তুমি তোমার গাড়িটির স্টিয়ারিং হুইল এর উপর থেকে নিয়ন্ত্রণ হারাবে, তবে যেহেতেু মিশনটি একটি সোজা হাইওয়ের পথে খেলা হচ্ছে তাই এই বিষয়টি আশা করি তোমার তেমন কোনো সমস্যা হবে না।

 

ফ্রাঙ্কলিন ট্রাকে উঠে যাবার পর একজন শত্রুর সাথে ধস্তাধস্তি শুরু হবে। এখন গেমটি তোমাকে Movie Camera মোড গ্রহণ করার জন্য সাজেষ্ট করবে, এটা তোমার ইচ্ছে তুমি এই ক্যামেরা ভিউ মোডটি ব্যবহার করবে কিনা। কারণ এখন তুমি নিজে ফ্রাঙ্কলিন এর ভূমিকায় খেলতে পারবে না। তাই তোমাকে মাইক্যাল হয়ে ফ্রাঙ্কলিন এর সাহায্য করতে হবে। সে জন্য ধস্তাধস্তিরত শত্রুর মাথায় গুলি করে তুমি ফ্র্যাঙ্কলিন কে বাচাঁতে পারো।

ট্রাকটিকে হারিয়ে ফেললে চলবে না। Keep your speed!!

এরপর মিশনটির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ আসবে। আর তা হলো এবার মাইক্যাল মানে তোমাকে জিমি কে বাঁচাতে হবে। জিমি ঘটনাবসত ট্রাক হতে বেরিয়ে আসা বোটের পাল এর উপর চলে আসবে আর আস্তে আস্তে নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারাবে। অনেকটা জিটিএ স্যান এনড্রেস এর শেষ মিশনটার মতো।

জিমিকে বাঁচানোর জন্য তার কাছাকাছি তোমাকে গাড়িটি ড্রাইভ করে নিয়ে যেতে হবে

এখানে তোমাকে ট্রাকটির পাশাপাশি ড্রাইভ করে নিয়ে যেতে হবে তোমার ছেলে জিমিকে উদ্ধার করার জন্য। ট্রাকটির পাশাপাশি ড্রাইভ করে এলে জিমি তোমাকে গাড়িতে লাফ দিবে আর তারপর ফাইনাল মুভমেন্ট হিসেবে তোমাকে আবারো গাড়িটিকে ট্রাকের পেছনে ড্রাইভ করে নিয়ে যেতে হবে যাতে ফ্র্যাঙ্কলিন তোমার গাড়িতে লাফিয়ে চলে আসবে পারে।

 

মূলত মাইক্যাল এর ড্রাইভিং স্কিল নেই তাই Yacht বোটটি উদ্ধার কাজ ব্যার্থ হবে! এবং এখানে তোমার কোনো দোষ নেই, এটা গেমের একটি স্ক্রিপ্ট!! যাইহোক এবার ফ্র্যাঙ্কলিন তোমাকে বলবে যে Los Santos Customs Car garage যে গাড়িটি নিয়ে যেতে। সেই জায়গায় যাবার পর গাড়িটিকে নিদির্ষ্ট জায়গায় পার্ক করো এবং গেমটির একটি কাটসিন চালু হবে। এখানে তুমি গাড়ি কিভাবে রিপেয়ার করতে হয় তা দেখবে এবং শিখবে!

 

গাড়ি গ্যারেজ!
গাড়ি রিপেয়ার করা ছাড়া আর কোনো গতি নেই!

 

মিশনটির পরবর্তী অংশটুকুতে তুমি ফ্র্যাঙ্কলিন এর ভূমিকায় খেলবে। আর তোমার কাজ হচ্ছে সদ্য রিপেয়ার করা গাড়িটি নিয়ে মাইক্যালের ম্যানশনে ফিরে আশা। তবে খেয়াল রাখতে হবে যাতে এই নতুন গাড়িতে আবার “নতুন” করে কোনো ড্যামেজ না বসে!!!

 

মিশনটি কমপ্লিট করার জন্য Reward হিসেবে যা যা থাকছেঃ

> মাইক্যাল এবং জিমির ফোন নাম্বার ফ্র্যাঙ্কলিন এর মোবাইলে সেভ করা থাকবে।

> মাইক্যালের ম্যানশনটি এর সকল সুবিধা সহ আনলক হবে।

> মাইক্যালের গাড়ি (Obey Tailgater) আনলক হবে।

> মাইক্যাল ম্যানশনের সাথের গ্যারেজটি আনলক হবে।

> World Map এর যাবতীয় Car Garages আনলক হবে!

 

মিশনটি ১০০% র‌্যাঙ্ক নিয়ে কমপ্লিট করতে হলে যা যা করতে হবেঃ

> Quick Catch - জিমিকে ঝুলন্ত অবস্থা থেকে ১০ সেকেন্ডর ভিতর তোমাকে উদ্ধার করতে হবে।

> Not a Scratch - রিপেয়ারিং এর পর তুমি আমান্ডার গাড়িতে নতুন করে কোনো প্রকার ড্যামেজ খাওয়াতে পারবে না!

 

 

মিশন ৭: The Long Stretch

>> আগের মিশনটি কমপ্লিট করার পর এই মিশনটি আনলক হবে। মিশনটি শুরু করার জন্য তোমাকে ফ্র্যাঙ্কলিন এর বাসায় যেতে হবে। আর মিশনটিতে তোমাকে ফ্র্যাঙ্কলিন এর ভূমিকায় খেলতে হবে। আর বলতে গেলে এখান থেকে গেমটির কঠিন মিশন শুরু। কারণ এই মিশনটিতে তোমাকে দ্রততার সাথে গোলাগুলি করতে হবে আর একই সাথে তোমার হেলথ এবং তোমার সাথীদের হেলথ এর দিকেও নজর রাখতে হবে! আর মিশনটির শেষ অংশে তিন তারকা পুলিশের ধাওয়া তোমার জন্য অপেক্ষা করবে!! তবে এই অবস্থাটি সামাল দিতে তোমাকের ফ্র্যাঙ্কলিন এর স্কিল এর সৎ ব্যবহার করতে হবে!! <<

 

সেই বিখ্যাত Ammu Nation স্টোর!!

ফ্র্যাঙ্কলিন এর বাসায় প্রবেশ করার পরই একটি কাটসিন শুরু হবে এবং একই সাথে মিশনটিও শুরু হবে। কাটসিনটি শেষ হলে বিল্ডিং এর সামনে পাকিং করা Albany emperor গাড়িতে উঠে পরো এবং ম্যাপে চিহ্নিত Ammu-Nation স্টোরে ড্রাইভ করে নিয়ে যাও। যেখানে তুমি অস্ত্র এবং গোলাবারুদ কিনতে পারবে।

স্টোরে প্রবেশ করো এবং সেলসম্যান এর কাছে গিয়ে ক্রয় প্রক্রিয়া শুরু করো। মিশনটির জন্য তোমাকে ৫৫০ ডলার মূল্যের পাম্প শটগান এবং আপগ্রেড হিসেবে ৪৭২ ডলার মূল্যের ফ্ল্যাশলাইট ক্রয় করতে হবে। আর তোমার কাছে যদি এক্সট্রা টাকা পয়সা থাকে তাহলে শপিং চালিয়ে যাও! সমস্যা নাই!! শপিং শেষ হলে তোমাকে গাড়িতে ফিরে আসো!

 

একটি শটগান আর ফ্ল্যাশলাইট কিনতে হবে তোমাকে!

এবার তোমার পরবর্তী টার্গেট হচ্ছে রিসাইকেলিং প্ল্যান্টে যাওয়া যেটি গেমটির ম্যাপে চিহ্নিত করে দেওয়া থাকবে। সেখানে যাবার পর তোমার শটগানটি নিয়ে রেডি হও এবং বিল্ডিংয়ে প্রবেশ করে উপরের তলায় যাও আর তারপর গেমটি তোমাকে আরেকটি কাটসিন দেখাবে।

 

প্রবেশ পথ

কাটসিন শেষ হবার পরপরই গোলাগুলির অংশ শুরু হবে!! রুমের ভিতরে অনেকগুলো বাক্স দেখতে পারে সেগুলো তোমাকে ভালো কভার দিবে, বাক্সগুলো পেছনে গিয়ে কভার নাও এবং ………. Start Shooting!!!

ভালো একুরেসি পাবার জন্য শটগানই উত্তম!

তবে তোমার নিজের হেলথ এর পাশাপাশি Lamar এবং Stretch এর হেলথ এর দিকেও খেয়াল রাখতে হবে, তারা মরে গেলেও কিন্তু মিশন অটোমেটিক ফেইল!!

প্রথম শত্রু গ্রুপকে খতম করার পর সেখান থেকে পড়ে থাকা অস্ত্র এবং গোলাবারুদ গুলো সংগ্রহ করো এবং তোমার বন্ধুদেরকে অনুসরণ করতে থাকো!

এই দুই বলদ হঠাৎ করে চলে আসবে, এদের কে দ্রুত খুন করতে হবে তোমাকে!

এবার তোমার সামনে বিদ্যুতের ঝটকার মতো দুজন শত্রু এসে পরবে আর তোমাকেও অতি দ্রুততার সাথে তাদেরকে খতম করতে হবে! আর এই খানে শটগানটি তোমার বেশ কাজে আসবে!

সিড়ি ধরে এগিয়ে যাও আর এক সময় তুমি একটি বিশাল রুমে পৌছে যাবে। আর বড় রুমে শুটআউট করার সময় বাম দিকে থেকো কারণ কিছুক্ষণের মধ্যেই রুমে ডান অংশে আগুন ধরে যাবে!

 

এই বড় রুমের বাম অংশে থাকা উত্তম!

এবার তোমাকে বিল্ডিং হতে পালাতে হবে! Exit দরজাটি দিয়ে বেরোনো সময় পথিমধ্যে একটি First-aid-kit পাবে, সেটিকে কাজে লাগাও! আর দরজাটির সাথে শেষ শত্রুর গ্রুপ থাকবে! তাদেরকে খতম করে বিল্ডিং হতে বেরিয়ে আসো।

এবার তোমার পেছনে পুলিশের হেলিকপ্টার লাগবে! দ্রুত তোমার Inventory থেকে Assault Rifle বের করো এবং হেলিকপ্টারের দুজন স্নাইপারগুলোকে শেষ করো! তারপর Lamar কে অনুসরণ করে হলুন ল্যাডারের দিকে দৌড়াতে থাকো!! এরপর নিজে তুমি একটি চার দরজার গাড়ি দেখতে পাবে এবং সময় নষ্ট না করে গাড়িটিতে উঠে পরো এবং ভাগো!!!!!

সম্পূর্ণ হেলির উপর না গিয়ে শুধু মাত্র দুটি স্নাইপারকে খতম করলেই কাজ হয়ে যাবে!
ছাদের উপ্রে দিয়ে পালাও!!

তো এখন তোমার পিছনে ৩ স্টার বিশিষ্ট পুলিশ ধাওয়া করছে আর সাথে ওই হেলিকপ্টারটি তো আছেই! আর এইসব মামাদের ধাওয়া থেকে পালিয়ে আসার জন্য তোমাকের ফ্র্যাঙ্কলিনের স্পেশাল ড্রাইভিং স্কিলটি ব্যবহার করে দ্রুততার সাথে চিপা গলির রোডে চলে আসতে হবে এবং ধাওয়াটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

পুলিশের হাত থেকে পালিয়ে আসার পর মিশনটি শেষ করার জন্য তোমাকে ফ্র্যাঙ্কলিন এর বাসায় ফিরে আসতে হবে!

 

ফ্র্যাঙ্কলিনের ড্রাইভিং স্কিলের সাহায্য নিয়ে নিজের বুদ্ধি দিয়ে পুলিশের হাত থেকে পালিয়ে আসো . . ..

মিশনটি কমপ্লিট করার জন্য Reward হিসেবে যা যা থাকছেঃ

> ফ্র্যাঙ্কলিনের মোবাইলে Stretch এর নাম্বার টি সেভ হবে!!

 

মিশনটি ১০০% র‌্যাঙ্ক নিয়ে কমপ্লিট করতে হলে যা যা করতে হবেঃ

> Accuracy - মিশনটিতে তোমার ৬০% একুরেসি থাকতে হবে! এরজন্যই গেমটিতে শটগান অস্ত্রটি ব্যবহার করা উত্তম! আর প্রয়োজন না পড়লে গুলি করা থেকে বিরত থাকতে হবে তোমাকে! আর ওদিকে হেলিকপ্টারের দুজন স্নাইপারকে মারার পর অযথা হেলিকপ্টারের দিকে এলোপাথারী গুলি ছোড়ার দরকার নেই!

> Headshots - হুমম!! অন্তত ১০ জনকে তোমার মাথায় গুলি করে খুন করতে হবে!

> Unmarked - মিশনটিতে তুমি কোনো প্রকার হেভি ড্যামেজ নিতে পারবে না, তাই কভার এর সুষ্ঠু ব্যবহার করতে হবে। আর হেলিকপ্টারের স্নাইপারের গুলি এবং শেষ অংশের পুলিশের ধাওয়া যাতে তোমাকে ব্যাপক ভাবে আহত করতে না পারে সেটির দিকেও নজর রাখতে হবে!

> Time - সম্পূর্ণ মিশনটি তোমাকে ১০ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে! তাই সময় বাঁচানোর জন্য Ammu-Nation স্টোরে বেশিক্ষণ থাকা যাবে না এবং ফাইনাল পুলিশের ধাওয়া হতে যথাসম্ভব দ্রুত পালিয়ে আসতে হবে!

 

মিশন ৮ : Marriage Counseling

>> এই মিশনটি তুমি ফ্র্যাঙ্কলিন অথবা মাইক্যাল যেকোনো ভূমিকায় খেলতে পারবে। আর মিশনটি তেমন কঠিন নয় তবে গাড়ি থেকে গোলাগুলি হবে তাই তোমার চরিত্রের জন্য আগে থেকেই যেকোনো একটি অটোমেটিক অস্ত্র তৈরি করে রাখা বুদ্ধিমানের কাজ!<<

 

উমম আগের মিশনের মতোই এই মিশনটিরি শুরুতেই গেমটি তোমাকে একটি চরিত্র বেছে নিতে বলবে, আর আমার হিসেবে এই মিশনে তুমি মাইক্যালের চরিত্রে খেলা উত্তম কারণ মাইক্যালের হয়ে খেললে গেমটি একটি অতিরিক্ত কাটসিন তোমাকে দেখাবে!! কাটসিনে টেনিস মাষ্টারকে আমান্ডার সাথে “একই বিছানায়” দেখা যাবে!! আর তুমি তাদেরকে হাতেনাতে ধরে ফেলবে!!

 

এখন মিশনটিতে কাজ হচ্ছে ওই টেনিস মাষ্টারকে পাকরাও মানে ধরা!! তবে অলরেডি মাষ্টার সাহেব ম্যানশন থেকে পালিয়ে যাচ্ছেন!! তাই তোমাকেও ম্যানশন হতে বেরিয়ে আসতে হবে এবং ড্রাইভওয়েতে পাকিং করা ট্রাক (Bravado Bison) টিতে উঠে পড়তে হবে! কিছুক্ষণের মধ্যেই ফ্র্যাঙ্কলিন তোমার সাথে জয়েন করবে এবং তারপর .. . . . টেনিস মাষ্টারকে ধাওয়া করতে হবে!

 

এই সাদা মিনি ট্রাকে উঠে পড়ো!
পাহাড়ী অঞ্চলের রাস্তা তো! তাই একটু চিপা, সাবধানতার সাথে ড্রাইভ করতে হবে !

 

ধাওয়াটি তোমাকে Vinewood Hills অঞ্চলের রাস্তাগুলোর মধ্য দিয়ে নিয়ে যাবে, আর এই পাহাড়ি অঞ্চলের রাস্তাগুলো একটি সড়ু আর যেহেতু তুমি মাইক্যালের ভূমিকায় ড্রাইভ করছো তাই তোমাকে একটু সাবধানতার সাথে ট্রাকটি ড্রাইভ করতে হবে। আর স্ক্রিপ্ট অনুসারে একসময় তুমি টেনিস মাষ্টারকে হারিয়ে ফেলবে! সমস্যা নেই! ধাওয়ার এক পযার্য়ে এসে তোমাকে Asphalt Road তে আসতে হবে এবং এরপরই আরেকটি কাটসিন প্লে হবে!

 

এরপর ফ্র্যাঙ্গলিন রশির সাহায্যে খুঁটিটি ট্রাকের সাথে বেঁধে দিবে। এবার তোমার কাজ হচ্ছে Acceleration বাটনটি চেপে ধরে রাখা যাতে ট্রাকটি ওই খুঁটিটি ভেঙ্গে ফেলতে পারে আর তারপর ব্যালকনিটি ধসে পড়বে!! কাজ শেষ!! এবার মাইক্যালের ম্যানশনে ফিরে আসতে পারো!

 

acceleration বাটন চেপে ধরে রাখো, কিছুক্ষণের মধ্যেই ব্যালকনিটি ধসে পরবে!!

কিন্তু না!! কিছুক্ষণ পড়েই একটি ফোনকলের মাধ্যমে তুমি জানতে পারবে যে তুমি যে ব্যালকনিটি ধ্বংস করেছে সেটি আসলে একটি কুখ্যাত গুন্ডা Martin Madrazo এর ব্যালকনি!! আর তারপরই মার্টিনের সাঙ্গো পাঙ্গোরা তোমাদের ট্রাকের পিছনে ধাওয়া করতে আসবে!! গেমের সাজেশন মতো তুমি ফ্র্যাঙ্গলিনকে শুট করতে দাও! আর গুলি করার সময় ধাওয়াকৃত গাড়ির ড্রাইভার কে টার্গেট করে গুলি করলে ভালো হয়! আর এখানে যেকোনো অটোমেটিক রাইফেল তোমার বেশ কাজে দিবে।

 

সবার আগে ড্রাইভারকে টার্গেট করো!
মিশন খালাস!

সবগুলো গাড়ি ধ্বংস করার পর যদি পুলিশ মামাও তোমার পেছনে ধাওয়া শুরু করে তাহলে পুলিশের ধাওয়া হতে পালিয়ে আসো প্রথমে, তারপর মিশনটি শেষ করার জন্য মাইক্যালের ম্যানশনে ড্রাইভ করে এসো।

 

মিশনটি কমপ্লিট করার জন্য Reward হিসেবে যা যা থাকছেঃ

> ফ্র্যাঙ্কলিনের মোবাইলে Lester এর নাম্বার টি সেভ হবে!!

 

মিশনটি ১০০% র‌্যাঙ্ক নিয়ে কমপ্লিট করতে হলে যা যা করতে হবেঃ

> Not a Scratch - এটা একটু কঠিন জিনিস। যে ট্রাকটিতে তুমি ড্রাইভ করবে সেটিতে কোনো প্রকারের ড্যামেজ দেওয়া চলবে না। আর সেটা একটু কঠিনই যখন মিশনটির শেষের দিকে গোলাগুলি আদান-প্রদান হবে!

> Time - সম্পূর্ণ মিশনটি তোমাকে ৫ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে!

> Drive-by Killer - মাটির্নের গুন্ডাদের গাড়ি তে শুটিং করার জন্য তোমাকে অন্তত ৩ জন কে খুন করতে হবে! তাই ড্রাইভারের পাশাপাশি অন্তত ২ জন গুন্ডাকে খতম করতে হবে তোমাকে!

 

 

মিশন ৯: Daddy’s Little Girl

>> এই মিশনটি তোমাকে মাইক্যালের ভূমিকায় খেলতে হবে। আর এই মিশনে তুমি বেশ কিছু নতুন জিনিসের সাথে পরিচিত হবে। যেমন বাইসাইকেলে চড়া, Jet Skis তে চড়া, সুইমিং ইত্যাদি জিনিস গুলো এই মিশনে তুমি পাবে। <<<

 

মিশনটি শুরু করার জন্য মাইক্যালের ম্যানশনে যেতে হবে। একটি কাটসিন প্লে হবে। কাটসিন শেষে ম্যানশনটি থেকে বেরিয়ে আসো এবং মাইক্যালের গাড়ি (Obey Tailgater) তে উঠে পড়ো এবং Vespucci Beach অঞ্চলে ড্রাইভ করে যাও! সেখানে যাবার পর গাড়ি থেকে নেমে এসো এবং বাইক রেন্টাল স্ট্যান্ডে যাও!

Rent-a-bike!!!

এখান থেকে যেকোনো একটি সাইকেল পছন্দ করে রেস শুরু করো। প্রথম দিকে গেমটি বাইসাইকেল চালানোর যাবতীয় টিপস দেখিয়ে দেবে। আর যেহেতু মাইক্যালের ফিটনেস কম তাই সাইকেলটি বেশি জোরে চালাতে পারবে না তুমি!! রেস শেষে তুমি আরেকটি কাটসিন দেখতে পাবে।

এই শরীলে আর কষ্ট সয় না!!!
বোটে সুইমিং করে যাবার সময় তাড়াতাড়ি করা উত্তম!

কাটসিন শেষে এবার সমুদ্রের মধ্যে থাকা Yacht বোটটিতে যেতে হবে। দৌড়িয়ে গিয়ে সমুদ্রে ঝাপ দাও আর বোটটির দিকে সাতাঁতে থাকো। বোটটিতে উঠার পর আরেকটি কাটসিন দেখাবে তোমাকে।

এবার বোট হতে আবারো লাফিয়ে সমুদ্রে ঝাপ দিতে হবে তোমাকে আর একটি Jet Ski (Speedophile Seashark) তে উঠতে হবে। আর একটি ধাওয়া করতে হবে তোমাকে। তোমার পেছনে বসা Tracy এর নির্দেশ অনুসারে ধাওয়াটি চালিয়ে যাও। আর জেট স্কি ড্রাইভ করা তত কঠিন নয় তাই Accelerator বাটনটি ছাড়ার দরকার নেই। গেমটির নির্দেশ মতো পয়েন্টে যাবার একসময় মিশনটি শেষ হবে।

 

জেট স্কি নিয়ে কাছের একটি টানেল দিয়ে বেরিয়ে যাও
আরেকটু সামনে গিয়েই মিশন শেষ!

 

 

মিশনটি কমপ্লিট করার জন্য Reward হিসেবে যা যা থাকছেঃ

> Triathlon Sports খেলাটি আনলক হবে।

 

মিশনটি ১০০% র‌্যাঙ্ক নিয়ে কমপ্লিট করতে হলে যা যা করতে হবেঃ

> Fastest Speed - যদিও এটা নিড ফর স্পিড না তবে এখানে তোমাকে জেট স্কি চালানোর সময় এর সবোর্চ্চ গতিতে নিয়ে যেতে হবে। এটা কোনো সমস্যাই না বরং উল্টো এর চেয়ে বেশি স্পিডেও চালাতে পারবে তুমি।

> Stabilizer - বাইসাইকেল রেসের সময় সাইকল হতে উষ্ঠা খেয়ে পড়ে যাওয়া চলবে না!

> Faster Than Fish - Yacht বোটটিতে এক মিনিটের মধ্যে সুইমিং করে পৌছাতে হবে তোমাকে! যদিও মাইক্যালের ফিটনেস এর যেই করুণ দশা!!

 

মিশন ১০ : Friend Request

>> এখানে লক্ষ্যনীয় বিষয় যে ৮নং মিশনটি কমপ্লিট করার পরেই এই মিশন এবং এর আগের মিশনটি আনলক হবে, আমি প্রথমে আগের মিশনটি খেলেছি তাই আগের মিশনটি ৯ নাম্বার হিসেবে এখানে দিলাম! এই মিশনটিও তোমাকে মাইক্যাল এর ভূমিকায় খেলতে হবে। মিশনটিতে গেমের সামাজিক যোগাযোগ মাধ্যম LifeInvader এর হেডকোয়াটারে তোমাকে ভিজিট করতে হবে আর কাপড়ের স্টোরেও একটু ঢু মেরে আসতে হবে তোমাকে! <<<

 

Lester's house

মিশনটি শুরু করার জন্য তোমাকে Lester এর বাসায় যেতে হবে। Lester এর বাসাটি Southeastern Los Santos এর El Burro Heights অঞ্চলে রয়েছে। বাসাটির সামনে আসার পর বাসায় প্রবেশ করো আর একটি কাটসিনের মাধ্যমে মিশনটি শুরু হবে।

 

মিশনটির প্রথম অবজেক্টিভ হচ্ছে কোম্পানিতে অনুপ্রবেশের জন্য তোমার চাই ওই কোম্পানির নিজস্ব পোশাক। আর সেটা পাবার জন্য তোমাকে শহরের উত্তরের দিকের Vinewood অঞ্চলে অবস্থিত Suburban ক্লথ স্টোরে যেতে হবে। স্টোরে গিয়ে ১২০ ডলার খরচ করে উক্ত ড্রেসটি তোমাকে ক্রয় করতে হবে!

 

কাপড়ের স্টোর

কেনাকাটা হয়ে গেলে এবার তোমাকে Rockford Hills এর দিকে ড্রাইভ করে যেতে হবে যেখানে ওই LifeInvader এর মূল অফিস রয়েছে। এখানে আসার পর তোমাকে কোয়াটারের পেছনের দিকের দরজা দিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর একটি কাটসিন শুরু হবে।

 

পেছনের দরজা

এবার তোমাকে একটি মজাদার মিনিগেম খেলতে হবে!! যাই হোক ব্রাউজারের সকল পপ আপ এডগুলো মুছে দাও X বাটনে ক্লিক করে করে, এবার ডেক্সটপের বাম দিকে অবস্থিত AntEater Antivirus আইকনে ক্লিক করে এন্টি ভাইরাস প্রোগ্রামটি চালু করতে হবে এবং কম্পিউটারটি স্ক্যান করতে হবে। তারপর এক পযার্য়ে আরেকটি কাটসিন প্লে হবে।

Ant Eater Antivirus !! দারুণ নাম!

 

এবার তোমাকে সামনের দিকের সাইড রুমে যেতে হবে আর সেখানে গিয়ে মাইক্যাল এই প্রোটোটাইপ ডিভাইসটি মোডিফাই করবে। এরপর একই পথ ধরে LifeInvader অফিস থেকে বেরিয়ে আসো। তারপর সরাসরি Lester এর বাসায় না এসে মাইক্যালের ম্যানশনে চলে আসো ড্রাইভ করে এবং ম্যানশনে প্রবেশ করে লিভিং রুমে যাও আর টিভি চালু করো।

 

ডিভাইসটি নিয়ে এই রুমে যেতে হবে
আইফোন নাকি!

 

এবার টিভি চ্যানেল পাল্টাতে থাকো, এক পর্যাযয়ে Jay Norris এর একটি এনাউন্সমেন্ট শুনতে পাবে। তারপর তোমার কাজ হবে মাইক্যালের ইনভেন্টরি থেকে মোবাইলটি নেওয়া এবং Jay Norris কে ফোন দেওয়া। তারপর টিভি দারুণ একটি জিনিস দেখাবে আর মিশন এখানেই শেষ!!

 

 

 

মিশনটি কমপ্লিট করার জন্য Reward হিসেবে যা যা থাকছেঃ

> স্টক মার্কেট আনলক হবে যদি তুমি Lester এর ইমেইল থেকে উক্ত লিংকটিতে ক্লিক করে ব্রাউজ করো।

> মাইক্যালের মোবাইলে Rickie Lukens এর নাম্বার টি সেভ হবে!!

 

 

মিশনটি ১০০% র‌্যাঙ্ক নিয়ে কমপ্লিট করতে হলে যা যা করতে হবেঃ

> Time - সম্পূর্ণ মিশনটি তোমাকে ৮ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে! তাই LifeInvader Corporation এর অফিসে বেশি সময় নষ্ট করলে চলবে না।

> Popups Clear - তোমাকে সকল পপ আপ এড ৩২ সেকেন্ডের মধ্যে মুছে ফেলতে হবে! এবং এটা তেমন কোনো ব্যাপার না!!

 

 

তো আজ এতোটুকুই থাক! জিটিএ ৫ গেমটিতে মূল মিশন রয়েছে প্রায় ৬৯টি। মাত্র ১০টি মিশন শেষ করলাম! সো বোঝাই যাচ্ছে সামনে আরো অনেকগুলো টিউন করতে হবে আমাকে। তবে যাই হোক, বেশি গেম খেলা তোমার এবং তোমার কম্পিউটার উভয়ের জন্যই ক্ষতিকর!!

 

 

সবাইকে বৃষ্টি মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি!! 😆

 

 

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক গুলো ধইন্ন মিয়া বাই, আচ্ছা এইটার পিসি ভার্সন কতো জিবি? উইন্ডোজ 10 এ কি সাপোর্ট করে?

    সেটআপ ফাইল ৬২ গিগাবাইট। ইন্টসল দিয়ে দেখি নি। ৬৪ বিট OS ছাড়া গেমটি চলবে না

Welcome Back bro 😛

bro website fixed!!! http://www.gamewala.net is up and runing

অনেক দিন পর ভাই

গ্রাফিক্স কার্ড পাল্টাইবার সময় আইসা গেল মনে হয়, ধন্যবাদ টিউনটির জন্য।

nice