নিড ফর স্পিড মোস্ট ওয়ান্টেড: ক্যারিয়ার মুডে খেলুন পুলিশের গাড়ি,ট্রাফিক বা অন্যান্য বোনাস কার দিয়ে।

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

যারা পিসিতে গেম খেলতে অভ্যস্ত তাদের অধিকাংশই Need For Speed Most Wanted গেমটি খেলে থাকবেন।EA গেমসের Need For Speed Series এর অন্যতম জনপ্রিয় একটি গেম হলো মোস্ট ওয়ান্টেড।

গেমটিতে কার শপে যে গাড়ি গুলো আছে সাধারন ভাবে সেগুলোই শুধু আপনি কিনতে বা চালাতে পারবেন, এর বাইরে সাধারন ট্রাফিক বা পুলিশের গাড়িগুলো ক্যারিয়ার মুডে ব্যবহার করা যায় না। তবে গাড়ি গুলো কার শপে যোগ করার জন্য একটি ট্রিক রয়েছে যেটা আপনাদের সাথে শেয়ার করবো।

এই কাজটি করার জন্য আপনার প্রথমেই লাগবে T-Search

এটা এই লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

এবার মোস্ট ওয়ান্টেড চালু করে alt+tab প্রেস করে উইন্ডোজে ফিরে আসুন এবং tsearch.exe ফাইল্ টি ওপেন করুন।এবার একদম বামে open process button এ ক্লিক করে speed.exe সিলেক্ট করুন এবং t-search এর hex editor tab এ ক্লিক করুন।

এসময় আপনি নিচের ছবির অনুরুপ ডাটা দেখতে পারবেন।

অতপর search বাটন এ ক্লিক করে কাংখিত গাড়ির কোড নম্বর লিখে সার্চ করুন।

সার্চের ফলাফল সবার উপরের সারিতে প্রদর্শিত হবে।নিচের ছবির মতো H,D,B,S,L……. কলাম গুলোর নিচের ২ অংকের সংখ্যা দেখতে পাবেন।কোন দিকে না তাকিয়ে L কলামে চলে যান এবং সেখানে যে সংখ্যা আছে তা পরিবর্তন করে 01 লিখে দিন।ব্যস শেষ।

যেমন Chevrolet Camaro SS গাড়িটি কার শপে আপনি পাবেন না। এটি রাস্তায় ট্রাফিক হিসাবে চলাচল করে থাকে।এর কোড হলো 1945949019459490 ।এই গাড়িটি যদি যোগ করতে চান তাহলে উপরের বর্ণনা অনুযায়ী t-search এ গিয়ে speed.exe open করে হেক্স এডিটরে যান ।তারপর সার্চে 1945949019459490 কোডটি কপি পেস্ট করে দিয়ে ok করুন। হেক্সা কোডটি সবার উপরে চলে আসবে।সেখান থেকে L কলামের 20 সংখ্যাটি মুছে 01 লিখুন।এবার গেমে চলে আসুন এবং কার শপে প্রবেশ করুন কিংবা কার শপে আগেই প্রবেশ করা থাকলে বের হয়ে পুনরায় প্রবেশ করুন।দেখবেন গাড়ির সংখ্যা ৩২ থেকে ৩৩ হয়ে গেছে এবং আপনার যোগ করা Chevrolet Camaro SS গাড়িটি আছে।

তবে সার্জেন্ট ক্রস ও UNDERCOVER POLICE CAR পেতে চাইলে অন্য গাড়ির কোড গুলো রিপ্লেস করতে হবে এবং এরা অন্য গাড়ির রিপ্লেসমেন্ট হিসাবে থাকবে।যেমন –

Aston Martin DB9 ( কোড 6A1CB6A46A1CB6A4 ) গাড়ির পরিবর্তে আপনি যদি Cross' Corvette ( কোড CF82E522CBCC497A ) পেতে চান তাহলে  6A1CB6A46A1CB6A4 খুজে বের করে সেখানে CF82E522CBCC497A লিখুন।এর পর কার শপে প্রবেশ করুন।

বিভিন্ন গাড়ির হেক্স কোড-

[BONUS CARS]
1945949019459490Chevrolet Camaro SS
9E5765019E576501Chevrolet Corvette C6R
A1F94771A1F94771Mercedes SL65
6FF43E9B6FF43E9BPorsche 911 Carrera GT2
4E4ACC23F8E0DA39BMW M3 GTR Race #1
4E4ACC23B35F084EBMW M3 GTR Race #2
A6FEC2813F0888CDBMW M3 GTR Street
[POLICE CARS]
AF2DC3C1F57E6670City Cruicer
AF2DC3C10C076C8FChevrolet Corvette
AF2DC3C1AE75E628SUV (RHINO)
AF2DC3C195DC4969Pontiac GTO
[TRAFFIC]
AF2DC3C1F5F7676FAmbulance
AF2DC3C1D8E0EC71Minivan
AF2DC3C1F11AF07ATaxi
AF2DC3C149393B74Pickup
AF2DC3C14BC7F2C5Pizza Car
AF2DC3C1FAFFD951Cement Truck
AF2DC3C1C71A47A7Garbage Truck
AF2DC3C1E0ECC708Firefighter Truck
AF2DC3C1BA480BD5Semi Truck (No Cargo)
AF2DC3C139136CC5Dumpster
[UNDERCOVER POLICE CARS]
AF2DC3C182D1A1A3Undercover City Cruicer
AF2DC3C1F61DECE9Undercover GTO
AF2DC3C18866EBA4Undercover Corvette
AF2DC3C1CBCC497ACross' Corvette
AF2DC3C16D807CD3
[POLICE CARS]
CF82E5220C076C8FChevrolet Corvette
C63D48AA95DC4969Pontiac GTO
[UNDERCOVER POLICE CARS]
C63D48AAF61DECE9Undercover GTO
CF82E5228866EBA4Undercover Corvette
CF82E522CBCC497ACross' Corvette
CF82E5226D807CD3
[NORMAL CARS]
6A1CB6A46A1CB6A4Aston Martin DB9
7BC1727BE514C4D5Audi A3
7B4BF6F8BF427E9BAudi A4
C88B3A19C88B3A19Audi TT
206518DF206518DFCadillac CTS
CF82E522E48C1146Corvette C6
08D4BE6E08D4BE6EDodge Viper SRT10
117AEEA6117AEEA6Fiat Punto
EAA5C042EAA5C042Ford GT
4DFD939B4DFD939BFord Mustang GT
9540785A9540785AGeneral Motors Cobalt SS
0BC42C7B0BC42C7BLamborghini Gallardo
EB77CDC1EB77CDC1Lamborghini Murcielago
B02FFF5BB02FFF5BLexus IS300
36493D3136493D31Lotus Elise
33C8098E33C8098EMazda RX7
374433D6374433D6Mazda RX8
2FAF77822FAF7782Mercedes CLK500
BBB500A8BBB500A8Mercedes SL500
BBD92AE3BBD92AE3Mercedes SLR
BD0BD7A2BD0BD7A2Mitsubishi Eclipse GT
B6FBEECCB6FBEECCMitsubishi Lancer Evo 8
C63D48AAC63D48AAPontiac GTO
8D5B7DD28D5B7DD2Porsche 911 Carrera Turbo
DAA74D3CDAA74D3CPorsche 911 Carrera S
929986C4D43D0667Porsche Carrera GT
EB5B5541EB5B5541Porsche Cayman S
EB6718EBEB6718EBRenault Clio
34898C190D563B5FSubaru Impreza WRX
3434F1663434F166Toyota Supra
534B0579534B0579Volkswagen Golf GTI
A1E1D3D8A1E1D3D8Vauxhall Monaro

মোস্ট ওয়ান্টেড এর প্রায় অধিকাংশ পুলিশ,ট্রাফিক ও রেসিং কার এর কোড এবং এগুলো যোগ করার বিস্তারিত উপায় পাবেন এই পি,ডি,এফ ফাইল টিতে

Level 0

আমি ashik734। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই,কাজ করে না তো।গেম চালু করার পরে tsearch খুলে open process button এ ক্লিক করে speed.exe সিলেক্ট করলেও নিচে কোনো কোডই আসে না,সব খালি।

T search-er hex editor button-e click korun.

Level 0

ভাই কি দিলেন এইটা josh একটা জিনিস। police-er Car নিয়ে police-er সাথেই Race মজাই আলাদা. Thanks..

Level 0

বুজলাম,L এর জায়গায় 01 লিখতে হবে,এভাবে কয়েকটা গাড়ি পেয়েছিও কিন্তু কিছু গাড়ি আছে যাদের L এর ঘরে আগে থেকেই 01 লেখা আছে,এগুলোকেও পাওয়ার চেষ্টা করেছি,কিন্তু পাইনি,এগুলা পাওয়ার জন্য কি করতে হবে?

    01 lekha car gulo by default car shop-e ache.o gulo shop er normal car.

    Level 0

    na vai,oigula to car shop e nai.jemon,firefighter truck,dumpster,semi truck(no cargo) eigular L er jaygay 01 lekha,kintu era car shop e nai,ki kora jabe! 🙁 kivabe eigula pabo?

ei gulo pete hole onno car ja already shop e ache tar code replace korte hobe je car pete chan tar code diye.tune e cross er car kivabe paben details lekha ache,same way follow korun.

akta soto file ase za dia agula korte parben…
kono gari e replace hobe na+unlimited N20………