হ্যালো গেম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি ২০১৫ সালের শীর্ষ কয়েকটি গেম নিয়ে। যারা গেম ভালবাসেন যাদের গেম নিয়ে অনেক আগ্রহ আশা করি আপনাদের কাছে পোস্টটি ভালো লাগবে। বর্তমানে গেমের বাজারে অনেক গেম আছে খেলার জন্য এর ভিতর থেকে আমরা কিছু বাছাই করে আপনাদের সামনে নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি
Batman: Arkham Knight
হ্যাঁ বন্ধুরা প্রথমে আমরা যে ভিডিও গেমটি নিয়ে আলোচনা করব সেটি হল Batman: Arkham Knight এই গেমটা ২০১৫ সালের আপকামিং অ্যাকশান এডভেঞ্চার ভিডিও গেম, যেটা ডেভলপ এবং পাবলিশ করেছে Rocksteady Studios এবং ওয়ার্নার ব্রাদার্স ইন্টারেক্টিভ এন্টারটেইনমেন্ট।
যেটা তৈরি করা হয়েছে প্লেস্টেশন 4 ,এক্সবক্স ওয়ান ভিডিও গেম কনসোল, এবং মাইক্রোসফট উইন্ডোজের জন্য। ডিসি কমিক্স সুপারহিরো ব্যাটম্যান উপর ভিত্তি করে এই গেমটি তৈরি হয়েছে।
এক নজরে গেমটিঃ
চমৎকার সব ফিচারে ভরপুর গেমটি, আশা করি আপনাদের ভাল লাগবে
The Witcher 3 Wild Hunt
২০১৫ সালে যে কয়টি গেম বাজারে এসেছে এর ভিতর The Witcher 3 Wild Hunt গেমটি অন্যতম, গেমটি হল অ্যাকশান রুল পেলেয়িং ভিডিও গেম যেটা তৈরি হয়েছে একটি উন্মুক্ত বিশ্বের পরিবেশে এর সাথে তাল মিলিয়ে। এই গেমটি ডেভলপ এবং পাবলিশ করেছে CD Projekt RED কোম্পানি
এক নজরে গেমটিঃ
দুর্দান্ত সব ফিচার দিয়ে গেমটি সাজানো আশা করি আপনারা অনেক বেশি উপভোগ করবেন।
Bloodborne
Bloodborne একটা অ্যাকশান রুলিং প্লেয়িং ভিডিও গেম যেটা পরিচালক Hidetaka Miyazaki ও ডেভলপার একটা সফটওয়্যার থেকে এবং প্রকাশিত হয়েছে সোনি কমপিউটার এন্টারটেনমেন্ট প্লেস্টেশন ৪ এর জন্য।
এক নজরে গেমটিঃ
চমৎকার সব ফিচার দিয়ে গেমটি ভরপুর আশা করি সবার কাছে ভালো লাগবে
বন্ধুরা যে তিনটা গেম আপনাদের সামনে পরিচয় করে দিলাম আশা করি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে গেম এর সাথে থাকবেন এবং অনেক ইঞ্জয় করবেন, আজ আর নয় আগামিতে আরো ভালো কিছু নিয়ে হাজির হতে পারব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন
ধন্যবাদ
আমি ট্যালি মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।