গেমস জোন [পর্ব-২৮৩] :: চমৎকার কিছু ভৌতিক গেম যা তুমি খেলো নি এখনো!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

গেমস জগতে ভূতুরে বা হরর ধাঁচের গেমসগুলো আমাদের সাথে আছে প্রায় ২ যুগেরও বেশি সময় ধরে। সেই ৯০ দশকের Alone in the Dark থেকে ভয় পাওয়া শুরু আর এখনো তা Outlast এর মতো চরম ভৌতিক গেমসগুলোর মধ্য দিয়ে হরর বেঁচে আছে এখনো। আমার হরর গেমের অভিজ্ঞতা শুরু হয় ৯৪ এর গেম DOOM II দিয়ে। আজকের গেমস জোনে আমি তোমাদেরকে কিছু ইউনিক অথচ তেমন পাবলিসিটি না করায় কিছু হরর গেমস হয়তো বা তোমরা এখনো খেলোনি, হয়তো বা এখনো গেমসগুলোর নামও শুনো নি!

 

তো শুরু করছি আজকের গেমস জোন। অনেকদিন পর লিখছি, আসলে ব্লগিং এর নেশাটা আস্তে আস্তে চলে যাচ্ছে আরকি!

 

DayZ

গেমটির বাংলা নাম “দিনগুলো”। যাই হোক, প্রথমত গেমটি হলো মিলিটারি শুটার ধাঁচের। কিন্তু গেমটিতে ভৌতিক ধাঁচ যোগ করা হয়েছে জুম্বিদের কে দিয়ে। জুম্বিদের যারা ভয় পাও তারা গেমটি পরখ করে দেখতে পারো। আর হ্যাঁ গেমটি কিন্তু বিনামূল্যেই নির্মাতাদের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। যদিও গেমটির গ্রাফিক্স আজকাল কার যুগের এন্ড্রয়েড গেমসগুলোর মতোই! লিংকঃ http://dayzmod.com/

 

SCP – Containment Breach

গেমটি পুরাই অদ্ভুত। অদ্ভুত সব প্রাণীদেরকে দেখে আমাকেই অদ্ভুত লাগছে। নির্মাণাধীন এই গেমটিতে তুমি D-9341 নামের একটি প্রাণীর হয়ে খেলবে, যাকে একটি টেস্ট ল্যাবে বন্দি করে রাখা হয়েছে। গেমটিতে তোমার মূল লক্ষ্য হচ্ছে ল্যাব হতে পালিয়ে আসা। আর তখনই তোমাকে মুখোমুখি হতে হবে সেই সব অদ্ভুত প্রাণীদের সাথে। গেমটির বেটা সংস্করণ ডাউনলোড করতে ভিজিট করো: http://www.scpcbgame.com/

 

Slender: The Eight Pages

পুরাই হিটম্যান চরিত্রটি চুরি করে এখানে আনা হয়েছে। তবে এই গেমে চরিত্রটির নাম হলো Slenderman . গেমটি সাইকোলোজিক্যাল হরর ধাঁচের। গেমটিতে তোমাকে একটি জঙ্গল থেকে আটটি ভিন্ন ভিন্ন নোট কপি সংগ্রহ করতে হবে। আর জঙ্গলে তোমাকে ভয় দেখাতে আসবে ডিমন! গেমটির এই সংস্করণটি ফ্রিতে ছাড়া হলেও Slender : The Arrival গেমটি স্ট্রিমে পাওয়া যাচ্ছে ১০ ডলার করে।

ডাউনলোড: http://slender.en.softonic.com/%E2%80%9D

 

A Mother’s Inferno

Short Film দেখেছি এতো দিন কিন্তু এখন দেখছি Short Game! হুম! কতিপয় ভার্সিটির স্টুডেন্টরা মিলে মাত্র ৬ সপ্তাহে গেমটি নির্মাণ করেছে। গেমটিতে তোমাকে একজন মায়ের ভূমিকায় খেলতে হবে, যেখানে একটি ট্রেনে তোমাকে তোমার ছেলেকে উদ্ধার করতে হবে ভূতুরে সব আত্মাদের কবল হতে। আর ট্রেনটির গতিপথ হবে লন্ডনের আরবান অঞ্চলের মধ্য দিয়ে। গেমটির ওয়েবসাইট : http://amothersinferno.dadiugames.dk/

 

No More Room In Hell

 

কোপা কোপা!!

নামটা দারুণ, কাজেও কোপা শামসু! কিন্তু এটি একটি গেম নয়, হাফ লাইফ ২ গেমটির একটি কাস্টম মোড মাত্র! তবে হাফ লাইফ ২ গেমটিতে এই মোড দিয়ে দারুণ মজার একটি গেম হয়ে যাবে! কুড়াল দিয়ে জুম্বিদের কুপিয়েছো!?!?! না কুপালে মোডটির মাধ্যমে কোপানো শুরু করো! গেমটির স্ট্রিম পেজঃ http://store.steampowered.com/app/224260

 

Cry of Fear

এটিও আগেরটির মতো একটি স্বাধীন মোড। তবে এটি হাফ লাইফ ১ এর মোড। তাই গেমটির গ্রাফিক্সের সাথে মোডটির গ্রাফিক্সও তেমন চরম নয়। তবে মোডটির মাধ্যমে গেমটিতে তুমি সারভাইবাল হরর এর স্বাদ নিতে পারবে। তবে এটির মাধ্যমে গেমটিতে অনেকটা সাইলেন্ট হিল টাইপের গেম মনে হবে তোমার। একে তো তোমার চারিদিকে আজিব আজিব ঘটনা ঘটছে আর অন্যদিকে তোমার মোবাইলে তোমার মায়ের চিন্তাগ্রস্থ ক্ষুদেবার্তা সব মিলিয়ে ভালই লেগেছে আমার এই মোডটি। আগের মোডটির মতো এই মোডটিও বিনামূল্যে পাওয়া যাচ্ছে গেমটির ওয়েব সাইটে। লিংকঃ http://www.cry-of-fear.com/

 

The Haunted

এটিও একটি মোড এটি আনরিয়েল টুর্নামেন্ট ৩ গেমটির একটি স্বাধীন মোড। মোডটির মাধ্যমে গেমটিকে Wave – Based Third Person Multiplayer Shooter ধাঁচের করা হয়েছে। আর মিউটেন্ট জুম্বি তো থাকছেই! আর বরাবরের মতোই এই মোডটিও ফ্রি তবে সামনে Hells Reach নামের একটি এক্সপেনশন প্যাক আসছে তা টাকা দিয়ে কিনতে হবে। মোডটির লিংক: http://www.moddb.com/mods/the-haunted

 

 

Underhell: Chapter 1

আরেকটি ফ্রি হাফ লাইফ ২ মোড যা হাফ লাইফ ২ গেমটিকে ভুতুরে গেম বানিয়ে দেবে। মোডটি ট্যাকটিক্যাল শুটার, জুম্বি থ্রিলার এই দুটি ধাঁচের মিক্স একটি মোড। মোডটিতে তুমি SWAT অপারেটিভ জ্যাক হকফিল্ড এর ভূমিকায় খেলবে। সম্প্রতি তার স্ত্রী মারা যায় কিন্তু তিনি মনে করেন যে তার স্ত্রীর আত্মা তার আশেপাশেই ঘুরছে। আর এই টেনশন নিয়েই যাবতীয় মিশনগুলো খেলতে হবে তোমাকে। লিংকঃ http://www.moddb.com/mods/underhell

 

 

এতক্ষণ ফ্রি গেমস মোড নিয়ে কথা বলছিলাম, এবার পেইড গেমসগুলোর কথায় আসি। যেহেতু পেইড, সেহেতু অবশ্যই ফ্রি গেমসগুলোর থেকে এগুলো ভালো হবে!

 

Dead State

এলিয়েন শুটার টাইপের মতো একটি গেম। ঈগল ভিউ ক্যামেরায় গেমটি তোমাকে খেলতে হবে। গেমটি সারভাইবাল হরর ধাঁচের। আর গেমটিতে তোমাকে তোমার ঘাঁটি বা বেইস ধরে রাখতে হবে। আর গেমটি এখনো নির্মাণাধীন রয়েছে। গেমটির মূল্য ২০ থেকে ২৫ ইউরো হতে পারে।

 

The Forest

দ্যা ফরেস্ট হতে যাচ্ছে আরেকটি ব্লকব্লাস্টার সারভাইবাল হরর ভিডিও গেম। আউটলাস্ট গেমটিতে টেক্কা দিতেই এই ফরেস্ট গেমটি নির্মাণ করা হচ্ছে। গেমটিতে ফারক্রাই ৩ এর মতো ক্র্যাফটিং, এক্সপ্লোরেশন, দিন / রাত্রির আবহাওয়া সিস্টেম ইত্যাদি ফিচার রয়েছে। আর শত্রু হিসেবে থাকবে মিউটেন্ট প্রাণীগুলো!! গেমটিতে তোমার বিমান একটি রহস্যময় দ্বীপে ক্র্যাশ করে। আর দ্বীপ থেকে বের হতে হলে বিয়ার গিলস এর মতো টিকে থাকার জন্য বেঁচে থাকা দরকার!! খাদ্য, বাসস্থান, পানি ইত্যাদিও কিন্তু যোগার করে টিকে থাকতে হবে দ্বীপে। আর মিউটেন্ট বন্ধুরা তো রয়েছেই তোমাকে বিনোদন দেবার জন্য !! গেমটি এখন নির্মাণাধীন। চাইলে ঘুরে আসতে পারো গেমটির সাইট থেকে: http://survivetheforest.com/

 

 

Deadlight

যদিও নির্মাতা বলছেন গেমটি হবে ২.৫ ডি কিন্তু বেটা সংস্করণে গেমটি ফুল থ্রিডি ফিচারেই এসেছিলো। গেমটি হবে সিনেমাটিক ধরণের। মানেই হচ্ছে সুন্দর একটি কাহিনীচক্র থাকছে গেমটিতে। তবে গেমটির পটভূমি হবে ৮০ এর দশকের জুম্বি কবলিত আমেরিকায়! দেখা যাক গেমটি আমাদের জন্য কি কি নিয়ে আসছে। লিংক: http://www.deadlightgame.com/

 

Among The Sleep

হুমম!! আরেকটি ক্রিপি ভৌতিক গেম আসছে! গেমটিতে মাত্র দুই বছরের একটি শিশুর ভূমিকায় তোমাকে খেলতে হবে, যেখানে শিশুটি কিছু প্যারানরমাল এক্টিভিটির দ্বারা আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত। গেমটিতে আমরা ফাস্ট পারসন হরর এর নতুন একটি স্বাদ পেতে যাচ্ছি। আর ২ বছরের শিশুরা যেমন আচরণ করে ঠিক তেমনি গেমটিতে তোমাকে মজা দিতে আসছে শীঘ্রই!

 

 

Condemned: Criminal Origins

অনেকদিন ধরেই কোনো থ্রিলার হরর গেম বাজারে আসছে না। তবে এই গেমটি মাধ্যমে তার আবারো শুরু হচ্ছে! গেমটিতে তুমি হচ্ছো একজন FBI অফিসার এবং তোমাকে কয়েকটি রহস্যময় খুনের তদন্ত করতে হবে। অনেকটা বাস্তবিক ভৌতিক এর মজা পাওয়া যাবে গেমটিতে। আর সিরিয়াল কিলার ম্যাচ মেকার কে গ্রেফতার করা হবে তোমার প্রাইমারী অবজেক্টিভ। আর গেমটির ক্রাইম সিনস গুলো ব্যাটম্যান আর্কাহাম সিরিজ থেকে নেওয়া হয়েছে।

 

The Lost Crown

এডভেঞ্চার ধাঁচের ভৌতিক গেম এটি। গেমটি ব্রিট্রিশদের তৈরি একটি গেম যেখানে ব্রিটেনের আরবান অঞ্চলের কিছু গ্রামে তুমি বেড়াতে যাবে এবং রহস্যময় একটি এডভেঞ্চারে পড়বে। গ্রামগুলো মোষ্ট হন্টেড রেটিং প্রাপ্ত! আর গেমটিতে তুমি তোমার টিভি সিরিজের জন্য শুট করতে সেই গ্রামে যাও . . . আর এবার তুমি ফাইলনালি দেখা পেয়ে যাও অদ্ভুত কিছু!

 

Routine

এবার চাঁদে গিয়ে হরর এর মজা পাবে তুমি রুটিন গেমটির মধ্য দিয়ে!! ওয়াও! চাঁদেরও কলঙ্ক (Dark Side) আছে এই ট্যাগলাইনে গেমটি এখন নির্মাণাধীন রয়েছে। গেমটিতে তিন ধরণের শত্রু থাকবে। জুম্বি, এলিয়েন এবং এলিয়েন জুম্বি!! গেমটির পটভূমি সেট করা হয়েছে চাঁদের একটি পরিত্যাগ লুনার স্টেশনে, যেখানে তুমি আটকা পরেছো এবং গেমটিতে তোমার মূল লক্ষ্য হচ্ছে পৃথিবীতে বেঁচে ফিরে আসা! Amnesia গেমটি যদি মহাশূন্যে সেট করা হতো তাহলে এই গেমটির মতোই হতো!

 

Raindrop

ইউনিটি ইঞ্জিণ দিয়ে তৈরি চমৎকার এই গেমটির নির্মাণ কাজ কিছুদিন অর্থের অভাবে বন্ধ ছিলো। কিন্তু এখন নির্মাণ চলছে পুরোদমে। গেমটি দেখা যাবে দুনিয়া প্রায় ধ্বংসের কাছাকাছি। এবং এই অদ্ভুত ও বিচিত্র দুনিয়ায় বেঁচে থাকলে হলে খাদ্যে সাথে চাই অস্ত্র!!! কারণ মঙ্গা মানেই খুনাখুনি! গেমটি ২০০৭ সালে হাফ-লাইফ ২ এর মোড হিসেবে নির্মাণ কাজ শুরু হলেও এখন এটি একটি স্বতন্ত্র গেম হিসেবে বাজারে আসতে যাচ্ছে।

 

তো এই ছিলো আজকের গেমস জোনে। তবে বলা বাহুল্য, আউটলাস্টের মতো ভূতুরে মজা এবং পাজলের পেইন আর কোনো গেমে পাইনি! দেখা যাক সামনের দিনগুলো তে ভূতুরে ধাঁচের গেমসগুলো আমাদেরকে কি কি উপহার দেয়!

Cryostasis Sleep of Reason গেমটিতে কিছু সেন্সরযুক্ত উপদান রয়েছে বিধায় টিউনে লেখলাম না!
Hellraid গেমটি অতিরিক্ত . . . মাত্রায় . . . .

 

The Flock গেমটি নিয়েও কিছু বলার নাই

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks ভাই প্রথম গেমসটা খুব মজা পাইছি ও বাকি গুলো ডাউনলোড করতে চাইছি

FIve Nights of Freedy থাকবে আসা করেছিলাম :3

egula ki offline game??? Parle pls direct download link den..

অনেক ধন্যবাদ ভাই। ডাউনলোড করছি…. আশা করি গেমস্ গুলো খেলে মজা পাবো।

Please kew amake je kono akta suggest korun, download korar jonno. Ato gulo dekhe ami confused. Intel core i5, w7, 32bit, 4G RAM e klela jabe..

Level 0

DayZ game tar download system ki ? RAR file paoa jabe?