আসুন খেলি ছোটবেলার হারিয়ে যাওয়া গেমস

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

ছোটবেলায় আমার মত অনেকেই হয়তো ঘন্টার পর ঘন্টা পাড়ার ভিডিও গেমসের দোকানে এক টাকার কয়েন দিয়ে গেম খেলেছেন। সেই গেমস গুলো ছিল নেশার মত। গেমস খেলতে খেলতে সময় যে কখন পেরিয়ে যেত খেয়ালই থাকত না। তখনকার জনপ্রিয় গেমসগুলোর মধ্যে ছিল মোস্তফা, কিং অফ ফাইটার সিরিজ, মেটাল স্লাগ সিরিজ ইত্যাদি। এখনও অনেকেই ছোটবেলার স্মৃতি মনে করে সেই গেমস গুলো পিসিতে খেলেন। এই রকম পুরোনো দিনের দুইটা গেমস নিয়ে আমার আজকের টিউন। এই গেমস দুইটাও অন্য সব গেমসের মতই জনপ্রিয় ছিল। তবে অনেকেই আমরা গেম দুইটার নাম জানিনা। যাই হোক, আসল কথায় আসি। গেম দুইটার নাম হল Violent Storm আর Sunset Riders । নিচে স্ক্রীনশট দেওয়া হল। দেখেন তো চিনতে পারেন কিনা। প্রথম গেম টা বরিস নামে পরিচিত ছিল।

গেম দুইটি খেলতে হলে Mame32  নামের একটি ইমুলেটর লাগবে। নিচের মিডিয়াফায়ারের লিংক থেকে নামিয়ে নেন।

https://www.mediafire.com/?ii7m9h473k1qquz

গেম দুইটির সরাসরি ডাউনলোড লিংক দিয়ে দিলাম নিচে।

Violent Storm>

https://www.mediafire.com/?pjf0w4pqdc1b0cc

Sunset Riders>

https://www.mediafire.com/?6i3vkt4gp7pao9j

ইমুলেটর নামানোর পর ফাইলটা Extract করুন। এখন ফোল্ডারটা ওপেন করে "roms" ফোল্ডারে গেম দুইটা কপি করে পেস্ট করুন। গেমের জিপ ফাইল Extract করবেন না। সরাসরি ওটাই পেস্ট করবেন। এখন নিচের "Mame32" আইকনে ডাবল ক্লিক করে ওপেন করুন। File>audit all games ক্লিক করুন। ডানপাশে গেম দুইটার নাম দেখতে পাবেন। এখন গেমের নামের উপর ডাবল ক্লিক করলেই গেম ওপেন হবে । প্রথমেই একটা কাল পর্দা আসলে কী-বোর্ডে টাইপ করুন। তারপর যে কোন কী চেপে খেলা শুরু করে দিন। "5" দিয়ে কয়েন এবং "1" দিয়ে গেম স্টার্ট করতে হবে। গেম খেলার সময় "TAB" এ ক্লিক করে আপনার ইচ্ছামত কন্ট্রোল সিলেক্ট করতে পারবেন।

Level 0

আমি সাব্বির আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গেমগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
আচ্ছা, এই গেম গুলা কি resume করে করে খেলা যাবে?নাকি এক বসাতে যতটুকু খেলা যায় ততটুকুই??

না resume করে খেলা যাবে না সম্ভবত। কমেন্টের জন্যে আপনাকেও ধন্যবাদ।

ধন্যবাদ ভাই, ৩ বছর যাবত এই গেম ২টি খুজছিলাম । কিন্তু নাম জানতাম না ।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Level 0

age pc te ekta emulator a onk gula game cholto jemon mostofa,captain comando, plane er ekta game….aro onk game ki ki jeno chilo…ami nam mone korte partesi na….jodi ekta nam bolten emulator soho…

neo geo bade kintu…..

    Neogeo বাদে ওই গেম গুলো এই ইমুলেটরেও চলবে। কিন্ত গেমের রম গুলো হতে হবে এই ইমুলেটরের অর্থাৎ Mame এর। আর একটা ইমুলেটর আছে Super Nintendo এর গেম গুলোর জন্য। আপনি ওটার কথা বলছেন কিনা বুঝতে পারছিনা।

শেয়ার করার জন্য ধন্যবাদ

অনেক ধন্যবাদ পুরনো দিনের গেম শেয়ার করার জন্য