চলুন একটু ভাইস সিটিতে হেটে আসি…আরে মাটিতে না, পানিতে!!!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আসসালামু আলাইকুম । টিটির সকল বড় ভাইয়াদের আমার পক্ষ থেকে সালাম জানাই । বেশি কথা না বলে আসল কথায় আসি । ভাইস সিটি গেইম খেলেন নি এমন কেউ আছেন নাকি? না হাত তোলার দরকার নেই । আমি জানি বাংলাদেশের প্রায় প্রত্যেক কম্পিউটার ব্যবহারকারীর অন্যতম প্রিয় একটি গেইম হচ্ছে ভাইস সিটি । কিন্তু অনেক বছর ধরে ক গেইম খেলতে খেলতে বিরক্তি এসে যায় । আমি নিজেও  প্রায় প্রতিদিন রিমুভ করি এই গেইম । আবার ইনষ্টল করি । 😀
ভাইস সিটির সেই এক পুরোনো রাস্তায় হেটে বেড়াতে আর কি ভাল লাগে? কিন্তু কেমন হত যদি আপনি পানিতে হাটতে পারতেন? আরে না ইয়ার্কি করছি না । এটা ইয়ার্কির জায়গা না । এটা সত্যি যে আপনি চাইলেই সহজেই হেটে বেড়াতে পারবেন ভাইস সিটির সমুদ্রে ।

বিশ্বাস না হয় স্ক্রিনশট দেখেনঃ

কি এবার বিশ্বাস হয়েছে তো ? তাহলে আসেন আর দেরি না করে কাজ শুরু করে দিই । প্রথমে নিচের লিঙ্ক থেকে ফাইলটি ডাউনলোড করে নিন ।

Download Walk on Water.zip(8.34 KB)

এবার যেহেতু এটা জিপ ফাইল সেহেতু বুঝতেই পারছেন কি করতে হবে? হুম, ফাইলটি এক্সট্রাক্ট করতে হবে ।  তাহলে ফাইলটি আনজিপ করুন আপনার ভাইস সিটির ডিরেক্টরিতে । অর্থাত যেখানে gta-vc.exe ফাইলটি আছে । আনজিপ করা হয়ে গেলে এবার আপ্নাকে একটা কঠিন কাজ করতে হবে । মনে হয় না আপনি পারবেন :/

আরে মজা করছিলাম!! 😆  আর কিছু করতে হবে না । এবার গেইম চালু করেন আর পানিতে নেমেই দেখেন কি হয়!  না পারলে কমেন্ট করতে ভুলবেন না । আর একটা কথা, অনেক উপর থেকে পানিতে লাফিয়ে পড়লে গেইম হ্যাং করতে পারে । তাই একটু ভদ্রভাবে পানিতে নামিয়েন :mrgreen:

তাহলে আজকে আমাকে বিদায় দিন । সময় থাকলে আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন । আর কিছু খুজতে হলে আমাদেরনেট তো আছেই!!

Level 2

আমি মিরাজ ম্যাক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 53 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

AFK


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

bro zip file ta ”gta-vc.exe” te pest korar por ki game install dibo………naki age install dewa thaklei hobe?

gta-vc.exe ফাইলটা খুজে পাচ্ছিনা

    @zahedul islam: অনেক সময় ওটা রিনেম করা থাকে । আমি বলতে চাইছি যে ফোল্ডার থেকে আপনি গেইমটি রান করেন(ডেক্সটপ আইকন না) । যেখানে গেমটি ইনষ্টল দেয়া

vai link ta kaj kore na. notun link den