NotePad দিয়েই তৈরি করুন গেম !!!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

টেকটিউনস এ এটা আমার ২য় টিউন। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। ভাল টা ই আশা করছি :-P। ভাল লাগলে অবশ্যই জানাবেন। তাহলে আরো ভাল ভাল টিউন করার প্রেরণা পাব। আমার কোনো ভুল-ত্রুটি থাকলে সরাসরি বলবেন, আমি ঠিক হয়ে যাওয়ার চেষ্টা করব। আর বকবকানি করব না, এখন আসি কাজের কথায় :-P।

 

অনেক তো বড় বড় গেম খেললেন! এবার খেলুন নিজের বানানো গেম!! নিজের বানানো গেম খেলুন এবং বন্ধুদের ও খেলতে দিন। কি ভাবছেন??? কিভাবে বানাবেন গেম??!! নো টেনশন ডেয়ার, বিকজ আই এম হীয়ার!! আজ আমি দেখাবো কিভাবে NOTEPAD দিয়েই html এর মাধ্যমে  গেম তৈরি করা যায়। এজন্য নিচের ছোট ছোট ধাপ গুলো অনুসরণ করুন।

 

১। প্রথমে নিচের কোড গুলো কপি করুন।

২। NOTEPAD ওপেন করে পেস্ট করুন।

৩। Hard Block.html নামে সেভ করুন।

৪। ওপেন করে খেলা শুরু করুন। (4 ও 6 দিয়ে কন্ট্রল করুন)।

 

😀 গেম কোডঃ 😀

 

টেকটিউনস এর নীতিমালার কারণে কোড টা এখানে দেওয়া গেল না। কোড টা এখান থেকে কপি করেন Code

 

 😀  গেম কোড ফিনিশ। 😀 

 

 

অথবা গেম টা এখান থেকেও ডাউনলোড দিতে পারেন Download Here .

 

 

 

বিঃদ্রঃ গেম টার মালিক আমি না। আমি আমার এক কাজিন এর কাছে থেকে নিয়েছি এবং সে আমাকে এটা পাবলিশ করার অনুমতি দিয়েছে। আপনাদের ভাল লাগলে জানাবেন।

 

প্রয়োজনে ফেবু তে পাশে আছি নিশাদ

 

 

 

 

 

 

 

Level 0

আমি নওশাদ রহমান নিশাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি নিশাদ। টেকটিউন্স এর চরম ভাবে ভক্ত আমি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

good

সংগ্রহে রাখলাম, খেলাটা ভালো লাগলো না, তবে কোড টা আমার কাজে লাগবে ।

Level 1

বেশ সুন্দর প্রোগ্রামিং