আপনার এন্ড্রয়েডের জন্য নিয়ে নিন কিছু লেটেস্ট গেমস্‌ !! গেমাররা অবশ্যই দেখবেন..

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেম খেলতে কে না ভালোবাসে? ছোটো থেকে বড় সে যেই হোক না কেনো সুযোগ পেলেই হারিয়ে যায় গেমের ভুবনে।

আবার কিছু পোলাপান আছে যারা গেম ছাড়া কিচ্ছু বুঝেনা।অবশ্য ওদের সাথে গেম খেলে সবাই পেরে উঠেনা।
আজকে আপনাদের সাথে বর্তমান সময়ের কিছু জনপ্রিয় HD গেম শেয়ার করবো।আর আপনি যদি গেমার হয়ে থেকেন,তবে এগুলো না খেললে আপনার গেমিং লাইফ বৃথা।
তাহলে চলুন শুরু করা যাক-
#1.Marvel contest of champions-
 মার্বেল কমিক হয়তো দেখেছেন ছোটোবেলায়। তাহলে এবার মার্বেল বাবুকে নিয়ে নাড়াচড়া করুন।
http://i.imgur.com/I2u8Jtj.jpg?1
Size- 408 MB.
Requires Android 4.0 and up

 

 #2.WWE Immortals-
এটা কি ধরনের গেম আশা করি বুঝতে বাকি নেই। অসাধারন একটা গেম।গ্রাফিক্স এর মাত্রাও চড়ম।খেলে দেখতে পারেন। আশা করি  ভালো লাগবে।

http://i.imgur.com/1XqK78T.png?1

Category : Action
Developer : Warner Bros. International Enterprises
Version :
Publish Date : June 2, 2015
File Size : Undefined
Installs : 1,000,000 - 5,000,000
Requires Android : 4.0 and up
#3.Frozen Synapse-
আমার প্রিয় একটা গেম।এটা মূলত স্ট্রেটেজি গেম।আপনার বুদ্ধিমত্তাকে ঝালিয়ে নিতে এটা খেলতে পারেন।
 
http://i.imgur.com/fhJlVsC.png?1

Game Name : Frozen Synapse 1.0.1

Category : Strategy
Developer : Mode 7 Limited
Version : 1.0.1
Publish Date : January 13, 2014
File Size : 214M
Installs : 10,000 - 50,000
Requires Android : 3.0 and up
Play Store Price:3.11$

#4 XCOM: Enemy Within- 

 এটাও একটা স্ট্রেটেজি গেম।এটাকে এন্ড্রয়েড ফোনের অন্যতম স্ট্রেটেজি গেম বলা হয়ে থাকে। প্রথমে এটি পিসির জন্য নির্মিত হয়।পরবর্তিতে এন্ড্রয়েডের জন্য ডেভেলোপ করা হয়। 
 http://i.imgur.com/0ICu8rI.png?1
Game Name : XCOM®: Enemy Within 1.2.0

Category : Strategy

Developer : 2K Games, Inc.
Version : 1.2.0
Publish Date : November 29, 2014
File Size : 2.8G
Installs : 10,000 - 50,000
Requires Android : 4.0 and up
Play Store Price:4.99$

#5 Brothers in Arms 3- 

এ্যকশন গেম কার না ভালো লাগে? আর সেটা যদি হয় Brothers in Arms 3, তাহলে তো কথাই নাই। অসম্ভব রকম ভালো একটা গেম।এর গ্রাফিক্স আপনাক পাগল করে  দেবে।যদি না খেলে থাকেন তাহলে এক্ষুনি ডাউনলোড করে ফেলুন।
 

Game Name : Brothers in Arms® 3 1.2.1bCategory : Arcade

Developer : Gameloft
Version : 1.2.1b
Publish Date : June 22, 2015
File Size : 754M
Installs : 5,000,000 - 10,000,000
Requires Android : 4.0 and up



#6 The Walking Dead- 
 আপনি কি ভৌতিক গেম খেলতে পছন্দ করেন? তাহলে এটা খেলতে পারেন।আপনাকে অন্যরকম একটা অভিজ্ঞতা দিবে।এর দুইটা পার্ট রয়েছে,আপনি চাইলে যেকোনো  পার্ট ডাউনলোড দিতে পারেন। তবে যেসকল লোক আমার মতো একটু বেশীই সাহসী তাদেরকে বলবো আপনারা এইসব গেম থেক দূরে থাকুন।
 
Game Name : The Walking Dead: Season One

Category : Adventure

Developer : Telltale Games
Version :
Publish Date : November 3, 2014
File Size : Undefined
Installs : 5,000,000 - 10,000,000
Requires Android : 2.3.3 and up

#6 Monument Valley- 
অনেকেই পাজল গেম খেলতে পছন্দ করেন। তাদের জন্যই এই গেমস্‌। এন্ড্রয়েড ফোনের জন্য বেস্ট একটা পাজল গেম। ২০১৪ সালে প্লে স্টোরের বেস্ট পাজল গেমের স্বীকৃতি প্রাপ্ত।আপনি যদি পাজল গেম খেলে থাকেন, তবে এটি খেলতে বলবো। প্লে স্টোরে এর মূল্য 4.67$. 

Game Name : Monument Valley 2.3.0

Category : Puzzle

Developer : ustwo
Version : 2.3.0
Publish Date : June 24, 2015
File Size : 240M
Installs : 500,000 - 1,000,000
Requires Android : 2.3.3 and up
#Asphalt 8- 
আমার মনে হয়না এটা নিয়ে কিছু বলতে হবে। কম-বেশী সবাই এটা নিয়ে জানেন।রেসিং এর জগতে এর সাথে কোনো গেমস এর তুলনা করে চলেই না।এর গ্রাফিক্স সবাই পছন্দ করে। 

http://i.imgur.com/AeFmZbs.jpg?1 
Game Name : Asphalt 8: Airborne 1.9.1b

Category : Racing

Developer : Gameloft
Version : 1.9.1b
Publish Date : June 19, 2015
File Size : 1.49G
Installs : 10,000,000 - 50,000,000
Requires Android : Varies with device

প্রথম প্রকাশিত এখানে
সময় পেলে আমার ব্লগ ঘুরে আসবেন- ফালতুসাইট.নেট

শেষকথাঃ সারাদিন গেম খেইলেন না ভাই, এটা কিন্তু মারাত্বক ক্ষতিকর একটা অভ্যাস।সবকিছু কন্ট্রলে রাখার চেষ্টা করবেন।

That's all.
Thanks all.
 

Level 0

আমি সোহানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 153 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

A man who listens to his heart.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Vai kije collection dilen…. porai Matha Nostooo!! Thanks a lot& r ami Koreate Thaki tai Korean Language a o 감사합니다.

tncx vai Gta 5 ar Android version pailay diben… vai