আজকে যে গেমটি আপনাদের জন্য নিয়ে এলাম তা এমন কোন বড় কিংবা হাই এন্ড গ্রাফিক্স ভিত্তিক গেম না । এতে অস্ত্রের ঝনঝনানি নেই, নেই টানটান উত্তেজনা, গতির রোমাঞ্চ কিংবা মহাকাশের অন্তহীন শূন্যতা; এমনকি নেই রঙের বাহারি ছটা। পুরো গেইমটাই সাদা-কালোয় তৈরি। ভাবছেন, আদ্দিকালের কোনো গেইম নিয়ে এ আলোচনা। মোটেও তা নয় । ডেনমার্কভিত্তিক গেইম নির্মাতা প্লেডেড এর তৈরি লিম্বো আর ১০টা গেমের থেকে একেবারেই আলাদা ।
সাদাকালো পটভূমিতে এতো চমৎকার একটি গেম ফুটিয়ে তোলা হয়েছে যার সামনে অন্য গেমের চোখ ধাঁধানো গ্রাফিক্সও ফিকে হয়ে যাবে। গেমটি বেশিরভাগ গেম রিভিউ সাইট ও সমালোচকদের দৃষ্টিতে শতভাগ পয়েন্ট অর্জন করার গৌরব অর্জন করেছে। শুধু তাই নয় গেমটি গেম ইনফরমারের বেস্ট ডাউনলোডেবল, গেমস্পটের বেস্ট পাজল গেম, কোটাকুর বেস্ট ইন্ডি গেম, গেম-রিএ্যাক্টরের ডিজিটাল গেম অব দ্য ইয়ার, স্পাইক টিভির বেস্ট ইন্ডিপেন্ডেন্ট গেম, এক্স-প্লের বেস্ট ডাউনলোডেবল গেম, আইজিএনের বেস্ট হরর গেম হিসেবে পুরস্কার পাওয়া ছাড়াও মোট ৯০টি পুরস্কার লাভ করেছে। গেমটি একটি গা ছমছমে হরর গেমের পাশাপাশি বেশ ভালোমানের একটি পাজল গেমও বটে। ভিডিও গেমও যে একটা আর্ট হতে পারে তা এ গেমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এটি এক্সবক্স লাইভ আর্কেডের তৃতীয় শীর্ষ স্থানীয় বেশি বিক্রয়কৃত গেমের তালিকায় রয়েছে, যা প্রায় ৭.৫ মিলিয়ন ডলার আয় করেছে।
আমি আসাদুজ্জামান আবীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার পিসি আর এন্ড্রয়েড উভয় জায়গাতেই ইনস্টল করা আছে। চরম একটা গেম। একটা মাষ্ট প্লে গেম!!!!