গেমস জোন [পর্ব-২৮৪] :: WWE Immortals (২০১৫)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

WWE এর বর্তমান যুগের কোনো গেমস নেই পিসি সংস্করণে। এটা কোনো কথা হলো? আর WWE IMPACT নামে যেটা রয়েছে সেটাও অফিসিয়াল নয়। তাই পিসিতে WWE এর কোনো গেমস খেলতে হলে দরকার এমুলেটর। আর এমুলেটর দিয়ে গেমস খেলার চেয়ে না খেলাই ভালো! তবে এ বছর WWE আমাদের মোবাইল ডিভাইস এর জন্য চমৎকার এবং ব্যাতিক্রমী একটি গেম রিলিজ করেছে আর তা হলো WWE Immortals !

সিরিজের আগের গেমসগুলো ছিলো বাস্তবভিক্তিক স্টোরিলাইন এবং গেম-প্লে! তবে এই WWE Immortals গেমটিতে ব্যবহার করা হয়েছে কাল্পনিক স্টোরিলাইন এবং উরা ধুরা গেম-প্লে যেগুলো আমরা কিং অফ ফাইটারস গেমসগুলোতে পেয়ে এসেছি। তবে খেলোয়ারা বাস্তবিক হলেও তাদের পাওয়ার এবং মুভমেন্ট সবই কাল্পনিক এবং বাস্তবিক এই দুটোর সংমিশ্রণে গেমটিতে রয়েছে। আর গেমটি এন্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের জন্য বাজারে আসায় আমরাও অনেকদিন পর WWE সিরিজের কোনো গেম ফুল স্পিডে খেলতে পারবো!! আর গেমটি বিনামুল্যে ডাউনলোড করা যাবে বিধায় গেমটির মাল্টিপ্লেয়ার ফিচার টি আমার কাছে ভালো লেগেছে!

চলে এলাম গেমস জোন নিয়ে। আর গেমস জোনে মোবাইল গেমস নিয়ে এটা হলো দ্বিতীয় টিউন। আর আজকে তোমাদের জন্য নিয়ে এলাম WWE Immortals। WWE Immortals একটি ফাইটিং ভিডিও গেম যা প্রফেশনার রেসলিং কোম্পানি WWE কে ঘিরে নির্মাণ করা হয়েছে। গেমটি এ বছরের (২০১৫) জানুয়ারী ১৫ তারিখে এন্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমে মুক্তি দেওয়া হয়েছে। গেমটি NetherRealm Studios এবং Phosphor Game Studios এই দুটি নির্মাতা প্রতিষ্ঠান মিলে নির্মাণ করেছেন। গেমটি এন্ড্রয়েড গুগল প্লেস্টোর এবং আ্যপল এপপ স্টোরে বিনামুল্যে পাওয়া যাচ্ছে।

 

মুক্তির সময় গেমটিতে খেলোয়ার চরিত্র হিসেবে পাওয়া যাবে ২৫ জনকে। আর এখন গেমটিতে মোট ৪০টি ক্যারেক্টার রয়েছে।  গেমটি ৩ ভার্সেস ৩ ফরমেটে ফাইটিং হবে। আর গেমটির পটভূমি সেট করা হয়েছে কাল্পনিক এবং রিমেড WWE দুনিয়ায়। যেখানে ব্রে ওয়াট এর ম্যাজিক ল্যাম্প দ্যা অথোরিটি চুরি করে নিয়ে যায় এবং ল্যাম্প (হারিকেন) টি একটিভ করে দেয় WWE তে ক্ষমতা বহাল রাখার জন্য। আর এই ল্যাম্পটি একটিভেট করে দেবার ফলে WWE এর দুনিয়া পাওয়ারফুল ডার্ক ম্যাজিকে ভরে যায় এবং WWE এর খেলোয়ার গুলো পেয়ে যায় সুপারন্যাচরাল পাওয়ার!

ম্যাজিক হারিকেন!
গেমটির শুরুতে এই সিন দেখাবে

 

অথোরিটির কাছে ম্যাজিক ল্যাম্প!!
আর ল্যাম্প একটিভ করার পর থেকেই .. . . .

 

গেমটিতে কয়েকটি লেভেল রয়েছে, আর প্রতিটি লেভেলে রয়েছে ৭-৮টি ম্যাচ এবং লেভেল ভিক্তিক রয়েছে বস। আর যত সামনের লেভেলে যাবে তোমার প্রতিপক্ষের ক্ষমতা ততই বাড়তে থাকবে। গেমটিতে তুমি immortals পয়েন্ট অর্জন করতে পারবে খেলার মধ্য দিয়ে এবং এই পয়েন্ট দিয়ে নতুন ক্যারেক্টার কিনতে পারবে এবং বর্তমান ক্যারেক্টার গুলোর পাওয়ার আপগ্রেড করতে পারবে। গেমটিতে ক্যারেক্টার গুলোর পাওয়ার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে।

যেমন প্রতিটি ক্যারেক্টারের পাওয়ার মুভমেন্ট রয়েছে তিনটি। এই গুলোর মধ্যে প্রথমটি সবসময় আনলক করা থাকবে। পরবর্তী মুভমেন্ট দুটো আনলক করতে হলে তোমাকে উক্ত ক্যারেক্টারটির স্কিল লেভেল বাড়াতে হবে। প্রতিটি মুভমেন্ট এর আলাদা আলাদা ডেমেজ সিস্টেম রয়েছে।

ক্যারেক্টার স্কিল বাড়াতে পারো সেই ক্যারেক্টার নিয়ে ম্যাচ খেলতে খেলতে। আরেকটি পাওয়ার হচ্ছে মনুমেন্ট। যেটি তুমি গেমটির স্টোর থেকে ট্যালেন্ট কার্ডের মাধ্যমে কিনতে পারো এবং আপগ্রেড করতে পারো। মনে রাখতে হবে যে গেমটিতে টাকার কোনো সিস্টেম নেই, সব কিছুই পরিমাপ করা হয়ে immortal পয়েন্ট দিয়ে।

আর গেমটিতে প্রতিটি ক্যারেক্টারের সর্বোচ্চ লেভেল রয়েছে লেজেন্ডারি লেভেল ৭। এই লেভেলের কোনো ক্যারেক্টারের ক্ষমতা হবে সেইরকম! যেমন লেজেন্ডারি লেভেল ৭ এর জন সিনা এর একটি শক্তিশালী ঘুষিতেই প্রতিপক্ষ খতম!!

তবে সর্বোচ্চ লেভেলেও প্রতিটি চরিত্রের স্ট্যামিনা লিমিট থাকে। যেমন একটি খেলোয়ার নিয়ে ৩-৪টি ম্যাচ টানা খেলা যাবে এর পর ৮ মিনিটের বিরতি নিতে হয়। গেমটি ক্যারেক্টার ডিজাইন খুবই চমৎকার!

WWE এর মতো এই গেমটিতেও Triple H এর ক্ষমতা রয়েছে সবচেয়ে বেশি! এইটা কিছু হইলো? আমি ভাবছিলাম আন্ডারটেকারকে সবচেয়ে ক্ষমতা বান বানাবে। আন্ডারটেকারের লেজেন্ডারি লেভেল ৭ এর পাওয়ার হচ্ছে ৫২৩৭ আর ওদিকে গেমটির সর্বোচ্চ  পাওয়ার হচ্ছে ট্রিপল এইচ এর যার পাওয়ার হচ্ছে লেজেন্ডারি লেভেল ৭ এ ৮৩৯৫!!!

গেমটির কন্ট্রোল খুবই সহজ। স্ক্রিনের দুইপাশে একসাথে চেপে রাখলে ব্লক হবে, একটি চাপ দিলে হয় নরমাল পাঞ্চ আর একটু জোরে চাপ দিলে হয় হেভি পাঞ্চ!! যেটা খেলার শুরুতেই তোমাকে শিখিয়ে দেওয়া হবে।

 

ব্যাতিক্রমী এই WWE গেমসটি খেলতে তোমাদের মজাই লাগবে আসা করি।

 

নির্মাতাঃ

NetherRealm Studios

Phosphor Game Studios

প্রকাশ করেছেঃ

Warner Bros Interactive Entertainment

ইঞ্জিণঃ

আনরিয়েল ইঞ্জিণ ৩

খেলা যাবেঃ

এন্ড্রয়েড এবং আইওএস ডিভাইসগুলোতে

মুক্তি পেয়েছেঃ

জানুয়ারী ১৫, ২০১৫

ধরণঃ

প্রফেশনাল রেসলিং ফাইটিং

খেলার ধরণঃ

সিঙ্গেল এবং অনলাইন মাল্টিপ্লেয়ার

সিস্টেম রিকোয়ারমেন্টসঃ

এন্ড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেম,

কোয়াড কোর প্রসেসর,

১ গিগাবাইট র‌্যাম,

গুগল প্লে সার্ভিস এর লেটেষ্ট সংস্করণ,

১.৮০ গিগাবাইট ফ্রি মেমোরি স্পেস,

ইন্টারনেট কানেক্টশন মাল্টিপ্লেয়ার খেলার জন্য

আর ওদিকে আইফোন ৪এস থেকেই গেমটি স্মুথ স্পিডে খেলা যাবে।

লোডিং . . . .
মেইন মেনু

 

ক্যারেক্টার লিষ্ট ১
ক্যারেক্টার লিষ্ট ২

 

ক্যারেক্টার লিষ্ট ৩
ক্যারেক্টার লিষ্ট ৪

 

ট্যালেন্ট কার্ড সমূহের একাংশ
শুরুর দিকে তেমন পাওয়ার যাবে না
YES! YES! YES!

 

এরাও আছে!

 

আন্ডারটেকারের প্রথম ডিজাইনটি ভালো না! লুল

 

তবে পরেরটা সেইরকম!!

 

আসলেই রক!! (পাথর)

 

জন সিনা সুপারম্যান!!

 

কনট্রোল খুবই সোজা
তবে মাঝে মাঝে কুইক মুভমেন্ট দিতে হয়
কোয়াড কোর সাথে ১ জিবি র‌্যাম থাকলেই হলো!

 

 

 

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 1

Nice Games

গেইমওয়ালা ভাইজান, আমার এন্ডোইড ফোনটা হল Samsung Galaxy s3 lte। ফোনের ২ জিবি য়ার্ম কিন্তু ডুয়াল কোর প্রসেসর। গেইমটি কি চলবে আমার ফোনে?

injustice: god among us > Same type of game. Khele bapok moja peyechi.. @ অদৃশ্যলোক 2gb ram e khub valoi cholbe.